Saturday, May 23, 2015

Adaptxt Keyboard - All Android User Good News আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি Key Board !

আপনারা সবাই কেমন আছেন?
আশা করি খুব ভাল আছেন ।

নাম দেখেই বুঝতে পারছেন এটা একটা কী-
বোর্ড অ্যাপস। বেশ অনেক গুলো কী-
বোর্ড অ্যাপস ব্যবহার করেছি কিন্তু এটা মত
সুবিধা কোনটাতে পাইনি। বেশ ইউজার ফ্রেন্ডলি
কী-বোর্ড।  
এটার বিশেষত্ব হলঃ
আপনি আপনার মন মত কী-বোর্ড থিম
বানাতে পারবেন বা কাস্টমাইজ করতে
পারবেন। মানে আপনি আপনার ফোনের
কালারের সাথে ম্যাচ করে কী-বোর্ড
কালার ব্যবহার করতে পারবেন।
৭৪ টা ল্যাঙ্গুয়েজ অ্যাড-ওনস আছে। মানে
আপনি এই অ্যাড-ওনস গুলো ডাউনলোড
করে ওই ভাষায় লিখতে পারবেন এতে বাংলিশ
অ্যাড-ওনস আছে যাতে আপনাকে বাংলিশ
লিখতে সাহায্য করবেন যেমন আপনি যদি
কী-বোর্ড এ লিখতে চান Valobashi
(ভালোবাসি) তবে ভাল লিখলেই আপনাকে
সাজেশন দিবে Valobashi.
ডিকশনারি তে আপনার নিজেস্ব শব্দ অ্যাড
করতে পারবেন এতে পরবর্তীতে ওই
শব্দ লিখতে গেলে আপনাকে সাজেশন
দিবে।
এমন আরও অনেক সুবিধা আছে এই অ্যাপস
টিতে। ব্যবহার করতে পারেন অনেক কাজে
দিবে অ্যাপসটি।
নিচ থেকে নামিয়ে নিন।

Download From Here

গুগল প্লে ষ্টোরের বিকল্প সেরা ৩ টি অ্যাপ স্টোর !

কেমন আছেন সবাই আশাকরি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি।
আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা সবাই জনপ্রিয় সব অ্যাপ থেকে শুরু করে গেমস সফটওয়্যার ফ্রিতে ব্যাবহার করার জন্য একটু সময় পেলেই  গুগল প্লে ষ্টোর থেকে ঘুরে আসি । কিন্তু সমস্যা হল সব স্মাটফোনে গুগল প্লে ষ্টোর সাপোট করে না। তার মধ্যে নোকিয়া এক্স। বা নোকিয়া এক্স এল অন্যতম। স্মার্টফোন গুগলের প্লে স্টোর সাপোর্ট করে না তাদের একমাত্র ভরশা অন্য সব অ্যাপ স্টোর। তবে সেখানে সমস্যা একটা সেটা হল প্লে ষ্টোরে যে অ্যাপ গুলো পাওয়া যায় সেগুলো সেখানে থাকে না। একটি অ্যাপ ডাউনলোড করতে গেলে আরেকটা অ্যাপ ডাউনলোড হয়। এবং অ্যাপ ইন্সটল করতে অতিরিক্ত অ্যাডের ঝামেলা তো আছেই।
যারা এই সব ঝামেলাই পড়ছেন তাদের জন্য আজ আমার এই পোস্ট যাদের আজ থেকে প্রতিনিয়ত অ্যাপ বা গেমেস ডাউনলোড করতে যেয়ে এমন বিরক্তিকর ঝামেলায় হবে না। চলুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক গুগল প্লে ষ্টোরের বিকল্প অ্যাপ গুল নাম।

১। অ্যাপ ব্রাইন :  www.appbrain.com/
appbrainগুগল প্লে ষ্টোরের পরে যে অ্যাপ স্টোরটি অবস্থান করছে তাদের মধ্যে অন্যতম অ্যাপ স্টোর হল অ্যাপ ব্রাইন। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য জনপ্রিয় সেরা অ্যাপ মার্কেট হল এই অ্যাপ ব্রাইন। এই অ্যাপ স্টোর টি শত ভাগ ভাইরস মুক্ত একটা অ্যাপ স্টোর যেখানে আপনি পাবেন অফুরন্ত সব অ্যাপ লাঞ্চার,গেমস। গুগল প্লে ষ্টোরের বিকল্প এই শক্তিশালী অ্যাপ ব্যাবহার করুন কোন রকম ঝামেলা ছাড়াই।

২। ১ মোবাইল : www.1mobile.com/
1mobileসবচেয়ে সহজ পদ্ধিতি হল উপায় আবিষ্কারক আরেকটি অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর হল ১মোবাইল। গুগল প্লে স্টোর পরে এটি ২ নাম্বারে অবস্থান করছে জনপ্রিয় এই অ্যাপ স্টোর ১মোবাইল। পছন্দের সব অ্যাপ গেমস ফ্রি ডাউনলোড করার এক অসাধারণ মার্কেটপ্লেস “1mobile” যাদের গুগল প্লে বা “AppBrain” থেকে কোন অ্যাপ ডাউনলোড করতে সমস্যা হবে তাদের জন্য এটি এক অন্যতম সমাধান।

৩। রইড ব্যয় : https://www.roidbay.com/
Roidbayজনপ্রিয় আরেকটি গুগল প্লে ষ্টোরের বিকল্প অ্যাপ স্টোর হল রইড ব্যয়। খুব অল্প সময়ে এটা জনপ্রিয়তা পেয়েছে অ্যান্ড্রয়েড ইউজারদের মাঝে। গুগল প্লে ষ্টোরের পরে ৩ নম্বারে অবস্থান করছে জনপ্রিয় অ্যাপ স্টোর রইড ব্যয়। এই অ্যাপ মার্কেটটি অন্যদের তুলনায় কোন অংশে কম না। আপনি প্রায় সব অ্যাপ বা গেমস’ই পাবেন এখানে যেগুলো গুগল প্লেতে আছে। ইউজার ফ্রেডলি চেহারা আপনাকে খুব সহজেই নিজের পছন্দের অ্যাপটি খুঁজে বের করার সুবিধা দিবে। সাথে আছে নতুন নতুন সব সার্চ কুয়েরি।

আজ এখানে শেষ করছি। সামনে আপনাদের কাছে আরও নতুন কিছু নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভাল থাকবেন।

অনেক তো WiFi দিয়ে নেট শেয়ার করলেন এবার Bluetooth দিয়ে নেট শেয়ার এবং Hack করেন ৪.৯৯$ ডলারের Apps দিয়ে। পুরাই ফ্রীতে Download করে নিন।

কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। :)


আমরা সাধারনত Wifi দিয়ে নেট শেয়ার করি, কিন্তু আপনারা কি জানেন Bluetooth এ কিভাবে নেট শেয়ার করা যায় ? হয়তো দরকার পড়েনি। আমার দরকার পড়েছে হয়তো কোন সময় আপনার ও দরকার পড়তে পারে এই ভেবে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম।
আমি ২ টা Device চালাই 
♦নকিয়া 
♦ আন্ড্রোয়েড
সমস্যা হলো Tab টাতে Sim চালানো যায়না শুধু Wifi আর নকিয়াতে wifi নাই তো পরে গেলাম বিপাকে।
google মামারে Search কইরা পাইলাম Bluevpn App.
কিন্তু এটা ছিল ট্রায়াল ভার্সন একদিন যেতে না যেতেই trial শেষ !  চাইল লেটেস্ট ভার্সন আপডেট। Update দিতে গিয়ে দেখি 4.99$ !!
এটা যেভাবে কাজ করে : নকিয়াতে শুধু Bluetooth open করে আপনার Another Device এর সাথে pair করে ফেলুন।
Sorry We Can Not View This Image.  Loading...
Bluevpn OTB cable দিয়েও চালানো যায়।
এবার Bluevpn open করুন দেখবেন  pair করা সকল Device Show করছে।
Sorry We Can Not View This Image.  Loading...
কিছু কনফিগার শুধু Advanced User দের জন্য।
এখন আপনি যেই নকিয়া, Blacberry, Android অথবা Sonyericsson যেটা থেকে নেট শেয়ার করতে চান তা টাচ বা প্রেস করুন।
কানেক্ট হলে এবার Bluevpn Minimize করে ধুমছে নেট চালান।
আর যদি বন্ধুর মোবাইলে bluetooth অপেন থাকে আর যদি add থাকে তাহলে তার ব্লুটুথ হ্যাক করে bluevpn এর মাধ্যমে নেট চালাতে পারবেন। তো হয়ে যান হ্যাকার, আর দেখিয়ে দিন ওদের আপনি কত বড় হ্যাকার।
DOWNLOAD :
BlueVPN v2.5.apk

আজকের মত বিদায় দেখা হবে আবার নতুন কিছু নিয়ে নতুন কোন দিন।
সবাই ভাল থাকবেন।

Mcent apps দিয়ে আপনার মোবাইলে রিচার্জ করুন ! Just Try Once! Itz not Fun.

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন সবাই। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Mcent অ্যাপ দিয়ে আপনি আপনার মোবাইল রিচার্জ করবেন। প্রথমত আমি নিজে ও বিশ্বাস করি নি। কিন্তু আজ যখন নিজের মোবাইল এ রিচার্জ করলাম এবং ক্লিক করা মাত্রই Balance Recharged হয়ে গেল, তখন সত্যিই অবাক হয়ে গেলাম।যাই হোক কাজের কথায় আসি। Mcent এর কাজ হল অনেক App কে promote করা। তারপর যা যা করবেন,
১) আপনার নাম্বার দিয়ে Sign Up করেন।
২) Mcent এ দেখেন কিছু app আছে যে গুলা ডাউনলোড করলে আপনি টাকা পাবেন।
৩) ইচ্ছা মত একটা App এ ক্লিক করেন।
৪) get the app এ ক্লিক করেন।
৫) ইউসি অথবা অপেরা select করেন।
৬) ডাউনলোড শেষ হলে সাথে সাথে Play store থেকে app টা অপেন করে ৩০সেকেন্ড অপেক্ষা করেন।
৭) এরপর account এ টাকা অ্যাড হয়ে যাবে।
৮) এছাড়া ও প্রতি রেফারেন্সে পাবেন ৪০ টাকা।
৯) ৫০ টাকা হলে রিচার্জ করতে পারবেন ।
নিচের লিঙ্ক থেকে Mcent App ডাউনলোড করুনঃ https://www.mcent.com:443/app/?mcode=MHZ3A3&tcx=OTHR

Friday, May 22, 2015

BCS Preliminary Question & Answer

BCS Preliminary Question Bank

17th BCS Preliminary Question

17th BCS Preliminary Question

 

1.  ল্যাপটপ হলো এক ধরনের- 
      পর্বাতারোহন সামগ্রী
      ছোট কুকুর 
      বাদ্য যন্ত্র
      ছোট কম্পিউটার
2.  বাংলাদেশের পাহারশ্রেনীর ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরুপ হচ্ছে? 
      প্লাইসটোনিস যুগের
      টারশিয়ারী যুগের
      মায়োসিন যুগের
      ডেবোনিয়ান যুগের
3.  বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম- 
      তেতু্লিয়া
      পঞ্চগড়
      বাংলাবান্ধা
      নকশালবাড়ী
4.  সোয়াচ অব নো গ্রাউন্ড’ এর মানে- 
      একটি খেলার মাঠ
      একটি প্লাবন ভূমির নাম
      বঙ্গোপসাগরের একটি খাদ্যের নাম
      ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
5.  ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছেন তার নাম- 
      রাজা ত্রিদিব রায়
      রাজা ত্রিভুবন চাকমা
      জুম্মা খান
      জান বখস খাঁ
6.   
      answer image 
      answer image 
      answer image 
      answer image 
7.  দুটি লম্বালম্বি শক্তির পরিমান ৫N ও ৮N, তাদের লব্ধি বলের পরিমান কত? 
      answer image 
      answer image 
      answer image 
      answer image 
8.  The best passive from of the sentence :'We don't like idle people'- 
      We are not liked by idle people
      Idle people are not like us
      Idle people are not liked by us
      Idle people are not of our liking
9.  The correct sentence of the followings- 
      The Nile is longest river in Africa
      The Nile is longest river in the Africa
      Nile is longest river in Africa
      The Nile is the longest river in Africa
10.  একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের তিনগুন।টুকরা দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরার চাইতে কত গুন বড় হবে? 
      ৩ গুন
      ৪ গুন
      ৫ গুন
      ৮ গুন
11.  নয়া আন্তজার্তিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারন পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়? 
      দ্বিতীয়
      তৃতীয়
      পঞ্চম
      ষষ্ঠ
12.  মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম- 
      তাজিকিস্তান
      কাজাকিস্তান
      উজবেকিস্তান
      কিরগিজস্তান
13.  জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 
      হারারে ১৯৮৯
      বেলগ্রেড ১৯৬১
      হাভানা ১৯৭৩
      কায়রো ১৯৭০
14.  ১৭৩২ সালে বিশ্বের প্রচীনতম রেস্তোরা চালু হয়েছিল ইউরোপের একটি শহরে তার নাম ও রেস্তোরার নাম- 
      ইটালীর মিলান শহর- মালদিনীয়ানি
      জার্মানীর হামবুর্গ শহর- ক্যাসানোভা
      স্পেনের মাদ্রিজ শহর- কাসা বোতিল
      ফ্রান্সের টুলোন শহর লাফ্রাঁন্সে
15.  আকোয়া রেজিয়া’ বলতে বুঝায়- 
      কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
      কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
      কনসেনট্রেটেড সালফিউরিক এসিড এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রন
      কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রন 

16.  বায়ুমন্ডলের চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়- 
      ১ মিটার 
      ১০ মিটার
      ১৫ মিটার
      ১৯ মিটার
17.  বাংলাভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিস্কারক- 
      ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
      ডক্টর সুনিতিকুমার চট্টোপাধ্যয়
      হরপ্রসাদ শাস্ত্রী
      ডক্টর সুকুমার সেন
18.  হিন্দী পদুমাবৎ’-এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা- 
      দৌলত উজির বাহরাম খান
      সৈয়দ সুলতান
      আব্দুল করিম সাহিত্য বিশারদ
      আলাওল
19.  তত্ত্বাবোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয়? 
      ১৮৪১ সালে
      ১৮৪২ সালে
      ১৮৫০ সালে
      ১৮৪৩ সালে
20.  উপসর্গে সংঙ্গে প্রত্যয়ের পার্থক্য 
      অব্যয় ও শব্দাংশ
      নতুন শব্দ গঠনে
      উপসর্গ থাকে সামনে ও প্রত্যয় থাকে পিছনে
      ভিন্ন অর্থ প্রকাশে
21.  যে ছন্দের মুল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়- 
      স্বরবৃত্ত
      পিয়ার 
      মাত্রাবৃত্ত
      অক্ষরবৃত্ত
22.  The antonym for Inimical' - 
      Friendly
      Hostile
      Indifferent
      Angry
23.  টুথপেস্টের প্রধান উপাদান- 
      জেলী ও মসলা
      ভোজ্য তেল ও সোডা
      সাবান ও পাউডার
      ফ্লোরাইড ও ক্লোরাইড
24.  পানির যে ছোট ফোটা পানির যে গুনের জন্য গোলাকৃতির হয়- 
      সান্দতা
      স্তিতিস্থাপকতা
      প্লাবতা
      পৃষ্ঠটান
25.  মুক্তা হল ঝিনুকের- 
      খোলসের টুকরা
      চোখের মনি
      প্রদাহের ফল
      জমাট হরমন
26.  ১৯৯৪ সালের পহেলা ডিসেম্বর বৃহস্পতি বার হলে, ১৯৯৫ সালের ঐ হবে- 
      বৃহস্পতিবার
      শুক্রবার 
      শনিবার
      রবিবার
27.  একটি ত্রিভূজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ।ত্রিভূজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? 
      ১০ গজ
      ১২ গজ
      ১৪ গজ
      ৭ গজ
28.  x-[x-(x+1)}] এর মান কত? 
      X+1
      1
      -1
      x-1
29.  ঢাকা ও চট্টোগ্রাম এই দুই রেলস্টেশন থেকে প্রতি ঘন্টায় একটা ট্রেন এক স্টেশনের থেকে অন্য স্টেশনে যাত্রা করে।সব ট্রেনগুলোই সমান গতিতে চলে এবং গন্তাব্যস্থলে পৌছাতে প্রতেক ট্রেনের ৫ ঘন্টা সময় লাগে।এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌছানো পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে? 
      ৮
      ১০
      ১১
      ১২
30.  AB ও CD সরলরেখাদ্বয় ‘O’ বিন্দুতে ছেদ করলে নিম্নের কোন গানিতিক বাক্যটি সঠিক হবে? 
      < AOD = < BOC
      < AOD = < BOD
      < BOC = < AOC
      < AOD = < OBC 
31.  লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭………,৩ ,১ 
      ৬
      ৯
      ১২
      ১৫
32.  দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২,৬০ এবং ২৪৪৮।সংখ্যা দুটি কত? 
      ১০৮ ও ১৪৪
      ১১২ ও ১৪৮
      ১৪৪ ও ১০৮
      ১৪৪ ও ২০৪
33.  বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের- 
      ৩১ জানুয়ারী
      ৩০ মার্চ
      ৩০ এপ্রিল
      ৩১ মে
34.  মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র- 
      যুক্তরাজ্য
      ফ্রান্স
      জাপান
      জার্মান
35.  নিম্নের কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়- 
      নামিবিয়া
      সুইজারল্যান্ড
      কিউবা
      পানামা
36.  আধুনিক অলিম্পিকের প্রবতক বা জনক – 
      বেডেন পাওয়েল
      ব্যরন পিয়ারে দ্যা কুবার্তা
      প্যারেজ দ্যা কুইলার
      জুয়ান এন্টোনিও সামারাঞ্চ
37.  স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল? 
      ব্রিটেন
      ফ্রান্স
      অষ্ট্রেলিয়া
      নিউজিল্যান্ড
38.  আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়- 
      মুকুন্দরাম চক্রবর্তী
      ভারতচন্দ্র রায়
      মদনমোহন তর্কালঙ্কার
      কামিনী রায়
39.   
      F(1)=1
      F(0)=1
      F(-1)=3
      F(1)=3
40.  x+y=0 এবং 2x-y+3=0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে? 
      (-1/3; 1/3)
      (1;-1)
      (1/3; 1/3)
      (-1;1)
      
41.  একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম।তাতে সোনার পরিমান : তামার পরিমান =৩:১ ।তাতে কি পরিমান তামা মিশালে অনুপাত ৪:১ হবে? 
      ৬ গ্রাম
      ৫ গ্রাম
      ৪ গ্রাম
      ৮ গ্রাম
42.   
      answer image 
      answer image 
      answer image 
      answer image 
      answer image 
43.  আরব দেশসমূহ পশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে- 
      ১৯৭০ সালে
      ১৯৭৩ সালে
      ১৯৭৮ সালে
      ১৯৭৫ সালে
44.  পোলিও টিকা আবিস্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম- 
      La Martini
      La Zola
      San Antonio
      San Hose
45.  বাংলাদোশের গবাদীপশুতে প্রথম ভ্রুন ব্যবহার করা হয়- 
      ৫ মে ১৯৯৪
      ৬ এপ্রিল ১৯৯৪
      ৫ মে ১৯৯৫
      ৭ মে ১৯৯৭ 
46.  বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বুঝায়- 
      সুইডেন- নরওয়ে- ফিনল্যান্ড
      চেক প্রজাতন্ত্র- পোল্যান্ড- জার্মানী
      বেলজিয়াম- নেদার্ল্যা ন্ড- লুক্সেমবুর্গ
      ইংল্যান্ড- আইরিশ প্রতাতন্ত্র- ফিনল্যান্ড
47.  বাংলাদেশে ঢুকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে- 
      গোয়ালন্দ
      বাহাদুর বাদ
      ভৌরব বাজার
      নারায়নগঞ্জ
48.  ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়- 
      সদরঘাটে
      চাঁদনীঘাটে
      পোস্তাগোলায়
      শ্যাম বাজারে
49.  ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত- 
      চকবাজার 
      সদরঘাট
      লালবাগ
      ইসলামপুর
50.  পর্তুগীজ শব্দ থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলাভাষায় আত্তীকরণ করা হয়েছে- 
      টেবিল
      চেয়ার
      বালতি
      শরবত
51.  করনার স্টোন অব পিচ এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে- 
      ম্যাকাও
      হাইতি
      ওকিনাওয়া
      ভিয়েতনাম
52.  বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম- 
      রাজ কাঁকরা
      গন্ডার
      পিপীলিকাভুক্ত ম্যানিস
      স্নো লোরিস
53.  Browning was the composer of any of the following poems- 
      Two voices
      The scholar Gipsy
      Andtea del Sarto
      Oenone
54.  The right word to fit in the gaps of the flowing sentence- Give her a telephone number to ring …..she gets lost’. 
      Whether
      Incase
      Unless
      Perhaps
55.  The synonym of ‘Franchise’- 
      Privilege 
      Utility
      French
      Frankness
56.  The opposite word of ‘sluggish’--- 
      Animated
      Dull
      Heavy
      Slow
57.  The correct spelling is- 
      Humourous
      Humourious
      Humorous
      Humorious
58.  Equivocation’ means- 
      A true statement
      Equal opportunity to get a job
      Free expression of opinions
      Two contrary things in the same statement
59.  Natural protein-এর কোড নাম- 
      Protein-p 53
      Protein-p 51
      Protein-p 54
      Protein-p 49
60.  উত্তর আটল্যান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল- 
      ৪ এপ্রিল ১৯৪৯
      ৩ জানুয়ারী ১৯৫৪
      ২৬ মে ১৯৫৫
      ১ ফ্রেব্রুয়ারী ১৯৫৬