Tuesday, July 30, 2013

এভিরা ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করুন ২০১৪ পর্যন্ত!!১০০% জেনুইন !!


ScreenShot019
সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। এই পোস্টটি সম্পর্কে কোন পিসি টিপস বিষয়ে শেয়ার করব না কিংবা বিজ্ঞাপণ দিব না। অবশ্য উপরোক্ত শিরোনমা দেখে বুঝতে পারছেন কি হিসাবে আলোচনা করব। হ্যা বন্ধুরা আজকে আলোচনা করব ও আপনাদেরকে উপহার দিব একটি বিশ্বখ্যাত এন্টিভাইরাস সম্পর্কে। এর নাম হচ্ছে এভিরা ইন্টারনেট সিকিউরিটি ২০১৩।
হ্যা এটি একটি অরজিন জার্মানী প্রোডাক্ট। বিশ্বের প্রায় ২ কোটি ব্যবহার কারী হিসাবে এভিরা তাদের কাছে সেরা। অন্যান্য এন্টিভাইরাস যেমন- ম্যাকাফি, ক্যাস্পার স্কী, নর্টন সিকিউরিটি হতে এভিরা অনেক ভালো ও ট্রাস্টেট কোয়ালিটি সম্পূর্ণ একটি সিকিউরিটি পণ্য।
এখানে কি কি সুবিধা আছে তা এক নজরে দেখে নিই-
১। অন্য সকল এন্টিভাইরাসের যে বৈশিষ্ট বিদ্যমান এখানেও সেই সকল বৈশিষ্ট রয়েছে। তবে অন্য কোম্পানী গুলো কাজের থেকে কথার ফুল ঝুরি বেশী। কিন্তু এভিরা কথা ও কাজে দুটিতেই সফল।
২। পিসি স্লো করেনা। অটোমেটিক অআপডেট নেয়।
৩। নতুন ইনস্টলের পর পিসি অআপডেট হিসাবে নামাবে মাত্র ৪০ এমবি ফাইল।
৪। ইউজার এন্টারফেস অসাধারন। ইচ্ছামতো যে কোন সাইট কাষ্টমাইজ করতে পারবেন।
৫। যে কোন হ্যাকার, ট্রোজানকে থামিয়ে দিবে কিংবা সাথে সাথে ডিটেক্ট করবে।
৬। অটোরান প্রোগ্রামকে ব্লক করে দিবে।
৭। বর্তমানে এভিটেস্ট এর দিক হতে এভিরা ২য় অবস্থানে অআছে, ১ম সারিতে আছে ইসেট স্মার্ট সিকিউরিটি।
৮। সুখ্যাতি হিসাবে এভিরা অনেক পুরস্কার পেয়েছে।
ScreenShot018
 কিভাবে পিসিতে ব্যবহার করবেন?
প্রথমে এভিরার সাইট হতে এভিরা ইন্টারনেট সিকিউরিটির ট্রায়াল ভার্সনটি ডাউনলোড করে নিন। কিংবা বাজারে ৬০/- দামের ডিভিডি প্যাকেজ পাওয়া যাবে সেখানে দেখুন Avira Internet Security 2013 ফাইল অআছে কিনা!  থাকলে তা ক্রয় করুন। মনে করি সবাই Avira Internet Security ফাইলটি ডাউনলোড কিংবা সংগ্রহ করেছেন। এভিরার ব্যবহার ও কার্যকারীতা সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন-
এবার ইনস্টল ফাইলটিতে ক্লিক করুন- নিম্নরুপ চিত্র আসবে।
ScreenShot020
১।  বেশ কিছু কাজ করার পর একটি চিত্র আসবে। সেখানে যাবতীয় তথ্য দিন। এবং লাইসেস্স সিরিয়াল কি হিসাবে আমার দেয়া কি পেস্ট করলেই হবে।
২। ইনস্টল হলে পিসি রিস্টার্ট হবে। এবার নেট কানেক্ট করলেই স্বয়ংক্রিয়ভাবে আপডেট শুরু হয়ে যাবে। ৪০ এম.বি ফাইল নামবে।
৩। আপডেট শেষ হবার পর এভিরার ইন্টারফেস সবুজ চিহৃ হিসবে সিকিউরিটি লেখা দেখাবে। এবার পূরো পিসি স্ক্যান করে ফেলুন।
ScreenShot016
৪। এভিরা লাইসেন্স হিসাবে ১৭/০২/২০১৪ সাল পর্যন্ত কাজ করবে।
 এভিরা লাইসেন্স কী এবং ব্যবহার নির্দেশিকা  পেতে এখানে ক্লিক করুন-
ifacuh-21
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন। পরবর্তী পোস্টে আড্ডা হবে। সবাইকে ধন্যবাদ।

বিটডিফেন্ডার সব ভার্সন + ২০৪৫ সাল পর্যন্ত লাইসেন্স !!!


সবাইকে সালাম জানিয়ে নতুন একটা পোস্ট লেখা শুরু করলাম
আশাকরি সৃষ্টিকর্তার অশেষ করুনায় আপনারা সবাই ভাল আছেন ।
আজ আমি বিটডিফেন্ডার এর ফুল ভার্সন শেয়ার করার জন্য পোস্ট লিখছি ।
আপনার যারা টেক দুনিয়া সম্পর্কে টুকটাক খোঁজ খবর রাখেন তারা হয়ত জানেন যে বিটডিফেন্ডার একটি টপফর্মে থাকা অ্যান্টিভাইরাস ।
বিগত ২ বছর যাবত AV-test এ হোম সিকিউরিটিতে ১ নম্বর এ আছে !!
কি বিশ্বাস হচ্ছে না !!!
তাহলে রিপোর্ট টা দেখুন >> এখানে ক্লিক করে ।
বিশ্বাস না হলেও কিছু করার নেই । যে যেটা ব্যাবহার করে তার কাছে ওটা বেস্ট । :)
যা- ই হোক কথা বাড়িয়ে লাভ নেই ।
যার দরকার হবে সে ব্যাবহার করতে পারেন ।
আমি পরীক্ষা করে দেখেছি ১০০ কাজ করে ।
ক্র্যাক ব্যবহার পদ্ধতিও একদম সোজা ।
ক্র্যাক ফাইল এর ভিতর স্টেপ গুলো দেয়া আছে ।
ইন্সটল দেয়ার পর ট্রাইল মুড এ একটিভ করবেন । আপডেট করবেন । [ পরেও আপডেট করতে পারেন ]
তারপর পিসি সেফ মুড এ চালু করবেন ।
“run as admin ” এভাবে ক্র্যাক টা রান করবেন । এবং ২০৪৫ এ ক্লিক করবেন ।
কাজ শেষ এবার আরামসে  উপভোগ করুন :D
বিটডিফেন্ডার ট্রাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
আর ক্র্যাক ডাউনলোড করতে এখানে 

এভাষ্টকে 2050 সাল পর্যন্ত একটিভ করুন


প্রথমে Avast! Internet Security 8.0 ডাউন লোড করুন এখান থেকেhttp://www.avast.com/internet-security
.এরপর Avast! Internet Security Crack ডাউন লোড করুন এখান থেকেwww.dropbox.com/s/k1ajtblh8g8g49k/avast_8_crack_till_2050.rar?m
.এখন Avast! Internet Security 8.0 সেট-আপ করুন।
.সেট-আপ শেষে রিস্টার্ট চাইবে। রিস্টার্ট করুন
রিস্টার্ট হওয়ার পর Avast open করুন, ‍Settings- ক্লিক করুন। একটি উইন্ডো ওপেন হবে। সেখানে Troubleshooting- ক্লিক করুন। Enable Avast self- defense module থেকে টিক চিহ্ন তুলে দিন। এরপর OK- তে ক্লিক করুন।
.যারা XP ব্যবহার করেন তাঁরা AVAST XP ZeNiX.reg ফাইলে ডাবল ক্লিক করুন এবং Yes করুন। (যাঁরা 7&8 ব্যবহার করেন তাঁদের ফাইলটিতে ক্লিক করার দরকার নেই) [ফাইলগুলো avast_8_crack_till_2050.rar  পাওয়া যাবে]
.এবার Avast License 2050 ZeNiX ফাইলটি ইনস্টল করুন। ইনস্টল করার সময় পাসওয়ার্ড চাইলে ZeNiX দিন।ইনস্টল শেষে রিস্টার্ট করুন। [ফাইলগুলো avast_8_crack_till_2050.rar  পাওয়া যাবে]
.রিস্টার্ট শেষে Avast 8 License ফাইলে ডাবল ক্লিক করুন এবং Yes করুন। [ফাইলগুলো avast_8_crack_till_2050.rar  পাওয়া যাবে]
এরপর Avast open করুন, ‍Settings- ক্লিক করুন। একটি উইন্ডো ওপেন হবে। সেখানে Troubleshooting- ক্লিক করুন। Enable Avast self- defense module থেকে টিক চিহ্ন দিন। এরপর OK- তে ক্লিক করুন।
১০রিস্টার্ট করুন।
১১এরপর  আপনার এভাষ্ট এর লাইসেন্স  দেখুন 2050 সাল পর্যন্ত  একটিভ হয়ে গেছে

আপনার কম্পিউটার ও পেনড্রাইভ কে টিকা দিন, অটোরান ভাইরাস থেকে নিরাপদে থাকুন চিরজীবন ।


কম্পিউটার থেকে পেনড্রাইভ বা মেমোরিকার্ড দিয়ে আমরা সাধারণত আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ডাটা আদান-প্রদান করে থাকি। আর এটি করতে গিয়েই ঘটে বিপত্তি! কখন যে আমাদের সাধের পেনড্রাইভ বা কম্পিউটারে ভাইরাস ঢুকে যায়, আমরা বুঝতেই পারি না।
এই ভাইরাসের হাত থেকে মুক্তি পাবার জন্য আমরা সাধারণত অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি। এর পাশাপাশি অটোরান ভাইরাস দূর করার জন্য USB Disk Security, Autorun Remover ইত্যাদি বিভিন্ন বাহারি সফটওয়্যারও অনেকেই ব্যবহার করে থাকে। অনেকক্ষেত্রেই এত সফটওয়্যার ব্যবহার করা সময়সাধ্য এবং বিরক্তিকর ব্যপার!!
যদি মাত্র ১ টি ক্লিক করেই আজীবণের জন্য এতসব ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে কেমন হত???? শুনতেই খুব ভাল লাগছে তাইনা?? তাহলে ভাবুন বাস্তবে এমনটি হলে কতই না সুবিধা হত!!
পান্ডা এন্টিভাইরাসের নাম হয়ত অনেকেই শুনে থাকবেন। তারা একটি সফটওয়্যার বানিয়েছে এবং সেটির নাম দিয়েছে- Panda USB Vaccine. এটি সেটাপ করার পর একটি ক্লিক করলেই পেনড্রাইভ অথবা মেমোরিকার্ড Vaccinate হয়ে যাবে অর্থাৎ আপনার ফ্লাশড্রাইভে টিকা দেয়া হয়ে যাবে!! যাতে করে অটোরান ভাইরাসকে আপনি আর জোড় করেও ঢুকাতে পারবেন না।!!
আসলে এটি আপনার ফ্লাশড্রাইভে একটি Autorun.inf ফাইল তৈরী করবে। যা কোন অটোরান ভাইরাস ডিলেট করে আপনার পেনড্রাইভে ঢুকতে পারবে না। এমনকি রিপ্লেস বা রিনেম করাও সম্ভব নয়!! ফাইলটি আপনার ফ্লাশড্রাইভে হিডেন অবস্থায় থাকবে এবং আপনার পেনড্রাইভের “অটোরানের টিকা” হিসাবে কাজ করবে!! এছাড়া এটি দিয়ে মাত্র ১ ক্লিক করে  আপনার কম্পিউটারের সকল
 ফ্লাশডাইভের অটোরান করা বন্ধ করতে পারবেন!! যার ফলে কোন ফ্লাশড্রাইভ ঢুকানোর সাথে সাথে আর ভাইরাস আপনার পিসিতে ঢুকতে পারবে না!!
এটি একটি ফ্রি সফটওয়্যার, তাই সিরিয়ালের ঝামেলা নাই। টিকা দেয়ার পর সফটওয়্যারটি রিমুভ করে দিতে পারেন।
সবচাইতে বড় কথা এত কাজের একটি সফটওয়্যার এর সাইজ মাত্র ৮০০ কিলোবাইট!!
তাহলে আর দেরি না করে নিচের মত করে ব্যবহার করা শুরু করে দিনঃ-
১. প্রথমেই এখান থেকে PandVaccinate USB :  টিকা ডাউনলোড করে সেটআপ করে নিন। (৮০০ কিলোবাইট)
২. এবার সাধারণ নিয়মে সবকিছু ডিফল্টে রেখে সেটাপ করুন।
৩. আপনার পেনড্রাইভ/ মেমোরিকার্ড ইউএসবি পোর্টে প্রবেশ করান এবং  সফটওয়্যারটি চালু করুন ।
৪.  সেখানে Select an USB Drive এ আপনার ফ্লাশড্রাইভটি দেখতে পাবেন। তার পাশেই দেখুন- Vaccinate USB নামে একটি বাটন আছে, সেটিতে ক্লিক করুন।
tika 2
Tika 3
৫. ব্যাস কাজ শেয!! আপনার পেনড্রাইভকে টিকা দেয়া হয়ে গেছে। এবার নিচের ছবির মত দেখুন আপনার ফ্লাশড্রাইভের পাশে ব্রাকেটে Vaccinated লেখা আছে। যার মানে কাজ শেয!!
Tika 4
৬. এবার আপনি যদি আপনার কম্পিউটারের সকল ড্রাইভের অটরান ডিসেবল করে দিতে চান, তাহলে নিচের ছবির মত Vaccinate Computer বাটনে ক্লিক করুন। তাহলেই কাজ হয়ে যাবে।
Tika 1
৭. কম্পিউটার Vaccinated হয়ে গেলে  ইচ্ছা করলে সফটওয়্যারটি রিমুভ করে দিতে পারেন।
এবার টেস্ট করার জন্য নিজে নিজে একটি অটোরান ফাইল বানিয়ে আপনার পেনড্রাইভে সেন্ড করে দেখুনতো সেটি পেনড্রাইভে ঢুকাতে পারেন কিন?? ঢুকাতে পারলে জানাবেন কিন্তু!! হি হি !!!!
যারা অটোরান বানাতে পারেন না, তারা এখান থেকে আমার বানানোটা ডাউনলোড করে নিন (মাত্র ১KB)। 
সব ফাইলের লিংক এখানে দেওয়া হল ।

ডাউনলোড করুন Google Chrome 30 (লেটেস্ট)


আসসালামু আলাইকুম,images (1)
আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে রইল প্রীতি ও শুভেচ্ছা।সবাই আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ্‌র রহমতে ভালোই আছি।  আজকে আপনাদের কাছে নিয়ে এলাম google chrome এর latest ভার্সন। সম্প্রতিক এই রিলিজ হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। google chrome সম্পর্কে আপনাদের কিছু বলার নেই কারন এটা সম্পর্কে সবাই কম বেশি জানেন । পুরা পৃথিবীতে মজিলা আর chrome রাজত্ব করছে ।  কিছু ইনফর্মেশন দিলাম ।একনজরে ইনফর্মেশন গুলো দেখে নিতে পারেন ।আকার-আকৃতি, যা যা প্রয়োজন ইত্যাদি ।

..:: টেকনিক্যাল ইনফর্মেশন ::..
Title:Google Chrome 30.0.1573.2 Dev
Filename:30.0.1573.2_chrome_installer.exe
File size:33.07MB (34,672,992 bytes)
Requirements:Windows XP / Vista / Windows7 / XP64 / Vista64 / Windows7 64 / Windows8 / Windows8 64
Languages:Multiple languages
License:Open Source
Date added:July 24, 2013
Author:Google
Homepage:www.google.com/chrome

 ═══════════════════════════════════════════════════

মোটামুটি google chrome 30 সম্পর্কে টুকিটাকি জানলেন । এখন শুধু ডাউনলোড করাই বাকি আছে । তাহলে ঝটপট ডাউনলোড করে নিন  Google chrome 30।ডাউনলোডের জন্য মিডিয়াফায়ারে আপলোড করেছি আর এর আকার মাত্র 33.07 MB।
 arrow-pointing-down2
মিডিয়া ফায়ার লিঙ্কঃ  http://www.mediafire.com/?i8mw682grhdhsjn

কোনও প্রকার বানান ভুল হলে ক্ষমা করে দিবেন। পোস্টটি কেমন হল টা কমেন্ট করে জানবেন । কোন প্রকার সমস্যা থাকলে জানাবেন , সমাধান দেওয়ার চেষ্টা করবো। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।ইনশাল্লাহ আগামিতে আরও সুন্দর পোস্ট নিয়ে হাজির হব ।আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য সুভকামনা রইল ।
╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗
══════════════════════════════════════════════
ভাল থাকুন,সুস্থ থাকুন

Education Board Results ওয়েবসাইট থেকে পরীক্ষার রেজাল্ট জানুন

বাংলাদেশ সরকারের ওয়েবসাইট গুলো অল্প চাপেই সার্ভার ডাঊণ হয়ে যায় , নিচের বক্সে বিস্তারিত তথ্য দিয়ে JSC , SSC ও HSC ফলাফল চেক করে নিতে পারেন ।

Sunday, July 28, 2013

TSF Shell Launcher For Android


সবাইকে সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি অসাধারন এবং গুনগত মানসম্পন্ন একটি এন্ড্রয়েড লঞ্চার। আপনারা যারা ইতিপুর্বে অনেক লঞ্চার বা থিম ব্যবহার করেছেন তারাও ব্যবহার করে দেখুন, এটি আপনার অভিজ্ঞতা সম্পুর্ন পালটে দেবে। ভাবছেন লঞ্চার ব্যবহার করলে আপনার ডিভাইসটি স্লো হয়ে যাবে???
মোটেই নয়। এটি অনেক ফাস্ট। খুবই দ্রুত গতিতে কাজ করে। আর সবচেয়ে বড় কথা হলো, এটি কিভাবে ব্যবহার করবেন তা আপনাকে নিজেই শিখিয়ে দেবে। আর কিভাবে এটিকে সাজাবেন, তাও আপনাকে দেখিয়ে দেবে।
এটির মুল্য গুগল প্লে স্টোরে মাত্র $ 16.80। যা বাংলাদেশী টাকায় প্রায় ৳১৩০০/= টাকার মত। বিশ্বাস না হলে একটু কষ্ট করে এখান থেকে জেনে নিন।
যাক সেসব কথা, এখন চলুন দেখি এর স্ক্রীণসট, তারপর ডাউনলোড।
2013_07_26_20_03_55_TSF_Shell_Android_Apps_on_Google_Play
2013_07_26_20_04_43_TSF_Shell_Android_Apps_on_Google_Play
2013_07_26_20_05_10_TSF_Shell_Android_Apps_on_Google_Play
2013_07_26_20_05_41_TSF_Shell_Android_Apps_on_Google_Play
2013_07_26_20_06_40_TSF_Shell_Android_Apps_on_Google_Play
2013_07_26_20_07_07_TSF_Shell_Android_Apps_on_Google_Play
2013_07_26_20_07_32_TSF_Shell_Android_Apps_on_Google_Play
এবার চলুন ডাউনলোড করি। সাইজ মাত্র ৮.৯ মেগাবাইট।
#############################################
3
##############################################
আশাকরি আমার এই পোস্টটি আপনাদের সবারই কাজে লাগবে, বিশেষ করে যারা স্মার্ট ফোন ব্যবহার করেন। যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকুন… সুস্থ থাকুন…

এবার টাকা ছাড়াই নিজের পিসিতে বসে Nokia মাল্টিমিডিয়া মোবাইল ফ্লাস দিন।


আস্-সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবসময় এই দোয়াই করি।
আজকের পোষ্টের বিষয়টি শুনে হয়তো চমকে উঠেছেন.. তাইনা? আসলে চমকে যাবারই কথা।
কেননা যারা নোকিয়া মাল্টিমিডিয়া ফোন ব্যবহার করে থাকেন তারা সবাই জানেন ফ্লাসের এই দূরাবস্থার কথা।
প্রতিবার ফ্লাস দিতে ২০০ টাকা থেকে শুরু করে ৫০০-৬০০ টাকা পর্যন্ত গুনতে হয় মোবাইল সার্ভিস অথবা নোকিয়া সার্ভিস পয়েন্ট গুলোতে।
এতকিছুর পরও, ফ্লাস দেবার পর সেটা কত দিন টিকবে তারও কোন নিশ্চয়তা নাই।
অনেকের কিছুদিন পর পর ফ্লাস দিতে হয়। অথচ দেখুন এভাবে ফ্লাস দিতে দিতে কতগুলো টাকা আপনাকে গচ্ছা দিতে হচ্ছে।
যাইহোক, আজকে আমি আপনাদেরকে সেই সমস্যার হাত থেকে রেহাই পাবার একটি উপায় বর্ণনা দিচ্ছি। এখন থেকে আপনার পিসিতেই বসে আপনার মোবাইল টি আপনি ফ্লাস দিতে পারবেন যতবার ইচ্ছে ততবার।
এর জন্য নিচের সম্পূর্ণ লিখাগুলো মনোযোগ সহকারে পড়ুন।
প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কিছু আলোচনা:-
আসলে আপনার ফোনে ফ্লাসের সমস্যাটি হওয়ার কারণ হচ্ছে..
ফোনটিতে কিছু Firmware File থাকে যেগুলো সচল থাকলে ফোনটির সকল ফাংশন ঠিকভাবে কাজ করে।
কিন্তু এগুলো যদি নষ্ট হয়ে যায় তারপর ফোন আর ঠিকমত কাজ করেনা। এমনকি মোবাইল চালু ও পর্যন্ত হয়না।
এছাড়াও আর অনেক সমস্যা দেখায়, যেগুলো হলো- আপনার ফোনটি চালু হয়ে সাদা স্কীন দেখাবে অথবা কয়েক বার চালু হতে এবং বন্ধ হতে থাকবে। কখনো কখনো ফাংশন ঠিক মত কাজ করবে না। আবার কখনো ফোন বন্ধ হয়ে আর চালু হবেনা।
আমরা সাধারণত এধরনের সমস্যায় পড়লে মোবাইল সার্ভিস পয়েন্ট নিয়ে যাই এবং সেখানে ফ্লাসের মাধ্যমে সেটা ঠিক করে দেওয়া হয়।
ফ্লাস কি? আসলে ফ্লাস হচ্ছে Firmware Files গুলো আপনার মোবাইলে দেওয়ার একটি প্রকৃয়া বিশেষ মাত্র। মূলত ফ্লাসের মাধ্যমে নতুন করে সেই ফাইল গুলো মোবাইলে দেওয়া হয়। এবং এর ফলে মোবাইল পূর্বের মত পুররায় সচল হয়ে যায়।
Firmware Files নির্ভর করে আপনার মোবাইলের RM এর উপর। RM মূলত বিভিন্ন মোবাইলের বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন Nokia 3110 এর RM হলো 237
আপনি যদি আপনার মোবাইলের RM নম্বরটি দেখতে চান তাহলে মোবাইলের ব্যাটারী খুলে তার নিচে RM লিখাটি দেখতে পাবেন এবং তার পাশে RM নম্বর টি ও দেথতে পাবেন।
এছাড়াও আপনি চাইলে আপনার ফোনে *#0000# টাইপ করেও দেথতে পারবেন।
Phonix এর মাধ্যমে ফ্লাস দেওয়ার বিষয়টা একটু জটিল। তাই প্রথমে এ বিষয়ে কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখছি।
আপনি যে কোন সেট ই ফ্লাস দিতে যান না কেন, আপনার কাছে তার RM ফাইলগুলো অবশ্যই থাকতে হবে। তবে চিন্তিত হওয়ার কারন নেই, গুগুল এ সার্চ দিয়ে আপনি আপনার যেকোন মোবাইলের RM ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তবে Google এ কেবল শুধু RM লিখে ফাইলগুলো পেয়ে যেতে পারেন। যেমন- উদহরণস্বরুপ আপনার মোবাইল যদি নোকিয়া ৩১১০ হয় তাহলে আপনি শুধু RM-237 গুগুলে লিখে সার্চ দিলেই আপনার প্রত্যাশিত ফাইলগুলো পেয়ে যেতে পারেন।
যাইহোক, নিচে আমি দুটি লিংক দিচ্ছি যেখান থেকে আপনি কিছু মোবাইলের RM ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। তবে আপনি যখন RM ফাইল ডাউনলোড করতে যাবেন তখন যদি ফাইলটি জিপ অথবা রারফাইলের অবস্থায় না থাকে তাহলে উক্ত RM এর যেগুলো সেখানে দেখতে পাবেন এর সবগুলো ফাইল ডাউনলোড করে নিবেন। মূলত কোন কোন ক্ষেত্রে ৫ টি ১০টি ইত্যাদি সংখ্যক ফাইল দেথতে পাবেন। তবে জিপ বা রার অবস্থায় থাকলে একটি ফাইল ই দেখতে পাবেন এবং সেটা ডাউনলোড করে আনজিপ করে নিলেই হবে। এবং আপনি RM ফাইলগুলো আনজিপ করার সাথে সাথেই পেয়ে যাবেন।
এগুলো মূলত বিভিন্ন সাইজের হয়ে থাকে। যেমন-২০ এমবি, ৫০ এমবি, ৮০ এমবি ইত্যাদি।
ফ্লাস দেওয়ার নিয়মাবলী:-
১। ফ্লাস দেওয়ার জন্য প্রথমে প্রয়োজন Phonix সফটওয়্যারটির, তাই নিচের লিংক থেকে ১০০ এমবির এই সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
২। এবার ডাউনলোড শেষে সফটওয়্যার টি আপনার পিসিতে ইনস্টল দিন। অনেক ক্ষেত্রে আপনার পিসিতে ডট ফ্রেমওয়ার্ক এর আপডেট ভার্সন না থাকার কারণে phonix সফটওয়্যার টি ইনস্টল নিবে না। তাই যাদের কম্পিউটারে Phonix সফটওয়্যাটি ইনস্টল না নিবে, তারা নিচের লিংক থেকে প্রথমে ডট ফ্রেমওয়ার্ক টি ডাউনলোড করে ইনস্টল করে নিন, এবং তারপর Phonix সফটওয়্যার টি আপনার পিসিতে ইনস্টল দিন।
৩। এবার আপনার মোবাইলের RM ফাইল গুলো যেগুলো আপনি পূর্বেই ডাউনলোড করে রেখেছেন সেখানে যান। যদি জিপ অবস্থায় থাকে তাহলে Extract অথবা আনজিপ করে নিন।
৪। এবার RM ফাইলগুলো কে কোথায় রাখবেন নিচ থেকে তা দেখে নিন:-
C ড্রাইভের ভিতরে গিয়ে Program files ফোল্ডার টি ওপেন করুন তারপর এর ভিতরে থাকা Nokia এবং তার ভিতরে থাকা Phonix ফোল্ডার টি ওপেন করুন, তারপর Products ফোল্ডারটি দেখতে পাবেন। এবার সেখান থেকে Products ফোল্ডারটির ভিতরে গিয়ে একটি ফোল্ডার তৈরি করুন। এবং আপনার RM অনুযায়ী সেটার নাম দিন। (যেমন উদাহরণস্বরুপ Nokia-3110 মোবাইলের RM-237, তাই ফোল্ডার টির নাম হবে RM-237)
আপনার মোবাইলের RM অনুযায়ী ফোল্ডার নাম পরিবর্তন করার পর, আপনার ডাউনলোড করা RM ফোল্ডারটি আনজিপ করে ফাইলগুলো ঐ ফোল্ডার টি তে কপি করে রাখুন।
নিচে দেখে নিন আপনার RM ফোল্ডারটির লোকেশন কিরূপ দেখাবে।
C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-237
উল্লেখ্য যে আপনার মোবাইলের RM টি RM-237 এর স্থানে দিন।
বিষয়টা বুঝতে অনেকের একটু কষ্ট হচ্ছে..তাইনা? আসলে আমরা যখন Phonix সফটওয়্যার টির ইনস্টল দিয়েছি তখন অটোমেটিক ভাবে C ড্রাইভের ভিতরে থাকা Program Files নামক ফোল্ডারটিতে Phoenix এবং এর ভিতরে Products নামক ফোল্ডার গুলো তৈরি হয়ে গিয়েছে।
আপনি C ড্রাইভে ঢুকে পর্যায়ক্রমে উপরের লোকেশন অনুযায়ী ঢুকলে Products ফোল্ডারটি দেথতে পাবেন।
এবং সেই ফোল্ডার টির ভিতরে আপনার ডাউনলোড কৃত RM ফোল্ডারটি আনজিপ করে রাখবেন। পরবর্তীতে সেই লোকেশন থেকে RM ফাইলগুলো Phonix প্রোগ্রামটি তে চলে আসবে। আশা করি এবার বিষয়টা বুঝতে পেরেছেন।
৫। এবার ডেস্কটপ থেকে Phonix প্রোগ্রামটি আপনার পিসিতে রান করান।
তারপর একটি ভালো USB ক্যাবল দিয়ে আপনার মোবাইল টি পিসির সাথে কানেক্ট করুন।
এবং নিচের চিত্র অনুযায়ী No connection সিলেক্ট করুন।
৬। এবার নিচের চিত্রটির ন্যায় ফাইল মেন্যুতে গিয়ে Open product এ ক্লিক করুন।
৭। তারপর নতুন একটি উইন্ডো আসবে। আপনি সেখান থেকে আপনার মোবাইলের RM টি সিলেক্ট করে নিন নিচের চিত্রটির মত করে।
৮। এবার মেন্যু থেকে Flashing মেন্যুতে ক্লিক করুন এবং Firmware update লিখাটি সিলেক্ট করুন নিচের চিত্রটির মত করে।
৯। তারপর নিচের চিত্রে মার্ক দিয়ে যে তিনটি ডট চিহ্ন কে বুঝানো হয়েছে ঠিক আপনিও সেই ডট চিহ্নিত স্থানটি তে ক্লিক করুন।
১০। এবার নিচের উইন্ডোটির মতো একটি উইন্ডো আসবে। আপনি সেখানে আপনার variant অথবা product code ফাইলটির উপর ক্লিক করুন।
১১। তারপর নিচের চিত্রটির মত Dead phone USB Flashing এর ঘরটিতে টিক চিহ্ন দিন। নিচের চিত্রে এই স্থানটি কে এক নম্বর দিয়ে দেথানো হয়েছে।
তারপর Refurbish এ ক্লিক করুন, নিচের চিত্রে সেই স্থানটি ২ নম্বর দিয়ে দেখানো হয়েছে।
১২। এরপর আপনার সামনে নিচের মত একটি ডায়ালগ উইন্ডো আসবে, আপনি সেই লিখাগুলো অনুযায়ী পরবর্তী কয়েকটা ধাপ করে নিন।
যেমন, সেখানে যে লিখাগুলো থাকবে সেগুলো হচ্ছে-
USB এর লাইন বিচ্ছিন্ন করতে বলবে, তারপর মোবাইল থেকে ব্যাটারী টি আলাদা করতে বলবে, তারপর পুনরায় USB কম্পিউটারের সাথে কানেক্ট করতে বলবে। এবং তারপর ব্যাটারী টি মোবাইলে প্রবেশ করানোর জন্য বলবে।
সবশেষে মোবাইলের পাওয়ার সুইচে ৮ সেকেন্ড চাপ দিতে বলবে এবং ok লিখাটিতে ক্লিক করতে বলবে।
আপনি এগুলো পর্যায়ক্রমে করে নিন।
১৩। এরপর মোবাইলে ফ্লাস নেওয়া শুরু হবে এবং নিচের চিত্রটির মত দেখাবে। আপনি ফ্লাস শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
১৪। ফ্লাসের শেষ পর্যায়ে আপনি নিচের চিত্রটির মত একটি উইন্ডো দেখবেন। আপনি সেখানে ok তে ক্লিক করুন।
তারপর আপনার মোবাইল টি রিস্টার্ট নিবে। এবং ফ্লাস সাকসেসফুল দেখাবে।
পোষ্টটি করব একথা শুধু বলেই আসছিলাম। কিন্তু আজকে তা করেই ফেললাম। এই পোষ্টটির করার জন্য পাঠক পর্যায় থেকে আমি ব্যাপক সাড়া পেয়েছিলাম তাই কষ্ট হলেও এত বড় পোষ্টটি করতে বিন্দু মাত্র অলসতা করিনি। আশা করছি পোষ্টি পেয়ে সবাই খুশি হবেন।

Thursday, July 25, 2013

আসুন দেখি কিভাবে ফোল্ডারের কালার পরিবর্তন করে !!!


আসসালামলাইকুম, কেমন আছেন সকলে আশা করি অনেক ভাল।
আপনারা অনেকেই উইন্ডোজ Xp এর একই ফোল্ডারের রঙ দেখতে দেখত বোরিং হয়ে গেছেন তাই না। এবার আসুন ফোল্ডার গুলোর কালার পরিবর্তন করি ১ মেগাবাইট এর একটি সফটওয়্যার দিয়ে  আর বদলে ফেলুন ফোল্ডারের রঙ ।। নিচে আপনাদের জন্য একটি স্কিন শট দিলাম দেখেন ফোল্ডার গুলো দেখতে কেমন লাগে।
http://s20.postimg.org/txgtk857x/Untitled_1.jpg
যদি  ভাল লেগে থাকে তাহলে ১.৪৮ এমবি এর সফটওয়্যার টি ডাউনলোড করুন ঝট পটে।
ডাউনলোড করুন : এখান থেকে

উইন্ডোজ ৮ এর Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন যেকোন ছবি দিয়ে নিমিষেই !!!


আসসালামু আলাইকুম,
Windows 8 এর  স্টার্ট স্ক্রীন একই ছবি দেখতে দেখতে আপনার বোরিং লাগা অস্বাভাবিক কিছু নয়! যদিও উইন্ডোজে ডিফল্টে কয়েকটি আরও ছবি দেওয়া থাকে, কিন্তু সেগুলা কি আর ভালো লাগে বলুন তো! এজন্য চাই নতুনত্ব, ইস! যদি আপনি নিজের ইচ্ছা মত Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারতেন, আর লাগিয়ে দিতেন চমক প্রদ কোন ছবি। অন্যদিকে এটি দেখে আপনার বন্ধুদের চোখ তো একবারে কপাল টপকে মাথায় উঠে যাবে!!!! ;)
 start Screen change
.
আজ হয় তো বাংলাদেশের ব্লগিং জগতে এই বিষয়ে প্রথম লেখা হচ্ছে।  তাই আগেই বলছি, আজকের পোস্ট আমি সম্পূর্ণ নিজ অভিজ্ঞতার অপর ভিত্তি করে লিখছি। লেখায় কোন ভুল-ত্রুটি হলে মাফ করবেন। আর কোন সমস্যায় পড়লে, আমি তো আছিই! একটি  ছোট্ট সফটওয়্যারের মাধ্যমে আজ আমরা উইন্ডোজ ৮ এ স্টার্ট স্ক্রীনের নতুন রূপ দেবো। নিজের ইচ্ছা মত ছবি অ্যাড করে আপনি Windows 8 কে দিতে পারেন প্রফেশলান লুক!!!
আজ যে সফটওয়্যারের মাধ্যমে আমরা উইন্ডোজ ৮ এর Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবো, সেটার নাম হল– windowsa 8 Start Screen Customizer। এর সাইজ হল– ৩.৩ এমবি। এটি দিয়ে শুধু Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন নয়, সাথে আরও নতুন ফিচার আছে। যেমনঃ Start Screen এর Opacity কম বাড়া করা অর্থাৎ, ইনভিসিবল বা আংশিক ইনভিসিবল বা ভিসিবল করাকে বোঝায়। এরকম আরও ফিচার আছে, যা আমরা পরে বিস্তারিত জানবো।

set

.

কিভাবে যেকোনো ছবি দিয়ে উইন্ডোজ ৮ এর Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন???

১। প্রথমে নিচের লিঙ্ক থেকে W8 Start Screen Customizer সফটওয়্যারটি ডাউনলোড করুন। [সাইজ- 3.3 MB]
gu2JV
২। এখন পোর্টেবল সফটওয়্যারটি ওপেন করুন এবং ছবির সংকেত ধাপ অনুযায়ী কাজ করুন—-
 .

Step No.(1)

ss (1)
ss (7)
  • ‘Load Picture’ এ ক্লিক করে আপনার ইচ্ছা মত ছবি বেছে নিন, যেটা দিয়ে Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান। রেজুলেশনটা অবশ্যই আপনার মনিটর স্ক্রীন অনুযায়ী হতে হবে।
 .

Step No.(2)

ss (2)
  • রেজুলেশন অ্যাডজাস্ট করতে সর্বাধিক বড় আকার করে ছবির সাইজ নির্ধারণ করুন। সর্বচ্চ রেজুলেশন সাইজ নির্ধারণ আপনাকে ভালোভাবে করতে হবে, মিস্টেক করলে চলবে না।

.

Step No.(3)

ss (3)
  • এখন আপনি কয়টি Rows (কলাম) চান তা নির্ধারণ করুন। ডিফল্টভাবে 4টি নির্ধারণ করুন।
  • Start Screen Opacity দিয়ে আপনি ডেক্সটপের উপর স্টার্ট স্ক্রীনের ভিসিবিলিটি নির্ধারণ করতে পারবেন। ডিফল্টভাবে এটি অফ বা, 255 থাকে।
  • Tiles Opacity দিয়ে আপনি স্টার্ট স্ক্রীনের ছবির উপর ওই অ্যাপগুলার ভিসিবিলিটি নির্ধারণ করতে পারবেন। ডিফল্টভাবে এটি অফ রাখা উচিত।

.

Step No.(4)

ss (4)
  • সব কিছু ঠিকঠাক ভাবে করে আপনি ‘Apply & Save’ এ ক্লিক করুন। এতে আপনার Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। এবং আপনি স্টার্ট স্ক্রীনে তা দেখতে পাবেন।

.

Step No.(E)

sso (6)
  •  ছবিতে ‘E’ অর্থে  খুব ইম্পরট্যান্ট এবং বোনাস সুবিধাকে বুঝিয়েছি। এখানে ‘Run at Startup’ এ টিক দিতে হবে, কখনোই মিস্টেক করবেন না। তা না হলে  ব্যাকগ্রাউন্ড পরিবর্তন  হবে না। এছাড়া যদি কারও শখ হয় তাহলে তিনি ডেক্সটপ ওয়ালপেপার, Gaussian Blur বা জাপসা ধরনের ইফ্যাক্ট , রেন্ডম স্লাইড শো ইত্যাদি বোনাস সুবিধা যোগ করতে পারেন।

.

Step No.(5)

ss (5)
  • সর্বশেষে কাজ হয়ে গেলে সফটওয়্যারটি Exit করুন এবং PC রিস্টার্ট দিন।
  • ব্যাস!! রিস্টার্টের পরেই দেখবেন চমক!!!
 .
উপরের কার্যকলাপ অনুযায়ী আপনি কাজ করলে, ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে, আপনি ইন্ডোজ ৮ এর Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে সফল হবেন। এজন্য লাইন বাই লাইন মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি একটানা ৮ ঘণ্টা ধরে এ বিষয়ে লিখেছি। আশা করি আমার মেহনতের সুফল আমি ও আপনি দুজনই পাবো। আপনাদের জন্য Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার আরও কিছু  স্ক্রীন শট নিচে দিলাম। এতে আপনি আরও ক্লিয়ার বুঝতে পারবেন।।
.
Hot Example
black Example

যেহেতু, আজকের পোস্ট আমি সম্পূর্ণ নিজ অভিজ্ঞতার অপর ভিত্তি করে লিখছি। লেখায় কোন ভুল-ত্রুটি হলে মাফ করবেন। কোন সমস্যা দেখা দিলে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন সংক্রান্ত কোন প্রবলেম হলে আমি মন্তব্যের মাধ্যমে সমাধান দিয়ে দেবো। আরেকটা কথা, যারা এখনও winows 7 কে বিদায় দিতে পারছেন না, তাদের Windows 8 ব্যবহার করার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আগে যেমন XP ছেড়ে 7 এ আসতে কষ্ট হয়েছিল, এখন আপনাদের 7 ছেড়ে 8 এ আসতেও মনে হয় কষ্ট  হবে। তবে এত সুন্দর ফিচার পেলে হয় তো ওসব কষ্টকে লাথি মারতে পারবেন। আগামিতে আরও সুন্দর সুন্দর উইন্ডোজ ৮ এর মেগা ট্রিক্স নিয়ে হাজির হব। পোস্টটি ভালো লাগলে বেশি করে LIKE ও SHARE করুন। Have Fun! Enjoy!!! :P
আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। আর যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন।
আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি ।
পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।


1ST Post here [ www.pchelplinebd.com ]

‘Not Responding’ প্রোগ্রাম বন্ধ হতে চাচ্ছে না??? শুধুমাত্র এক ক্লিকেই ডান্ডা মেরে ঠাণ্ডা করুন!!!


আসসালামু আলাইকুম,
আপনার পিসিতে কি ‘Not Responding’ প্রোগ্রাম বন্ধ হতে চাচ্ছে না, হাজার বার Close(x) করা সত্ত্বেও নির্লজ্জের মত প্রোগ্রাম হ্যাং হয়ে আটকে থাকে? তাহলে আজকের এই মাল-মসলা পূর্ণ সফটওয়্যারটি আপনার জন্যই অপেক্ষা করছে। বজ্জাৎ! ‘Not Responding’ প্রোগ্রামগুলাকে শুধু এক ক্লিকে ডান্ডা মেরে ঠাণ্ডা করুন এই Task ForceQuit Pro নামের ১.৩৬ এমবি সফটওয়্যার দ্বারা!!! ;)
responds
Task ForceQuit Pro সফটওয়্যারটির ব্যবহার খুব সহজ! যখন কোন প্রোগ্রাম বা সফট কাজ করে না, ’Not Responding’ বা হ্যাং হয়ে আটকে থাকে তখন সফটওয়্যারটি ওপেন করে ওই প্রোগ্রামটির লোগো দেখতে পারবেন। ওটার ডান পাশে Froce Quit এ ক্লিক করলেই ওই বজ্জাৎ সফট বা প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। অথবা, সফট বা প্রোগ্রামটি আবার চালু অর্থাৎ, Restart করতে চাইলে নিচে Restart এ ক্লিক করলে সেটি নতুন ভাবে চালু হবে।

=>রেজিস্ট্রেশন
|| পদ্ধতি-১ ||যদিও ফ্রীওয়ার সফটওয়্যার তবে, এটি ফ্রী রেজিস্ট্রেশন চাইবে! আপনি খুব সহজে আপনার Email বা অন্য ফেক মেইল দিয়ে ফ্রী রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু সতর্ক করে দিলাম, এর ফলে প্রতিদিন  আপনার ওই ইমেইলে নানা নিউজ লেটার মেইল চলে যাবে, যা বিরক্তি কর। এজন্য Fake Email ব্যবহার করাই উত্তম।
taskquitpro

|| পদ্ধতি-২ || আপনি Email দিয়ে রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক না হলে একটি রেজিসট্রি ট্রিক্সের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবেন। এটির জন্য Notepad খুলে তাতে নিচের লেখাটি paste করুন এবং সেটি Quit.reg নামে ‘Save As’ করুন।  খেয়াল রাখুন এক্সটেনশন যেন .reg হয়।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Softorino]
@=”success”
“cebe7d8a28c5ba83ba5497de5ca58ca04_Tweet”=”0″

|| পদ্ধতি-৩ || যদি Email দিয়ে রেজিস্ট্রেশন ও  রেজিসট্রি ট্রিক্সের মাধ্যমে না করতে চাইলে, জাস্ট এক ক্লিকে রেজিস্ট্রেশন করতে পারেন। এজন্য এখান থেকে রেজিসট্রি ডাউনলোড করে নিতে পারেন।

152179h4qroi8q2b
3
Task ForceQuit Pro সফটওয়্যারটির বর্তমান ভার্সন ২.০ । এর সাইজ মাত্র ১.৩৬ এমবি। শুধু ইন্সটল করবেন, এবং বজ্জাৎ! ‘Not Responding’ প্রোগ্রামগুলাকে শুধু এক ক্লিকে ডান্ডা মেরে ঠাণ্ডা করবেন!!! :P
50288
152179h4qroi8q2b


[[ COPY - PASTE FROM www.pchelplinebd.com ]]