হ্যালো, বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন । আমরা অনেক সময় ইন্টারনেট থেকে
উইন্ডোজ এর ISO ফাইল নামাই কিন্তু আমাদের কাছে অনেক সময় CD না থাকার কারনে
আমরা এটা সেট আপ দিতে পারি না । আজ আপনাদের জন্য আমি দেখাবো খুব সহজে কোনো
সফটওয়্যার ছাড়া কিভাবে ২ মিনিটে বুটেবলে পেনড্রাইভ তৈরি করা যায় ।
প্রয়োজনীয় উপকরনঃ
১) একটি উইন্ডোজ এর ISO ফাইল অথবা উইন্ডোজ এর যেকোনো CD থেকে কপি ফাইল ।
২) পেনড্রাইভ কমপক্ষে ৪ গিগাবাইট এর কিন্তু ৮ গিগাবাইট এর হলে অনেক ভালো হয় ।
৩) একটি কম্পিউটার ।
কার্যপ্রণালীঃ
১) প্রথমে আপনার ISO ফাইলটা winrar সফটওয়্যার দিয়ে Extract করুন । (আপনার যদি উইন্ডোজ CD কপি করা ফাইল থাকে তাহলে Extract করার কোনো দরকার হয় না )
২) আপনার পেনড্রাইভটা আমার কম্পিউটার এ লাগান এবং ফরমেট করে নিন ।
৩) এরপর আপনি রান ওপেন করবেন (উইন্ডোজ কি+R)
৪) ওখানে CMD লিখে ENTER চাপুন
৫) তারপর আপনাকে একটা কালো পেইজ দেখাবে সাথে কিছু লেখা থাকবে । ওখানে diskpart লিখে ENTER চাপুন ।
৬) তারপর UAC security prompt চাইলে Accept করুন । তার মানে আপনাকে যেটাই দেখাক আপনি নিশ্চিন্তে YES চাপুন ।
৭) এরপর আপনাকে আরেকটা পেইজ দেখাবে ওখানে list disk লিখে ENTER চাপুন ।
৮) এবার আপনাকে আপনার পেনড্রাইভ সহ আরো কিছু ডিস্ক এর নাম দেখাবে । আপনি নিশ্চিত হয়ে নিনি কোনটা আপনার পেনড্রাইভ এর ডিস্ক । এরপর যদি আপনার পেনডাইভ এর ডিস্ক এর নাম DISK 1 হয় তাহলে লিখুন SELECT DISK 1 এবং ENTER চাপুন আর যদি DISK X হয় তাহলে লিখুন SELECT DISK X লিখে ENTER চাপুন
৯) এবার clean লিখে ENTER চাপুন । (মাঝে মাঝে একবারে clean হয় না সেইক্ষেত্রে ২ বার চাপুন আর যদি একবারে হয়ে যায় তাহলে তো হোলই ।
১০) এবার create partition primary লিখে ENTER চাপুন ।
১১) তারপর select partition 1 লিখে ENTER চাপুন ।
১২) active লিখে ENTER চাপুন ।
১৩) format fs=ntfs quick লিখে ENTER চাপুন ।
১৪)ফরমেট হয়ে গেলে assign লিখে ENTER চাপুন ।
১৫) তারপর আপনার উইন্ডোজ ফাইলটি আপনার পেনড্রাইভে কপি করুন ।
আপনার বুটেবল পেনড্রাইভ তৈরি হয়ে গেল । তারপর আপনার PC রিস্টার্ট দিন এবং F12 চেপে আপনি আপনার পেনড্রাইভটা সিলেক্ট করুন ।
তারপর শুরু হয়ে যাবে তার নিয়মে উইন্ডোজ সেট আপ ।
প্রয়োজনীয় উপকরনঃ
১) একটি উইন্ডোজ এর ISO ফাইল অথবা উইন্ডোজ এর যেকোনো CD থেকে কপি ফাইল ।
২) পেনড্রাইভ কমপক্ষে ৪ গিগাবাইট এর কিন্তু ৮ গিগাবাইট এর হলে অনেক ভালো হয় ।
৩) একটি কম্পিউটার ।
কার্যপ্রণালীঃ
১) প্রথমে আপনার ISO ফাইলটা winrar সফটওয়্যার দিয়ে Extract করুন । (আপনার যদি উইন্ডোজ CD কপি করা ফাইল থাকে তাহলে Extract করার কোনো দরকার হয় না )
২) আপনার পেনড্রাইভটা আমার কম্পিউটার এ লাগান এবং ফরমেট করে নিন ।
৩) এরপর আপনি রান ওপেন করবেন (উইন্ডোজ কি+R)
৪) ওখানে CMD লিখে ENTER চাপুন
৫) তারপর আপনাকে একটা কালো পেইজ দেখাবে সাথে কিছু লেখা থাকবে । ওখানে diskpart লিখে ENTER চাপুন ।
৬) তারপর UAC security prompt চাইলে Accept করুন । তার মানে আপনাকে যেটাই দেখাক আপনি নিশ্চিন্তে YES চাপুন ।
৭) এরপর আপনাকে আরেকটা পেইজ দেখাবে ওখানে list disk লিখে ENTER চাপুন ।
৮) এবার আপনাকে আপনার পেনড্রাইভ সহ আরো কিছু ডিস্ক এর নাম দেখাবে । আপনি নিশ্চিত হয়ে নিনি কোনটা আপনার পেনড্রাইভ এর ডিস্ক । এরপর যদি আপনার পেনডাইভ এর ডিস্ক এর নাম DISK 1 হয় তাহলে লিখুন SELECT DISK 1 এবং ENTER চাপুন আর যদি DISK X হয় তাহলে লিখুন SELECT DISK X লিখে ENTER চাপুন
৯) এবার clean লিখে ENTER চাপুন । (মাঝে মাঝে একবারে clean হয় না সেইক্ষেত্রে ২ বার চাপুন আর যদি একবারে হয়ে যায় তাহলে তো হোলই ।
১০) এবার create partition primary লিখে ENTER চাপুন ।
১১) তারপর select partition 1 লিখে ENTER চাপুন ।
১২) active লিখে ENTER চাপুন ।
১৩) format fs=ntfs quick লিখে ENTER চাপুন ।
১৪)ফরমেট হয়ে গেলে assign লিখে ENTER চাপুন ।
১৫) তারপর আপনার উইন্ডোজ ফাইলটি আপনার পেনড্রাইভে কপি করুন ।
আপনার বুটেবল পেনড্রাইভ তৈরি হয়ে গেল । তারপর আপনার PC রিস্টার্ট দিন এবং F12 চেপে আপনি আপনার পেনড্রাইভটা সিলেক্ট করুন ।
তারপর শুরু হয়ে যাবে তার নিয়মে উইন্ডোজ সেট আপ ।
No comments:
Post a Comment