Wednesday, January 30, 2013

এবার Facebook চ্যাট করুন মোবাইলের Opera ও UC ব্রাউজার দিয়ে

আস্-সালামু আলাইকুম! আশা করি আপনারা সবাই ভালো আছেন। 
আমি আজ আপনাদের সাথে কিভাবে মোবাইলের Opera UC ব্রাউজার দিয়ে Facebook চ্যাট করা যায় সে বিষয় টা শেয়ার করব। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো। প্রথমে আপনার মোবাইল ব্রাউজার টি ওপেন করুন। তারপর এড্রেস বার-এ গিয়ে নিচের এড্রেস টি লিথুন।

http://touch.facebook.com/buddylist

নোট: যদি আপনার ফেসবুক  লগইন করা না থাকে তাহলে  username and password চাইবে, আপনি সেগুলো সঠিকভাবে দিয়ে লগইন করুন।
ব্যাস! সাথে সাথে আপনি আপনার অনলাইনে থাকা ফেন্ডদের লিস্ট দেখতে পাবেন।
এই পদ্বতির বিশেষ সুবিধা টি হলো, আপনি একই ব্রাউজারে, একসাথে বন্ধুদের সাথে ফেসবুক চ্যাট করতে পারবেন। পাশাপাশি নতুন ট্যাব খুলে অন্যান্য পেজসমূহও ব্রাউজ করতে পারবেন।
কিছু প্রাসঙ্গিক কথা: যেহেতু Opera তে বাংলা সাপোর্ট করে সেহেতু আপনি চাইলে এখানে বাংলাতে ও চ্যাট করতে পারবেন। যদি আপনার ব্রাউজারে বাংলা সাপোর্ট না করে তাহলে নিচের নিয়মাবলী অনূসরন করুন।
প্রথমে আপনার ব্রাউজারের এড্রেস বার-এ গিয়ে লিখুন opera:config   তারপর Go- তে ক্লিক করুন। পেজ লোডিং হলে, পেজের একেবারে নিচের অংশে যান। তারপর “Use bitmap…” এর  “No” কে “Yes” করে দিন। তারপর নিচের Save এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনার ব্রাউজারে বাংলা সাপোর্ট করবে। তবে হ্যা! এই সিস্টেম টা শুধুমাত্র opera-7 ভার্সন অথবা তার নিচের ভার্সন গুলোর ক্ষেত্রে প্রয্যোজ্য। অবশ্য উপরের ভার্সন গুলোতে ও করা যায়। তবে সেটা একটু ব্যতিক্রমী ও দীর্ঘ প্রণালীর বিধায় এখানে উল্লেখ করতে পারলাম না।
সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

Tuesday, January 29, 2013

সহজেই NOTEPAD দিয়ে RAM কে CLEAN করুন।

আপনি যখন আপনার কম্পিউটারে গেইম্-স অথবা অনেকগুলো পোগ্রাম নিয়ে একত্রে কাজ করতে থাকেন তখন আপনার operating system টা স্লো থেকে স্লো-তর হতে থাকে। এক পর্যায়ে আপনার পুরো কম্পিউটার-টাই হ্যাং হয়ে যায়। এর অন্যতম মূল কারন হচ্ছে আপনার Ram এর উপর্যোপরি ব্যবহার।
তাছাড়া আপনার ব্যবহৃত পোগ্রামগুলোর অদৃশ্যেমান ফাইলগুলো আপনার Ram এর বিরাট একটা অংশ দখল করে থাকে। যাইহোক, এরূপ সমস্যা থেকে বাচতে চাইলে আপনার Ram কে সবসময় clean রাখুন।

যেভাবে আপনার কম্পিউটারের  RAM  কে NOTEPAD দ্বারা CLEAN রাখবেনঃ-
প্রথমে desktop এ গিয়ে একটি New text file ওপেন করুন। তারপর সেখানে নিচের লাইন টি টাইপ করুন।
FreeMem=Space(64000000)
এবার cleaningRAM.vbs নাম দ্বারা notepad ফাইল টি save করুন। [save করার সময় আপনাকে"All Files" option টি choose করতে হবে। তবে save করার সময় নামের শেষে যাতে .vbs লেখাটি থাকে সেটা সম্পর্কে নিশ্চিত হোন]
এরপর থেকে RAM কে clean রাখতে নিয়মিত file টি Run করুন।
আপনি চাইলে এটাকে edit করে নিচের লাইন টি দ্বারা সর্বোচ্চ cleaning সুবিধা ও পেতে পারেন। তাছাড়া এতে করে আপনার কম্পিউটার এর স্পিড ও বাড়াতে পারেন।
FreeMem=Space(1280000000)

আজকের পোস্ট টি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

সেরা ৫টি MOVIE ডাউনলোড সাইট

আস্-সালামু আলাইকুমআশা করি আপনারা সবাই ভালো আছেনঅবশ্যই সবসময় ভালো থাকবেন এটাই কামনা করি
 আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার সেরা ৫টি Movie ডাউনলোড সাইটএগুলোর মধ্যে রয়েছে কিছু সরাসরি ডাউনলোড সাইট এবং কিছু স্টিমিং সাইটস্টিমিং সাইট থেকে মুভি ডাউনলোড করার জন্য আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার এর প্রয়োজন হবে।

অনেক তো কথা হলো এবার উক্ত সাইট গুলোর প্রসঙ্গে আসা যাক।

MOVIE2K:

নিঃসন্দেহে এই সাইট-টি ফ্রী মুভি ডাউনলোড সাইট গুলোর অন্যতম এবং সেরা একটি সাইট। ইহা প্রতিনিয়ত আপডেট করা হয় বিধায় ইহা থেকে নতুন সব মুভি ডাউনলোড করা যায়। এছাড়া Online streaming এর ক্ষেত্রে এটি একটি ভাল সাইটও বটে।
এই সাইট থেকে ডাউনলোড করার জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার এর প্রয়োজন হবে।
তাদের অফিশিয়াল সাইটে প্রবেশ করতে এথানে ক্লিক করুন: MOVIE2K

1CHANNEL:

ইহা ও একটি ভাল মুভি ডাউনলোড সাইট। ইহাতে বিভিন্ন প্রকার মুভি বিশেষ করে নতুন ও পুরাতন মুভির ভাল কালেকশন রয়েছে। এছাড়া ও প্রতিদিন এই সাইট-টি আপডেট করা হয়।
এই সাইটে ডাউনলোড করতে আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানাজারএর প্রয়োজন হবে।
উক্ত সাইটে প্রবেশ করতে এথানে ক্লিক করুন: 1CHANNEL

MOVIESMOBILE:

আপনি যদি লো-কোয়ালিটির কোন মুভি মোবাইলে দেখতে চান তাহলে আপনার জন্য সেরা সাইট হচ্ছে এটি। এই সাইটে মোবাইলের জন্য যেমন লো-কোয়ালিটির মুভি রয়েছে তেমনি পিসির জন্য HD মুভি ও রয়েছে। সাইট-টি তে Bollywood, Hindi, Marathi এবংHollywood মুভিসমূহের কালেকশন রয়েছে।
তাদের অফিশিয়াল সাইটে প্রবেশ করতে এথানে ক্লিক করুন: MOVIESMOBILE

DIVXCRAWLER:

সর্বোচ্চ কোয়ালিটির মুভিসহ যেকোন আমেরিকান মুভি এই সাইট-টি থেকে ডাউনলোড করতে পারবেন। তাদের মুভি গুলো অনেক high quality সম্পন্ন এবং যখনি কোন মুভি আসে তখনি তারা তাদের সাইটে সেগুলো আপডেট করে থাকে। এই সাইটে Latest movie ডাউনলোড করার জন্য আপনাকে প্রিমিয়াম-ইউজার হতে হবে। তবে এগুলো ছাড়া বাকি সব মুভি গুলো এখান থেকে ফ্রী ডাউনলোড করতে পারবেন।
এই অফিশিয়াল সাইট টি-তে প্রবেশ করতে এথানে ক্লিক করুন:  DIVXCRAWLER

MOVIESLUV:

মোবাইলের জন্য মুভি ডাউনলোডের সবচেয়ে ভালো সাইট-গুলোর একটি হল এটি। এতে মুভিসমূহ ক্যাটেগরি ও স্যাকশান ভিত্তিক সাজানো রয়েছে।
উক্ত সাইটে প্রবেশ করতে এথানে ক্লিক করুন:  MOVIESLUV

## এবার অনেকের হয়তো ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার এর প্রয়োজন হতে পারে। লেটেস্ট-ভার্সন ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার টি ডাউনলোড করতে নিচের লিংকটি তে ক্লিক করুন।
Download Internet Download Manager Now
সবাই ভাল থাকবেন। আল্লাহ্-হাফেজ।

Saturday, January 12, 2013

এবার মুছে যাওয়া ফাইল গুলো খুব সহজেই পুনরুদ্ধার করুন আপনার মেমোরি, পেনড্রাইভ অথবা পিসি থেকে!

আপনাদের জন্য নিয়ে এলাম iCare Data Recovery Professional 5.0 Full Portable একদম ফ্রী !!! কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কি কি সুবিধা পাচ্ছেন এই সফটওয়্যারটিতে-




১. Windows 7, Vista, XP and 2000. Including both 32-bit and 64-bit versions এ ব্যবহার করা যাবে।

২. পেন ড্রাইভ, পিসি, যে কনো ক্যামেরা সটীক, যে কনো মোবাইল মেমোরি কার্ড সকল প্রকার মেমোরি কার্ড থেকে এই ভাবে মুছে যাওয়া ডাটা উদ্ধার করতে পারবেন।
৩. অনেক বার পিসি ফরম্যাট দিলেও ডাটা গুলো উদ্ধার করা যাবে। তবে হার্ড ডিস্ক অনেক বার পার্টিশন দিলে কাজ নাও করতে পারে।

৪. ভাইরাসের কারণের হারিয়ে যাওয়া ফাইল ও উদ্ধার করতে পারবেন সহজে !!
আরেকটি বড় সুবিধা ব্যাড সেক্টর, ব্যাড ফরম্যাট বার অন্য কারণে হারিয়ে যাওয়া ফাইল গুলো ফেরত পারেন খুব সহজে !!
সুতরাং এখুনি নিয়ে নিন এই ফ্রী সফটওয়্যারটি!
ডাউনলোড করার নিয়মাবলী- প্রথমে Link টি তে প্রবেশ করুন। তারপর Regular download সিলেক্ট কর ১মিনিট অপেক্ষা করুন। তারপর Captcha এর ঘরে code টি দিয়ে Continue তে
সিলেক্ট করুন, সবশেষে Download the file-এ ক্লিক করুন। ব্যাস, ডাউনলোড শুরু হয়ে যাবে। কোন সমস্যা হলে comment করুন।


ডাউনলোড লিঙ্কঃ 

Thursday, January 10, 2013

TeamViewer এর সাহায্যে PC এর control

আজকে আমি আপনাদের PC  এর  control  নিয়ে মজার একটি টিউন করব। আপনি নিজের বাসায় বসে আপনার বন্ধুর বা যে কারো PC  এর  control  করতে পারবেন। মাত্র ছোট্ট একটি  software দিয়ে এ কাজটি আপনি করতে পারবেন। এই software দিয়ে আপনি যা যা করতে পারবেন:


  1. অন্যের PC  এর সব  documents  দেখতে পারবেন।
  2. যেকোন  folder  এ ঢুকতে পারবেন।
  3. অন্যের PC  এর সব  documents  আপনার PC  তে নিয়ে আসতে পারবেন।
  4. অন্যের PC  থেকে  Internet ব্যবহার করতে পারবেন। আরো অনেক কিছু।
তাহলে দেখা যাক কিভাবে তা কাজ করে:
প্রথমে software টি download করে নিন।  (A) Installer download. অথবা (B) Portable download.
এরপর .exe file টিতে ডাবল click করুন। নিচের মত দেখা যাবে।
Install option এ click করে নিচের  next button এ click করুন।

এবার  personal/ Non commercial use  এ click করে নিচের  next button এ click করুন।

এবার I accept the terms of the License Agreement  এবং I agree that I will only use TeamViewer for non commercial and private use বক্সে টিক চিহ্ন দিন এবং next button এ click করুন।

এবার  choose installation type dial box আসবে। সেখান থেকে No (default) অখবা Yes বাছাই করুন। অবশ্য পরবর্তীতে এটি পরিবর্তন করা যাবে।
এবার Desktop থেকে  Team Viewer টি  open করুন।

সেখানে আপনি Id এবং password দেখতে পাবেন। আপনার বন্ধু ও একইভাবে Id এবং password দেখতে পাবেন । সেটি সংগ্রহ করুন। এবং এটি নিদ্র্স্ট স্থানে বসান।

এভাবেই আপনার বন্ধু বা যে কারো PC  এর  control নিতে পারবেন। এতে অবশ্যই তার সম্মতি লাগবে।

Download :
Installer file
Portable file


Wednesday, January 9, 2013

!!! রেজিষ্ট্রেশন ছাড়াই সম্পূর্ণ ফ্রি পিসি-টু-মোবাইল কল !!!

রেজিষ্ট্রেশন ছাড়াই পুরোপুরি ফ্রি আপনার পিসি থেকে মোবাইলে কল করতে চান। হ্যাঁ সম্ভব। কেবল মাত্র নাম্বার টাইপ করুন। আর ডায়াল বাটনে ক্লিক করুন। ফোন পৌঁছে যাবে আপনার কাংখিত ব্যক্তির নিকট। কোন জটিল ব্যাপার নয় কেবল আপনার ব্রাউজারের এড্রেস বারে গিয়ে http://www.evaphone.com টাইপ করে এন্টার প্রেস করুন।
মোবাইল নাম্বার টাইপ করার বক্স আসবে। এখানে কাংখিত নাম্বার টাইপ করুন যেমন 8801821109229 । এবার ডায়াল বাটনে ক্লিক করুন।
তবে দু:খের বিষয় হচ্ছে দৈনিক একটার বেশী কল করতে পারবেন না। তবুও মাগনা পাইলে আলকাতরাও ভালা।

Tuesday, January 8, 2013

সফটওয়ার বানান সহজেই ::Mega Post::

সফটওয়ার ইন্সটল করার ক্ষেত্রে ইন্সটলারের অবদান অনেক । কেননা সফটওয়ারগুলো ব্যবহার করার জন্য
বিসমিল্লাহির রহমানির রহিম ।
Smart Install Maker Screenshot
ফাইলগুলো c ড্রাইভের কিছু ডিরেক্টরিতে থাকা প্রয়োজন। যেটা নতুনদের জন্য একদম অসম্ভব ।
আর তাই ইন্সটলার ফাইলে কমান্ড দেওয়ার মাধ্যমে সফটয়ারের ফাইলগুলো প্রয়জনীয় ডিরেক্টরিতে চলে যায় ।
আর এভাবেই সফটওয়ারটি ব্যবহার উপযোগী হয় । এখন প্রশ্ন হলো ইন্সটলার কী ?
ইন্সটলার হলো বিশেষ ধরণের প্রোগ্রাম । সহজ কথায় আমরা যেকোনো পোগ্রাম ইন্সটল করতে যে ফাইল্টিতে বার বার  Next বাটন চাপতে হয় সে ফাইলটিকে
ইন্সটলার বলে । অনেকের মণেই এই চিন্তা জাগে যে,আমিও যদি এই ইন্সটলার ফাইল বানাতে পারতাম । আপনিও যদি সেই গ্রুপের সদস্য হোন তাহলে এই পোস্টটি মনযোগ দিয়ে পড়ুন ।
এই রকমই ইন্সটলার ফাইল বানানোর সফটয়ার  Smart Install Maker.কি ভাই আমার কথা শুনে গুগল সার্চ করছেন ? সেই ভুল করবেন না । আসলে এইসব সফটওয়ার সার্চ করে বের করা বিরক্তিকর ব্যাপার। আর তাই ঝটপট এই লিঙ্কে গিয়ে ফাইলটি নামিয়ে নিন ।
ডাউনলোড করতে নিচে ক্লিক করুন :
Smart Install Maker 5.4
সফটওয়ারটির কাজ পানির মত সহজ । তাই টিউটোরিয়াল দেখালাম না । আর বেশী কিছু লেখার প্রয়োজনীয়তাও মনে করছি না ।

Monday, January 7, 2013

ইসলামিক অনেক গুলো বাংলা ওয়েভ সাইট এবং মহা প্রবিএ আল ::কুরআন:: সহ।

আচ্ছালামু আলাইকুম,
ইসলামিক বিভিন্ন সাইট গুলো তে আপনাকে স্বাগতম

কোরআন শরীফ
http://quraanshareef.org/
হাদিস শরীফ http://www.hadithshareef.org/
বিভিন্ন ইসলামিক আর্টিকেল পড়ার জন্য http://islamibd.com/home
কোরআন শরীফের এমপিথ্রি ডাউনলোড করার জন্য http://freequranmp3.com
ইসলাম পিডিয়া http://islampedia.info/index.php
কি ভাবে যাকাত দিবেন http://www.zakatguide.org
ইসলাম হাউস http://www.islamhouse.com/s/9739
বিডি ইসলাম http://www.bdislam.com
ইসলাম নেট ডটকম http://www.islam.net.bd
মাসিক-আত-তাহরিক http://www.at-tahreek.com
কোরআন শরীফ (আরবি-বাংলা ও ইংরেজি অর্থসহ) http://islamdharma.com/
কোরআন শরীফ এমপি থ্রি (আরবি-বাংলা-ইংরেজি) ডাউনলোড http://quranbangla.weebly.com/index.html
কোরআনের আলো http://www.quraneralo.com
বাংলা কিতাব http://www.banglakitab.com/index.htm
বেশি বেশি করে নামাজ পড়ুন এবং আল্লাহ কে সবসময়ে স্মরণ করুন
এমন ভাবে আপনি দৈনিক চলা ফেরা করবেন এবং ঘর থেকে বের
হবার সময় মনে মনে ভাববেন যে আজকের দিনটি আপনার জন্য
জীবনের শেষ দিন/শেষ দেখা।
আল্লাহ হাফিজ।


মাত্র একটি ক্লিক করে জেনে নিন ::ফেসবুক:: পেজের সব কিছু!!

মাত্র একটি ক্লিক করে জেনে নিন ফেসবুক পেজের সব কিছু!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সাথে এমন একটি পদ্ধতি শেয়ার করছি যার মাধ্যমে অনায়াসেই আপনি যেকোনো ফেসবুক পেজের ID, Total Likes, Talking About সহ আরো অনেক তথ্য মোবাইলের মাধ্যমেই বের করতে পারবেন । ইচ্ছা করলে পিসি এর মাধ্যমেও করতে পারবেন।


এজন্য আপনাকে

যা করতে হবে :


1. যে পেজের তথ্য বের করা প্রয়োজন username খুজে বের করুন ।


যেমন http://www.facebook.com/bdfour20 এই পেজের username হল bdfour20


** নিম্নোক্ত লিঙ্কের username এর জায়গায় আপনার কাঙ্খিত পেজের username বসিয়ে ক্লিক করুন


http://graph.facebook.com/bdfour20


** এবার উল্লিখিত লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন ঐ পেজের ID, Total Likes, Talking About সহ আরো অনেক তথ্য ।


সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

জেনে নিন পবিত্র ::কোরআনের:: সকল সূরার নামের বাংলা অর্থ !!

জেনে নিন পবিত্র কোরআনের সকল সূরার নামের বাংলা অর্থ !


সালাম ও শুভেচ্ছা নিবেন। আশাকরি সকলে ভালো আছেন। আমরা যারা মুসলমান তারা অবশ্যই জানি যে পবিত্র কোরআন শরীফে 114 টি সূরা আছে। আর এই সকল সুরার আরবী নাম আমার কম বেশী জানি।

কিন্তু এই আরবী নামের বাংলা অর্থ আমরা
সবাই কি জানি? হয়ত কেউ জানি আবার কেউ জানি না, তাই যারা জানেন না তারা এখান জেনে নিন। আমি আজ 114 টি সূরার বাংলা নাম শেয়ার করলাম।
১। আল- ফাতিহা (সূচনা)
২। আল-বাকারা (বকনা-বাছুর)
৩। আল-ইমরান (ইমরানের পরিবার)
৪। নিসা (নারী)
৫। আল-মায়িদাহ (খাদ্য পরিবেশিত টেবিল)
৬। আল-আনাম (গৃহপালিত পশু)
৭। আল-আরাফ (উচু স্থানসমূহ)
৮। আল-আনফাল (যুদ্ধে-লব্ধ ধনসম্পদ)
৯। আত-তাওবাহ (অনুশোচনা)
১০। ইউনুস (একজন নবী)
১১। হুদ (একজন নবী)
১২। ইউসুফ (একজন নবী)
১৩। আর-রাদ (বজ্রনাদ)
১৪। ইবরাহীম (একজন নবী)
১৫। আল-হিজর (পাথুরে পাহাড়)
১৬। আন-নাহল (মৌমাছি)
১৭। বনি ইসরাইল (ইহুদী জাতি)
১৮। আল-কাহফ (গুহা)
১৯। মারিয়াম (নবী ঈসা(আঃ) এর মা)
২০। ত্বা হা (ত্বা হা)
২১। আল-আম্বিয়া (নবীগণ)
২২। আল-হাজ্ব (হজ্ব)
২৩। আল-মুমিনুন (মুমিনগণ)
২৪। আন-নূর (আলো)
২৫। আল-ফুরকান (সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণকারী গ্রম্থ)
২৬। আশ-শুআরা (কবিগণ)
২৭। আন-নমল (পিপীলিকা)
২৮। আল-কাসাস (কাহিনী)
২৯। আল-আনকাবুত (মাকড়সা)
৩০। আল-রুম (রোমান জাতি)
৩১। লুকমান (একজন জ্ঞানী ব্যাক্তি)
৩২। আস-সাজদাহ (সিজদা)
৩৩। আল-আহযাব (জোট)
৩৪। আস-সাবা (রানী সাবা/শেবা)
৩৫। আল-ফাতির (আদি স্রষ্টা)
৩৬। ইয়া সিন (ইয়া সিন)
৩৭। আস-সাফফাত (সারিবদ্ধভাবে দাড়ানো)
৩৮। সোয়াদ (আরবি বর্ণ)
৩৯। আয-যুমার (দল-বদ্ধ জনতা)
৪০। আল-মুমিন (বিশ্বাসী)
৪১। হামিম সাজদাহ (সুস্পষ্ট বিবরণ)
৪২। আশ-শূরা (পরামর্শ)
৪৩। আয-যুখরুফ (সোনাদানা)
৪৪। আদ-দুখান (ধোয়া, smoke)
৪৫। আল-জাসিয়াহ (নতজানু)
৪৬। আল-আহকাফ (বালুর পাহাড়)
৪৭। মুহাম্মদ [নবী মুহাম্মদ স:]
৪৮। আল-ফাতহ (বিজয়)
৪৯। আল-হুজুরাত (বাসগৃহসমুহ)
৫০। ক্বাফ (আরবি বর্ণ)
৫১। আয-যারিয়াত (বিক্ষেপকারী বাতাস)
৫২। আত-তুর (একটি পাহাড়ের নাম)
৫৩। আন-নাজম (তারা)
৫৪। আল-ক্বমর (চন্দ্র)
৫৫। আর-রাহমান (পরম করুণাময়)
৫৬। আল-ওয়াকিয়াহ (নিশ্চিত ঘটনা)
৫৭। আল-হাদিদ (লোহা)
৫৮। আল-মুজাদিলাহ (অনুযোগকারিণী)
৫৯। আল-হাশর (সমাবেশ)
৬০। আল-মুমতাহানা (নারী যাকে পরিক্ষা করা হবে)
৬১। আস-সাফ (সারবন্দী সৈন্যদল)
৬২। আল-জুমুআহ (সম্মেলন/শুক্রবার)
৬৩। আল-মুনাফিকুন (কপট বিশ্বাসীগণ)
৬৪। আত-তাগাবুন (মোহ অপসারণ)
৬৫। আত-ত্বালাক (তালাক)
৬৬। আত-তাহরীম (নিষিদ্ধকরণ)
৬৭। আল-মুলক (সার্বভৌম কতৃত্ব)
৬৮। আল-ক্বলম (কলম)
৬৯। আল-হাক্ক্বাহ (নিশ্চিত সত্য)
৭০। আল-মাআরিজ (উন্নয়নের সোপান)
৭১। নূহ (একজন নবী)
৭২। আল-জ্বিন (জ্বিন সম্প্রদায়)
৭৩। মুযাম্মিল (বস্ত্রাচ্ছাদনকারী)
৭৪। মুদাসসির (পোশাক পরিহিত)
৭৫। আল-কিয়ামাহ (পুনরু্ত্তান)
৭৬। আল-ইনসান (মানুষ)
৭৭। আল-মুরসালাত (প্রেরিত পুরুষগণ)
৭৮। আন-নাবা (মহাসংবাদ)
৭৯। আন-নাযিয়াত (প্রচেষ্টাকারী)
৮০। আবাসা (তিনি ভ্রুকুটি করলেন)
৮১। আত-তাকবির (অন্ধকারাচ্ছন্ন)
৮২। আল-ইনফিতার (বিদীর্ণ করা)
৮৩। আত-তাতফিক (প্রতারণা করা)
৮৪। আল-ইনশিকাক (খন্ড-বিখন্ড করণ)
৮৫। আল-বুরুজ (নক্ষত্রপুন্জ)
৮৬।আত-তারিক (রাতের আগন্তুক)
৮৭। আল-আলা (সর্বোন্নত)
৮৮। আল-গাশিয়াহ (বিহ্বলকর ঘটনা)
৮৯। আল-ফজর (ভোরবেলা)
৯০। আল-বালাদ (নগর)
৯১। আশ-শামস (সূর্য)
৯২। আল-লাইল (রাত্রি)
৯৩। আদ-দুহা (পূর্বান্হের সুর্যকিরণ)
৯৪। আল-ইনশিরাহ (প্রশস্তকরণ)
৯৫। আত-তীন (ডুমুর)
৯৬। আল-আলাক (রক্তপিন্ড)
৯৭। আল-ক্বাদর (মহিমান্বিত)
৯৮। আল-বাইয়িনাহ (সুস্পষ্ট প্রমাণ)
৯৯। আল-যিলযাল (ভূমিকম্প)
১০০। আল-আদিয়াত (অভিযানকারী)
১০১। আল-কারিয়াহ (মহাসংকট)
১০২। আত-তাকাছুর (প্রাচুর্যের প্রতিযোগিতা)
১০৩। আল-আসর (সময়)
১০৪। আল-হুমাযাহ (পরনিন্দাকারী)
১০৫। ফীল (হাতি)
১০৬। আল-কুরাইশ (কুরাইশ গোত্র)
১০৭। আল-মাউন (সাহায্য-সহায়তা)
১০৮। আল-কাওসার (প্রাচুর্য)
১০৯। আল-কাফিরুন (অবিশ্বাসী গোষ্ঠী)
১১০। আন-নাসর (স্বর্গীয় সাহায্য)
১১১। লাহাব (জ্বলন্ত অংগার)
১১২। আল-ইখলাস (একত্ব)
১১৩। আল-ফালাক (নিশিভোর)
১১৪। আন-নাস (মানবজাতি)


ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।

মোবাইলে SMS দিয়ে আপনাকে সব কিছু মনে করিয়ে দেবে ::Google Calendar!::

আপনাকে আর কিছু মনে রাখতে হবে না, সব কিছু মনে করিয়ে দেবে আপনার মোবাইল sms তাও আবার ফ্রি!!!!

  আমাদের মধ্যে অনেকে আছেন যে তার নিজের জন্ম তারিখের কথা মনে থাকে না, এমন কি গুরুত্ব পূর্ণ কোন কাজের শিডিউল যদি থাকে তাও ভূলে যান, যেমন আমি নিজেই।
আর এই রকম হলে যে কত সমস্যায় পড়তে হয় তা যে পড়ে সেই জানে। তাই এই রকম শিডিউল যাতে মিস না হয়, সেই জন্য আমি আপনাদেরকে এই মজার টিপস টি শেয়ার করব।

যার মাধ্যমে আপনার নির্দিষ্ট সময়ের 30 মিনিট পূর্বে আপনি জানতে পারবেন যে 30 মিনিট পরে আমার এই কাজ টি করতে হবে। এটা একটা এস এম এস সার্ভিস। এর মাধ্যমে আপনার মোবাইলে অটোমেটিক এসএমএস চলে আসবে নির্দিষ্ট সময়ের 30 মিনিট পূর্বে, আর সবচেয়ে বড় কথা হল এই সার্ভিস টা একে বারে 100000000000000% ফ্রি! তা হলে দেরি না করে আসুন শুরু করি। প্রথমে আপনি এই লিংক এ ক্লিক করুন।তারপর উক্ত লিংকে গিয়ে নিচের দেখানো চিত্র-অনুসারে কাজগুলো সেরে ফেলুন।

এখান থেকে লাল বৃত্তের মত আপনার নির্বাচিত সময়ের উপর ক্লিক করে আপনার ইভেন্ট সেট করে নিন। এবার সেটিং থেকে সেটিংস এ ক্লিক করুন

তাহলে এই রকম একটি চিত্র দেখতে পাবেন।

এখানথেকে আপনার কান্ট্রি ও টাইমজোন সিলেক্ট করে এবং অন্যান্ন আরগুমেন্ট পুরণ করে সেভ করুন। এবার আপনি উপর হতে মোবাইল সেটাপে ক্লিক করুন তাহলে এই রকম একটি চিত্র দেখতে পাবেন।

এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে মোবাইল নং 0 বাদে দিবেন, এখন send code এ ক্লিক করুন তাহলে আপনার মোবাইলে একটি কোড যাবে যেটি শেষের ঘরে বসিয়ে ফিনিশ সেটাপ করে সেভ করুন, এখন যে ফর্মটি আসবে সেখানে আপনার প্রয়োজনীয় ঘর গুলো সঠিকভাবে পূরণ করে। সেভ করুন ব্যাস, এখন থেকে নির্দিষ্ট সময়ে আপনার মোবাইলে আপনার ইভেন্টের খবর পৌছে যাবে।

আপনি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ::Website:: এর ঠিকানা জানেন?

আপনি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানা জানেন?

আমাদের অধিকাংশই ছাত্র/ছাত্রী, তাই আমাদের নিজেদের প্রয়োজনে মাঝে মাঝে বাংলাদেশের কোন না কোন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট দরকার হয়।
যে গুলো আমাদের সংগ্রহে সবসময় থাকে না। সেগুলোর একটা লিস্ট আমি আজ আপনাদের জন্য উপহার দিলামঃ

PUBLIC UNIVERSITIES of BANGLADESH
Bangladesh Agricultural University
http://www.bau.edu.bd/
Bangladesh Open University
http://www.bou.edu.bd/
Bangabandhu Sheikh Mujibur Medical University
http://www.bsmrau.org/
Bangladesh University of Engineering and Technology (BUET)
http://www.buet.ac.bd/”
Chittagong University (CU)
http://www.cu.ac.bd/
Chittagong University of Engineering and Technology (CUET)
http://www.cuet.ac.bd/”
College of Textile Technology
http://www.ctet.gov.bd/
Dhaka University (DU)
http://www.univdhaka.edu/
Dhaka University of Engineering and Technology (DUET)
http://www.duet.ac.bd/
Hajee Mohammad Danesh Science and Technology University
http://www.hstu.info/
Islamic University, Kushtia
http://www.iu.ac.bd/”
Jahangirnagar University (JU)
http://www.juniv.edu/
Jagannath University
http://www.jnuni.net/
Khulna University (KU)
http://www.ku.ac.bd/
Khulna University of Engineering and Technology (KUET)
http://www.kuet.ac.bd/
National University
http://nu.edu.bd/
Noakhali Science and Technology University, NSTU
http://www.nstu.edu.bd/
http://www.ru.ac.bd/
Rajshahi University (RU)
Rajshahi University of Engineering and Technology (RUET)
http://www.ruet.ac.bd/
Shahjalal University of Science & Technology (SUST)
http://www.sust.edu/
Sher-e-Bangla Agricultural University
http://www.sau.edu.bd/
The Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University (BSMRAU)
http://www.bsmrau.org/
PRAIVATE UNIVARSITY
http://www.aust.edu/
AhsanullahUniversity of Science and Technology
http://www.aiub.edu/”
American International University – Bangladesh (AIUB)
http://www.asaub.edu.bd/”
ASA University Bangladesh (ASAUB)
http://www.asianuniversity.edu/
Asian University of Bangladesh
http://www.atishdipankaruniversity.edu.bd/
Atish Dipankar University of Science & Technology
http://www.bangladeshuniversity.edu.bd/
Bangladesh University
http://www.bubt.edu.bd/
Bangladesh University of Business and Technology (BUBT)
http://www.bgctumch-edu.org/
BGC Trust University Bangladesh
http://www.bracuniversity.net/
Brac University
http://www.cityuniversity.edu.bd/
City University
http://www.daffodilvarsity.edu.bd/
Daffodil International University
http://www.diu.net.bd/
Dhaka International University
http://www.ewubd.edu/
East – West University
http://www.gub.ac.bd/
Green University of Bangladesh
http://www.ibais.edu/
IBAIS University
http://www.iub.edu.bd/
Independent University, Bangladesh (IUB
http://www.iiuc.ac.bd/
International Islamic University Chittagong
http://www.iubat.edu/
International University of Business, Agriculture and Technology (IUBAT
http://www.lus.ac.bd/
Leading University
http://www.manarat.org/
Manarat International University
http://www.metrouni.edu.bd/
Metropolitan University, Sylhet
http://www.northsouth.edu/
North South University
http://www.nub.ac.bd/
Northern University
http://www.pubd.net/
Premier University , Chittagong
http://www.presidency.edu.bd/
Presidency University
http://www.primeuniversitybd.com/
Prime University
http://www.primeasia.edu.bd/
Primeasia University
http://www.pustbogra.com/
Pundra University of Science and Technology
http://www.queensuniversity.edu/
Queens University
http://www.royaluni.com/
Royal University of Dhaka
http://www.shantomariamedu.com/
Santa Mariam University of Creative Technology
http://www.seu.ac.bd/
South East University
http://www.southern-bd.info/
Southern University
http://www.stamforduniversity.info/
Stamford University
http://www.subd.net/
State University of Bangladesh
http://www.siu.edu.bd/
Sylhet International University
http://www.thepub.ac.bd/
The People’s University of Bangladesh
http://www.uap-bd.edu/
The University of Asia Pacific
http://www.uiu.ac.bd/
United International University
http://www.uoda.edu.bd/
Universityof Development Alternative
http://www.uits-bd.org/
University of Information Technology & Sciences
http://www.ulabd.net/
Universityof Liberal Arts Bangladesh
http://www.ustc.edu.bd/
Universityof Science and Technology, Chittagong
http://www.uttarauniversity.com/”
UttaraUniversity
http://www.vub.edu.bd/
Victoria University of Bangladesh
http://www.wub.edu/
WorldUniversity of Bangladesh

সবাই ভালো থাকবেন এবং এই পোষ্ট টি কেমন লাগল অবশ্যই জানাবেন।