Wednesday, December 7, 2016

Internet Download Manager Latest Pre Activated Version - Full Download -

আসসালামু আলাইকুম,
আজ আপনাদের জন্য এনেছি নতুন চমক!এবার আর ক্র্যাক/Patch দিয়ে আপনাদের কষ্ট ঝামেলা পোহাতে হবে না। কারণ এবার এনেছি  PRO অ্যাক্টিভেট ভার্সন, কোন ক্র্যাক/Patch প্রয়োজন নাই। শুধু ইন্সটল করলেই কাজ হয়ে যাবে।
Patch কাজ করে না, বারবার fake serial দেখায়, ডাউনলোড লিংক ডেড ইত্যাদি কথা আমার আর শুনতে হবে না! কারণ এটা তো PRO অ্যাক্টিভেট ভার্সন। এতে এই নতুন ভার্সনে আগে থেকে ক্র্যাক করা আছে সাথে অনেক কিছু পরিবর্তন ও নানা সমস্যা সংশোধন করা হয়েছে, ডাউনলোডের আরও নতুন সুবিধা-সংযোজন রয়েছে। আর ডাউনলোড স্পীড সম্পর্কে সবার তো ধারণা আছেই!!

Click Here For DOwnload

Thursday, November 17, 2016

Robi Free mobile Tv - Unlimited !! ----- Robi-তে ফ্রি Tv দেখুন আপনার Android ফোনে।



রবিটিভি এর
ওয়েবসাইটঃ Robitv.mobi
তে জান এবং একদম উপরে লেখা আছে No
Data
Charges Applicable। অর্থাৎ রবি টিভি
দেখতে কোন ডাটা চার্জ লাগবে না। কিন্ত
টাকা দিয়া প্যাক কিনতে হয়।
আপনি যদিঃ FreeTV.apk আপ্পস তা ব্যবহার করেন তবে
আপনাকে টিভি প্যাক কিনতে হবে না।
যদি বিশ্বাস না হয় তবে আপটা ডাউনলোড করে
দেখেন। ফোনে টাকা রাখতে ভয় হলে টাকা
রাখবেন না। তবে ফোনের ব্যাকগ্রাউন্ড
ডাটা খরচের জন্য ১০-২০ এমবি একটা প্যাক
অ্যাক্টিভ করুন।
যদি কোন চ্যানেলের উপন ক্লিক করলে প্যাক
অ্যাক্টিভ
করতে বলে তবে আবার ব্যাকে এসে
পেজ পুরপুরি লোড না হয়া পর্যন্ত ক্লিক
করবেন না।
মানে সব চ্যানেলের ছবি না আসা
পর্যন্ত।
এখন এই Apps-টি নিচে থেকে ডাউনলোড করে নিন।


Robi Free Tv.apk এখান থেকে Download করুন।



আজ এই পর্যন্ত। ধন্যবাদ। 

Sunday, October 30, 2016

মুসনাদে আহমদ - ফ্রি ডাউনলোড - Musnade Ahmad Free Download

মুসনাদে আহমদ - ফ্রি ডাউনলোড

Author: Imam Ahamad Ibn Hambal (Rahmatullah)
Agargao, Sher-E-Bangla Nagar, Dhaka 1207
Phone:+880 29115010
Fax: 880-2-9144235
E-mail: info@islamicfoundationbd.org
You will need Adobe Reader to read the hadith book. You can download this free software from here http://get.adobe.com/reader/


ডাউনলোড করুন
_________________________________________________________________________________


যে সকল ভাই এই বইগুলো স্ক্যান করে ইন্টারনেট জগতে ছড়িয়ে দিতে সময় ও শ্রম দিয়েছেন এবং এ ক্ষেত্রে আমাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন আল্লাহ তায়ালা তাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে এর উত্তম বিনিময় দান করুন। আমীন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না !

সুনানু ইবনে মাজাহ - ফ্রি ডাউনলোড

সুনানু ইবনে মাজাহ - ফ্রি ডাউনলোড

Author: Abu Abdullah Muhammad Ibn Yazid Ibn Mazah Al-Qazbiny (Rahmatullah)
Agargao, Sher-E-Bangla Nagar, Dhaka 1207
Phone:+880 29115010
Fax: 880-2-9144235
E-mail: info@islamicfoundationbd.org
You will need Adobe Reader to read the hadith book. You can download this free software from here http://get.adobe.com/reader/

ডাউনলোড করুন
                                                    ৩য় খন্ড

যে সকল ভাই এই বইগুলো স্ক্যান করে ইন্টারনেট জগতে ছড়িয়ে দিতে সময় ও শ্রম দিয়েছেন এবং এ ক্ষেত্রে আমাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন আল্লাহ তায়ালা তাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে এর উত্তম বিনিময় দান করুন। আমীন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না !

সুনানু নাসাঈ - ফ্রি ডাউনলোড - Sunano Nasaye Free Download All Part

সুনানু নাসাঈ - ফ্রি ডাউনলোড

 

 

 

 

Author: Imam Abu Abdir Rahman Ahmed Ibn Shoaib An-Nasayee (Rahmatullah)
Agargao, Sher-E-Bangla Nagar, Dhaka 1207
Phone:+880 29115010
Fax: 880-2-9144235
E-mail: info@islamicfoundationbd.org
You will need Adobe Reader to read the hadith book. You can download this free software from here http://get.adobe.com/reader/
ডাউনলোড করুন
৪র্থ খন্ড




যে সকল ভাই এই বইগুলো স্ক্যান করে ইন্টারনেট জগতে ছড়িয়ে দিতে সময় ও শ্রম দিয়েছেন এবং এ ক্ষেত্রে আমাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন আল্লাহ তায়ালা তাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে এর উত্তম বিনিময় দান করুন। আমীন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না !

আবু দাঊদ শরীফ - ফ্রি ডাউনলোড - Abu daud Sharif Free Download All Part

আবু দাঊদ শরীফ - ফ্রি ডাউনলোড
AuthorImam Abu-Dawud Sulaiman bin Aash'ath as-Sijistani (Rahmatullah)
Agargao, Sher-E-Bangla Nagar, Dhaka 1207
Phone:+880 29115010
Fax: 880-2-9144235
E-mail: info@islamicfoundationbd.org
You will need Adobe Reader to read the hadith book. You can download this free software from here http://get.adobe.com/reader/

ডাউনলোড করুন
                                                    ৪র্থ খন্ড



যে সকল ভাই এই বইগুলো স্ক্যান করে ইন্টারনেট জগতে ছড়িয়ে দিতে সময় ও শ্রম দিয়েছেন এবং এ ক্ষেত্রে আমাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন আল্লাহ তায়ালা তাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে এর উত্তম বিনিময় দান করুন। আমীন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না !

সুনান আবূ দাঊদ (তাহক্বীক্বকৃত) - ফ্রি ডাউনলোড

বইঃ সুনান আবূ দাঊদ (তাহক্বীক্বকৃত) - ফ্রি ডাউনলোড


বইঃ সুনান আবূ দাঊদ (তাহক্বীক্বকৃত) - ফ্রি ডাউনলোড

হাদীসের সুনান গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো সুনান আবূ দাউদ। ইমাম আবূ দাউদ (রহ) সুনিপুণভাবে ফিকহী মাসআলা অনুসারে এই হাদীসগ্রন্থটিকে সাজিয়েছেন। তাইতো ফিক্বাহবিদগণ বলেন : “একজন মুজতাহিদের পক্ষে ফিক্বাহর মাসআলা বের করতে আল্লাহর কিতাব কুরআন মাজীদের পরে এই সুনান আবূ দাউদই যথেষ্ট। সুনান আবূ দাউদের অনেকগুলো অনুবাদ বাজারে রয়েছে। সেগুলো কোনটিই তাহক্বীককৃত (সহীহ ও যইফ আলাদকৃত) নয়। আল্লামা আলবানী একাডেমীকৃত এই গ্রন্থটি অনুবাদ করেছেন আহসানুল্লাহ বিন সানাউল্লাহ। বইটির তাহক্বীক নেয়া হয়েছে শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ)-এর তাহক্বীক হতে।

এই অনুবাদটির অনন্য বৈশিষ্ট্য হলো:

• এটির হাদীসে সহীহ ও যইফ তাহক্বীককৃত করা হয়েছে যা বাজারের অন্যগুলোতে বিদ্যমান নেই।
• হাদীসের তাহক্বীকের ক্ষেত্রে শুধু শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ)-এর বর্ণনা নয়, সেই সাথে অন্য মুহাদ্দিসীনে কেরামের বর্ণনায় উল্লেখ করা হয়েছে।
• হাদীসগুলো অন্য যে হাদীসগ্রন্থে রয়েছে সেগুলোও উল্লেখ করা হয়েছে।
• অন্যান্য হাদীস গ্রন্থের শুধু হাদীসগুলো নয় বরং সেই সাথে অধ্যায়ের নম্বর ও শিরোনামও বর্ণনা করা হয়েছে।
• হাদীস সহীহ ও যইফ এর ক্ষেত্রে শুধু উল্লেখ করা হয় নি। সেই সাথে কেনো সহীহ বা কেনো যইফ, কোন কোন রাবী দুর্বল বা মিথ্যাবাদী বা শাহেদ (সমার্থক) হাদীস রয়েছে কিনা তাও উল্লেখ করা হয়েছে।
• হাদীস বা হাদীসের অনুচ্ছেদ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি তা উল্লেখ করা হয়েছে। যা অনন্য। এই বিষয়টি আমাদের হাদীস হতে উপকৃত হতে সাহায্য করবে ইনশাআল্লাহ।
• প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরুর পূর্বে এ সংক্রান্ত মাসআলাগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। যা আমাদের সেই বিষয়গুলো থেকে বিশদ ধারণা পেতে সাহায্য করবে। যেমন উযূর পূর্বে উযূর মাসআলা, গোসলের পূর্বে গোসলের মাসআলা, তায়াম্মুমের মাসআলা প্রভৃতি।
• সুনান আবূ দাউদের কোন হাদীস মিশকাত শরীফে থাকলে তা নম্বর সহ উল্লেখ করা হয়েছে। যা মাদরাসায় পড়ুয়া ছাত্রদের সহযোগীতা করবে ।
• বিভিন্ন বিরোধপূর্ণ মাসআলার ক্ষেত্রে কিভাবে সঠিক বিষয়টি জানা যায় বা কোন বিষয়টি সুন্নাহর কাছাকাছি  সে বিষয় বিস্তারিত জানার জন্য টীকা সহ বিস্তারিত আলোচনা রাখা হয়েছে। শুধু একটি মতের হাদীসগুলো নয় সব মতের হাদীসগুলো নিয়েই আলোচনা করা হয়েছে। এবং নিরপেক্ষভাবে সহীহ সুন্নাহর ক্ষেত্রে কোনটি সঠিক তা আলোচনা করা হয়েছে। এ ব্যাপারে মুহাদ্দিসগণ ও ইমামদের মতামত কি তাও আলোচনা করা হয়েছে।
• “যা জানা জরুরি” শিরোনামে হাদীসের বিষয়গুলো সম্পর্কে কিছু লেখা হাদীসের সহীহ ও যইফ এর নীতিমালা বিষয়ে প্রাথমিক ধারণা দিবে ।
• পিডিএফ এর কপিটিতে প্রত্যেকটি পাতায় ইন্টারেকটিভ লিংক (Interactive Link) যুক্ত করা হয়েছে। যাতে পাঠকদের পড়তে সুবিধা হয়। প্রতিটি সূচীপত্রে ক্লিক করে সেই কাঙ্খিত পেজে যেতে পারবেন আবার ক্লিক করে সূচীপত্রতে ফিরে আসতে পারবেন।




বিশেষ দ্রষ্টব্য: পিডিএফ বই কখনোই মুল বইয়ের বিকল্প হয়না। তাই সবার প্রতি অনুরোধ বইটি বাজার হতে নিজে কেনার পাশাপাশি অন্যকেও উত্সাহিত করুন। নিকটস্থ মসজিদে দান করুন।

সহীহ আত-তিরমিযী - ফ্রি ডাউনলোড - Sahih aat-Tirmizee Free Download All Part

সহীহ আত-তিরমিযী - ফ্রি ডাউনলোড


বইঃ সহীহ আত-তিরমিযী
মূলঃ ইমাম হাফিয মুহাম্মাদ বিন ঈসা সাওরাহ আত-তিরমিযী (রহঃ)
তাহক্বীক্বঃ মোহাম্মদ নাসিরুদ্দীন আলবানী


বইটি ডাউনলোড করুন 

৫ম খন্ড





যে সকল ভাই এই বইগুলো স্ক্যান করে ইন্টারনেট জগতে ছড়িয়ে দিতে সময় ও শ্রম দিয়েছেন এবং এ ক্ষেত্রে আমাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন আল্লাহ তায়ালা তাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে এর উত্তম বিনিময় দান করুন। আমীন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না !

সহীহ মুসলিম - ফ্রি ডাউনলোড - Sahih Muslim All Part Free Download

সহীহ মুসলিম - ফ্রি ডাউনলোড


শিরোনাম: সহীহ মুসলিম
ভাষা: বাংলা
সংকলন: ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ (র) 
প্রকাশনায়: বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা।

সংক্ষিপ্ত বর্ণনা: আল-কুরআনুল কারীমের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব হল ”সহীহ আল-বুখারী” তারপর সবচেয়ে বিশুদ্ধ হল “সহীহ মুসলিম”।

বইটি পিডিএফ ভার্সনে দেয়া হয়েছে। তাই বইটি ডাউনলোড করে পড়ার জন্য আপনার কম্পিউটারে ‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা আবশ্যক। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।

ডাউনলোড করুন
                                                    ৮ম খন্ড
                                  __________________________________

যে সকল ভাই এই বইগুলো স্ক্যান করে ইন্টারনেট জগতে ছড়িয়ে দিতে সময় ও শ্রম দিয়েছেন এবং এ ক্ষেত্রে আমাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন আল্লাহ তায়ালা তাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে এর উত্তম বিনিময় দান করুন। আমীন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ! 
   

বুখারী শরীফের বাংলা অনুবাদ - (১ থেকে ১০ খণ্ড) (ফ্রি ডাউনলোড) - Bukhari Sharif Bangla Onubaad Part (1-10) Free Download

বুখারী শরীফের বাংলা অনুবাদ - (১ থেকে ১০ খণ্ড)

(ফ্রি ডাউনলোড)
বুখারী শরীফের বাংলা অনুবাদ - (১ থেকে ১০ খণ্ড)  (ফ্রি ডাউনলোড)

Author: Abu Abdullah Muhammad Ibn Ismail al-Bukhari Al-Jufi (Rahmatullah)
Agargao, Sher-E-Bangla Nagar, Dhaka 1207
Phone:+880 29115010
Fax: 880-2-9144235
E-mail: info@islamicfoundationbd.org

বইটি পিডিএফ ভার্সনে দেয়া হয়েছে। তাই বইটি ডাউনলোড করে পড়ার জন্য আপনার কম্পিউটারে ‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা আবশ্যক। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।


সব খণ্ড একসাথে ডাউনলোড করুন - Bukhari Sharif.zip [135 MB]


অথবা


সব খণ্ড একসাথে ডাউনলোড করুন - Bukhari Sharif.zip [135 MB]




যে সকল ভাই এই বইগুলো স্ক্যান করে ইন্টারনেট জগতে ছড়িয়ে দিতে সময় ও শ্রম দিয়েছেন এবং এ ক্ষেত্রে আমাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন আল্লাহ তায়ালা তাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে এর উত্তম বিনিময় দান করুন। আমীন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না !

Saturday, October 29, 2016

সহীহ বুখারী (১ম - ৬ষ্ঠ খণ্ড) - তাওহীদ পাবলিকেশন্স [UPDATED] - ফ্রি ডাউনলোড

বইঃ সহীহ বুখারী (১ম - ৬ষ্ঠ খণ্ড) - তাওহীদ পাবলিকেশন্স [UPDATED] - ফ্রি ডাউনলোড

বইঃ সহীহ বুখারী (১ম - ৬ষ্ঠ খণ্ড) - তাওহীদ পাবলিকেশন্স [UPDATED] - ফ্রি ডাউনলোড


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

বইঃ সহীহ বুখারী (১ম - ৬ষ্ঠ খণ্ড) - তাওহীদ পাবলিকেশন্স [UPDATED] - ফ্রি ডাউনলোড
সংক্ষিপ্ত বর্ণনাঃ ইসলামে হাদিস বা হাদিস শাস্ত্র বলা হয় সেই জ্ঞান সম্পর্কে যার সাহায্যে রাসুল্লাহ (সঃ) এর কথা, কাজ, ইত্যাদি সম্পর্কে অগ্রগতি লাভ করা যায়। যে কাজ তার উপস্থিতিতে সম্পাদন করা হয়েছে, কিন্তু তিনি তা নিষেধ করেননি, এমন কাজও হাদিসের অন্তর্ভুক্ত। হাদিস শাস্ত্র দুই ভাগে বিভক্ত। এক ইলমে রওয়ায়েতুল হাদিস, দুই ইলমে দেবায়াতুল হাদিস। মুহাদ্দিসগন হাদিসের বিশুদ্ধতা নির্ধারনে যে বিশ্বস্তত ও আমানতদারীর পরিচয় দিয়েছেন, তা অতুলনীয়। কুরআন মজীদের বিশুদ্ধতা রক্ষার জন্য সাহাবায়ে কিরাম যেরুপ সতর্কতা অবলম্বন করেছেন হাদিসের ক্ষেত্রেও অনেক মুহাদ্দিস তাই করেছেন। এ ব্যাপারে মুসলিম উম্মাহ প্রচুর দায়িত্ব বোধের পরিচয় দিয়েছে।

মুহাদ্দিসগন হাদিসের বিশুদ্ধতা রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা ও সাধনা করেছেন। তারই প্রমান হচ্ছে ইমাম বুখারী (রহ) এই গ্রন্থ সহিহুল বুখারী। বাজারে আরও অনেক অনুবাদ থাকা শর্তেও তাওহীদ প্রকাশনীর বুখারী প্রকাশ করার পিছনে যে কারণ গুলো কাজ করেছে তা নিচে দেয়া হলঃ
তাওহীদ পাবলিকেশন্স এর সাহিহুল বুখারীর  উল্লেখ যোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হলো :

১. আল-মু’জামুল মুফাহরাস লি আলফাযিল হাদীস হচ্ছে একটি বিষ্ময়কর হাদীস – অভিধান গ্রন্থ । গ্রন্থটিতে আরবি বর্ণমালার ধারা অনুযায়ী কুতুবুত ‍তিস’আহ ( বুখারী , মুসলিম , তিরমিযী , আবু দাউদ , নাসাঈ , ইবনু মাজাহ , মুসনাদ আহমাদ , মুওয়াত্তা ইমাম মালিক , দারেমী ) নয়টি হাদীস গ্রন্থের শব্দ আনা হয়েছে । যে কোন শব্দের পাশে সেটি কোন কোন হাদীস গ্রন্থে এবং কোন পর্বে বা কোন অধ্যায়ে আছে তা উল্লেখ রয়েছে ।
আমাদের দেশে এ গ্রন্থটি অতটা পরিচিতি লাভ না করলেও বিজ্ঞ আলিমগণ এটির সাথে খুবই পরিচিত । বিশেষ করে মধ্যপ্রাচ্যের সকল বিশ্ববিদ্যালয়ের হাদীস বিভাগের ছাত্র শিক্ষক সবার নিকট বেশ সমাদৃত । অত্র গ্রন্থের হাদীস গুলো আল মু’জামুল মুফাহরাসের ক্রমধারা অনুযায়ী সাজানো হয়েছে । যার ফলে অন্যান্য প্রকাশনার হাদীসের নম্বরের সাথে এর নম্বরের মিল পাওয়া যাবে না । আর এর সর্বমোট হাদীস সংখ্যা হবে ৭৫৬৩ টি । আধুনিক প্রকাশনীর হাদীস সংখ্যা হচ্ছে ৭০৪২ টি । আর ইসলামিক ফাউন্ডেশনের হাদীস সংখ্যা হচ্ছে ৬৯৪০ টি ।

২. যে সব হাদীস একাধিকবার উল্লেখ হয়েছে অথবা হাদীসের অংশ বিশেষের সংগে মিল রয়েছে সেগুলোর প্রতিটি হাদীসের শেষে পূর্বোল্লিখিত ও পরোল্লিখিত হাদীসের নম্বর যোগ করা হয়েছে । যার ফলে একটি হাদীস বুখারীর কত জায়গায় উল্লেখ আছে বা সে বিষয়ের হাদীস কত জায়গায় রয়েছে তা সহজেই জানা যাবে । আর একই বিষয়ের উপর যাঁরা হাদীস অনুসন্ধান করবেন তাঁরা খুব সহজেই বিষয়ভিত্তিক হাদীস গুলো বের করতে পারবেন । যেমন ১০০১ নং হাদীস শেষে বন্ধনীর মধ্যে রয়েছে :  ( ১০০২ , ১০০৩ , ১৩০০ , ২৮০১ , ২৮১৪ , ৩৯৬৪ , ৩১৭০ , ৪০৮৮ , ৪০৮৯ , ৪০৯০ , ৪০৯১ , ৪০৯২ ,৪০৯৪ , ৪০৯৫ , ৪০৯৬ , ৬৩৯৪ , ৭৩৪১ ) বন্ধনীর হাদীস নম্বর গুলোর মধ্যে ১০০১ নং হাদীসে উল্লিখিত বিষয়ে আংশিক বা পূর্ণাঙ্গ আলোচনা পাওয়া যাবে ।

৩. বুখারীর কোন হাদীসের সঙ্গে সহীহ মুসলিমের কোন হাদীসের মিল থাকলে মুসলিমের পর্ব অধ্যায় ও হাদীস নম্বর প্রতিটি হাদীসের শেষে উল্লেখ করা হয়েছে । যেমন ১০০১ নং হাদীস শেষে বন্ধনীর মধ্যে রয়েছে : ( মুসলিম ৫/৫৪ হা/৬৭৭ ) অর্থাৎ পর্ব নং ৫ , অধ্যায় নং ৫৪ , হাদীস নং ৬৭৭   সহীহ মুসলিমের হাদীসের যে নম্বর উল্লেখ করা হয়েছে তা মু’জামুল মুফাহরাসের নম্বর তথা ফুয়াদ আব্দুল বাকী নির্ণিত নম্বরের সঙ্গে মিলবে ।

৪. বুখারীর কোন হাদীস যদি মুসনাদ আহমাদের সঙ্গে মিলে তাহলে মুসনাদ আহমাদের হাদীস নম্বর সেই হাদীসের শেষে যোগ করা হয়েছে । যেমন ১০০১ নং হাদীস শেষে বন্ধনীর মধ্যে রয়েছে : ( আহমাদ ১৩৬০২ ) এটির নম্বর এহইয়াউত তুরাস আল-ইসলামীর নম্বরের সঙ্গে মিলবে ।

৫. আমাদের দেশে মুদ্রিত ইসলামিক ফাউন্ডেশন ও আধুনিক প্রকাশনীর হাদীসের ক্রমিক নম্বরে অমিল রয়েছে । তাই প্রতিটি হাদীসের শেষে বন্ধনীর মাধ্যমে সে দুটি প্রকাশনার হাদীস নম্বর উল্লেখ করা হয়েছে । যেমন ১০০১ নং হাদীস শেষে বন্ধনীর মধ্যে রয়েছে : ( আ.প্র.৯৪২ ই.ফা.৯৪৭ ) অর্থাৎ আধুনিক প্রকাশনীর হাদীস নং ৯৪২ , আর ইসলামিক ফাউন্ডেশনের হাদীস নং ৯৪৭ ।

৬. প্রতিটি অধ্যায়ের ( অনুচ্ছেদ ) ক্রমিক নং এর সঙ্গে কিতারে ( পর্ব ) নম্বরও যুক্ত থাকবে যার ফলে সহজেই বোঝা যাবে এটি কত নম্বর কিতাবের কত নম্বর অধ্যায় । যেমন ১০০১ নং হাদীসের পূর্বে একটি অনুচ্ছেদ রয়েছে যার নম্বর ১৪/৭ অধ্যায় : অর্থাৎ ১৪ নং পর্বের ৭ নং অধ্যায় ।

৭. যারা সহীহ বুখারীর অনুবাদ করতে গিয়ে সহীহ হাদীসকে ধামাচাপা দিয়ে যঈফ হাদীসকে প্রাধান্য দেয়ার জন্য বা মাযহাবী অন্ধ তাকলীদের কারণে লম্বা লম্বা টিকা লিখেছেন তাদের সে টিকার দলীল ভিত্তিক জবাব দেয়া হয়েছে ।

৮. আরবী নামের বিকৃত বাংলা উচ্চারণ রোধকল্পে প্রায় প্রতিটি আরবী শব্দের বিশুদ্ধ বাংলা উচ্চারণের চেষ্টা করা হয়েছে । যেমন : আয়েশা এর পরিবর্তে ‘আয়িশাহ্ , জুম্মা এর পরিবর্তে জুমু‘আহ্ , নবী এর পরিবর্তে নাবী , রাসূল এর পরিবর্তে রসূল , ম্ক্কা এর পরিবর্তে মাক্কাহ , ইবনে এর পরিবর্তে ইবনু , উম্মে সালমা এর পরিবর্তে উম্মু সালামাহ্ , নামায এর পরিবর্তে সলাত ইত্যাদি ইত্যাদি প্রচলিত বানানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে ।

৯. সাধারণের পাশাপাশি আলিমগণও যেন এর থেকে উপকৃত হতে পারেন সে জন্য অধ্যায় ভিত্তিক বাংলা সূচি নির্দেশিকার পাশাপাশি আরবী সূচি উল্লেখ করা হয়েছে ।

১০. বুখারীর কত জায়গায় কুরআনের আয়াত এসেছে এমনকি আয়াতের একটি শব্দ আসলেও সেটির সূরার নাম , আয়াত নম্বর উল্লেখ করা হয়েছে ।

১১. ইনশাআল্লাহ সমৃদ্ধ অধ্যায় ভিত্তিক সূচি নির্দেশিকা সহ প্রতিটি খন্ডে থাকবে সংক্ষিপ্ত পর্বভিত্তিক বিশেষ সূচি নির্দেশিকা । এতে কোন পর্বে কতটি অধ্যায় ও কতটি হাদীস রয়েছে তা সংক্ষিপ্তভাবে জানা যাবে ।

১২. হাদীসে কুদসী চিহ্নিত করে হাদীসের নম্বর উল্লেখ ।

১৩. মুতাওয়াতির ১৪. মারফু’ ১৫. মাওকুফ ও ১৬. মাকতু হাদীস নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে । ফলে সে হাদীস গুলোকে সহজেই চিহ্নিত করা যাবে ।

. প্রতিটি খন্ডের শেষে পরবর্তি খন্ডের কিতাব/পর্বভিত্তিক সূচি নির্দেশিকা উল্লেখ করা হয়েছে ।”

এই সব কারণে যাদের সামর্থ্য আছে বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাব কেনার তাদের কাছে আমাদের সু-পরামর্শ থাকবে তাওহীদ পাবলিকেশন্স থেকে কেনার। কারণ বুখারী মুসলিম ছাড়া অন্যান্য হাদীস গন্থে কিছু কিছু জাল ও যঈফ হাদীসও রয়েছে । যেগুলোর উপর আমল করা নিষিদ্ধ । একমাত্র তাওহীদ পাবলিকেশন্সই বিখ্যাত মুহাদ্দিস আল্লামা নাসির উদ্দিন আলবানী (রহঃ) এর তাহক্বীক্ব করা হাদীস গ্রন্থ এর অনুবাদ প্রকাশ করেছে ।

বইগুলো স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই এগুলো পড়তে আপনার কম্পিউটারে ‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা অপরিহার্য। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।


ফ্রি ডাউনলোড করুন
সহীহ বুখারী (১ম খণ্ড)  (২৮ মেগাবাইট)
সহীহ বুখারী (৫ম খণ্ড)  (২৩ মেগাবাইট)
সহীহ বুখারী (৬ষ্ঠ খণ্ড)  (২১ মেগাবাইট- সর্বশেষ খণ্ড)




তাওহীদ পাবলিকেশন্স
হাজী আব্দুল্লাহ সরকার লেন, বংশাল, ঢাকা।
যে সকল ভাই এই বইগুলো স্ক্যান করে ইন্টারনেট জগতে ছড়িয়ে দিতে সময় ও শ্রম দিয়েছেন এবং এ ক্ষেত্রে আমাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন আল্লাহ তায়ালা তাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে এর উত্তম বিনিময় দান করুন। আমীন।

DU Meter Forever Version For WINDOWS

DU Meter Forever Version For WINDOWS

DU-Meter-6.20-Crack-And-License-Key-Full-Download

DU Meter

DU Meter is an Internet usage monitor for your computer. It shows real-time graphs and can create reports and alerts based on your downloads and uploads.

What’s new

  • Simultaneous monitoring of Internet and LAN traffic has been added. You can now seamlessly switch from seeing only Internet network traffic to LAN and vice versa with just one mouse click.
  • DU Meter now sports per-application traffic monitoring! Ever wondered which application is using up all your network bandwidth? Guess no more: switch to the new per-application traffic monitoring tab in DU Meter and instantly see what’s going on.
  • Network Connections now shows accumulated per-connection and per-application traffic totals, while discriminating between Internet and LAN network traffic (DU Meter exclusive!).
  • Wi-Fi signal monitoring is now available! From now on, a sudden change in network throughput can easily be correlated with Wi-Fi signal quality changes. See if improving your Wi-Fi reception can in fact improve your Internet experience.
  • Much improved DU Meter main window: tabs to easily switch between new traffic monitoring modes, new color scheme for better blend with Windows 8 and Windows 10, new Metro look, snap-to-screen-edges borders, and more.
  • Accessibility improvements for visually impaired users: DU Meter now fully respects and supports Windows high-contrast mode, and fonts and font sizes can be changed in Options.
  • Full Windows 10 and Windows Server 2016 support. We have extensively tested DU Meter with the current pre-release version of Windows 10, resolved numerous issues and made sure it works perfectly. If any updates are required when Windows 10 is finally released, these updates will be free for registered DU Meter 7 users.
  • Security (SSL) and Database (SQLite) components in DU Meter have been updated toimprove compatibility and security.
  • Many, many issues were fixed in DU Meter, both serious and purely cosmetic. DU Meter has been rigorously tested in diverse networking environments to make sure it is fully compatible with all networking equipment imaginable: from dial-up modems to 10 Gigabit network cards.


Download 

.::Click Here For Download ::.

 

Thanks  :)