Saturday, May 23, 2015

Adaptxt Keyboard - All Android User Good News আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি Key Board !

আপনারা সবাই কেমন আছেন?
আশা করি খুব ভাল আছেন ।

নাম দেখেই বুঝতে পারছেন এটা একটা কী-
বোর্ড অ্যাপস। বেশ অনেক গুলো কী-
বোর্ড অ্যাপস ব্যবহার করেছি কিন্তু এটা মত
সুবিধা কোনটাতে পাইনি। বেশ ইউজার ফ্রেন্ডলি
কী-বোর্ড।  
এটার বিশেষত্ব হলঃ
আপনি আপনার মন মত কী-বোর্ড থিম
বানাতে পারবেন বা কাস্টমাইজ করতে
পারবেন। মানে আপনি আপনার ফোনের
কালারের সাথে ম্যাচ করে কী-বোর্ড
কালার ব্যবহার করতে পারবেন।
৭৪ টা ল্যাঙ্গুয়েজ অ্যাড-ওনস আছে। মানে
আপনি এই অ্যাড-ওনস গুলো ডাউনলোড
করে ওই ভাষায় লিখতে পারবেন এতে বাংলিশ
অ্যাড-ওনস আছে যাতে আপনাকে বাংলিশ
লিখতে সাহায্য করবেন যেমন আপনি যদি
কী-বোর্ড এ লিখতে চান Valobashi
(ভালোবাসি) তবে ভাল লিখলেই আপনাকে
সাজেশন দিবে Valobashi.
ডিকশনারি তে আপনার নিজেস্ব শব্দ অ্যাড
করতে পারবেন এতে পরবর্তীতে ওই
শব্দ লিখতে গেলে আপনাকে সাজেশন
দিবে।
এমন আরও অনেক সুবিধা আছে এই অ্যাপস
টিতে। ব্যবহার করতে পারেন অনেক কাজে
দিবে অ্যাপসটি।
নিচ থেকে নামিয়ে নিন।

Download From Here

2 comments: