Wednesday, March 12, 2014

delete হয় না এমন ফাইল বা ফোল্ডার কে Delete করুন খুব সহজে (আপনার মেমোরি কার্ড, পেন ড্রাইভ ও কম্পিউটার থেকে)।

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? এটা আমার এই ব্লগের প্রথম পোস্ট। তাই ভুলত্রুটি হলে ক্ষমা করবেন।
আপনার কম্পিউটার এর হাইড ফাইল বা ফোল্ডার ডিলিট করতে পারছেন না ? মেমোরি, পেনড্রাইভ বা কম্পিউটার এ ভাইরাসে আক্রান্ত করেছে এবং এমন কিছু ফোল্ডার তৈরি হয়েছে যা আপনার পক্ষে ডিলিট করা সম্ভাব না ? তাহলে এই পোস্ট টি আপনার জন্য। হা বন্ধুরা আমি আজ আপনাদের আমনি একটি সফটওয়্যার শেয়ার করব জার মাধ্যমে আপনি আপনার কম্পিউটার, মেমোরি কার্ড বা পেনড্রাইভ এর হিডেন ফাইল গুলো খুব সহজেই ডিলিট করতে পারবেন। ভয় পাবেন্না তেমন বড় কোন সফটওয়্যার না, মাত্র 1.2 MB । সফটওয়্যার টির নাম Unlocker তাহলে এখনি ডাউনলোড করুন এবং ডিলেট হয়না এমন ফাইল বা ফোল্ডার ডিলেট করুন।
প্রথমে সফটওয়্যার টি আপনার কম্পিউটার এ ডাউনলোড এবং ইনস্টল করুন।
এবার যে ফাইল বা ফোল্ডার টি ডিলিট করবেন সেটার উপর রাইট বাটন ক্লিক করে Unlocker এ ক্লিক করুন।
এবার No Action এ ক্লিক করে Delete সিলেক্ট করুন এবং ওকে ক্লিক করুন।
এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করুন দেখুন আপনার ফাওল বা ফোল্ডার টি delete হয়ে গেছে। ( ডিলিট করার পদ্ধতি টা আপনার ফাইল বা ফোল্ডার এর উপর ভিত্তি করে একটু ভিন্ন ও হতে পারে।)
স্কিন সর্ট দিতে চেয়ে ছিলাম।
নেট টা একটু ট্রাবল করায় দিতে পারলাম না বলে দুঃখিত। যদি কার বুঝতে সমস্যা হয় তাহলে জানাবেন।

No comments:

Post a Comment