আসসালামু
আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন।
আজ আপনাদের সামনে একটি অসাধারন
ট্রিক্স নিয়ে হাজির হলাম।
অনেক ফেসবুক ইউজার আছেন যারা ফেসবুক এ অপরিচিত ফ্রেন্ড
রিকোয়েস্ট পেতে পেতে বিরক্ত হয়েগেছেন।
আগে ফেসবুক এ একটি অপশন ছিলো যার
দ্বারা আপনি চাইলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট Privacy Lock দিয়ে রাখতে পারতেন
।
কিন্তু এখন ফেসবুক এই অপশনটি উঠিয়ে দিয়েছে ।
আজ আমি আপনাদের
দেখাবো কিভাবে Javascript কোড এর সাহায্যে আগের সেই অপশনটি ফিরিয়ে আনতে
পারবেন ।
অর্থাৎ আপনি চাইলে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না ।
Add Friend অপশনই কেউ দেখতে পারবে না ।
আসুন আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি ।
আপনাকে কাজটি করার জন্য গুগল ক্রোম ব্যবহার করতে হবে ।
প্রথমে ফেসবুক এ Log in করুন |
Privacy Shortcut ট্যাব এ ক্লিক করুন|
“Who can send you friend request” থেকে “Everyone” সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে “inspect element” এ ক্লিক করুন |
এবার নিচের লেখাটি খুজে বের করুন ।
লেখাটির উপর রাইট বাটন ক্লিক করে Edit HTMLএ ক্লিক করুন ।
এখান কার কোডগুলো ডিলিট করে
এখান থেকে কোডগুলো কপি করে পেস্ট করুন ।
এবার এর যেকোনো জায়গায় ক্লিক করুন Save হয়ে যাবে ।
Inspect element বন্ধ করে দিন।
এখন আবার privacy shortcut এ গিয়ে দেখুন “No one” নামে একটি নতুন অপশন পাবেন। Select করুন ।
ভাইয়া, সবকিছুই তো ঠিকঠাক মতো করলাম No one অপশনটাও আসলো কিন্তু প্রোফাইলে সেই Add Friend বাটনটা রয়েই গেছে...
ReplyDeleteGoogle chrome / Comondo Dragon Diya Try korso??/
Delete100% working!!!
ReplyDeleteTks!!
thanks for your comment :)
Delete