বিসমিল্লাহীর রহমানি রাহীম
আসসালামুআলাইকুম, মহান আল্লাহ তায়ালার অশেষ করুনায় সম্ভবত সকলেই ভালোই আছেন।
বিজ্ঞানের এই যুগে মানুষের জীবনের প্রতিটি অংশেই আছে গ্রযুক্তির ছোয়া। ঐই দিন একটি বই কিনতে গেলাম। বইটি কিনার পর সাথে একটি সিডি দিল। দোকানদারকে জিঙ্গেস করলাম এই সিডিতে কি আছে? সে বলল “এই সিডিতে এই বইয়ের একটি কপি রাইট করা আছে! আপনি ইচ্ছা করলে এটিকি আপনার পিসিতেও পড়তে পারবেন!” দোকানদারের এই কথা গুলো শুনে খুবই ভালো লাগল। ভাবলাম যেই বই গুলো এক সময় হাজার টাকায়ও পাওয়া যেত না, তা এখন প্রযুক্তির ছোয়ায় বিভিন্ন ব্লগথেকে বিনামূলে বা খুবই কম মূল্যে পাওয়া যাচ্ছে!
এক ব্লগে দেখলাম বাংলাদেশের প্রখ্যাত লেখক হূমায়ুন আহমেদের একশরও বেশী বইয়ের ডাউনলোড লিংক। ভাবলাম পিসিহেল্পলাইবিডির সকলের সাথে শেয়ার করি। প্রতিটি বইয়ের ওজন মাত্র ৫ থেকে ৭ এমবি।
আপনার ই-বুক কালেকশনটি খুবই ভালো লেগেছে। আপনার ব্লগটিও অনেক সুন্দুর করে সাজিয়েছেন :) আমাদের ব্লগেও আপনাকে দাওয়াত দিলাম।
ReplyDeletetechtonesbd
Thanks :-)
DeleteThanks Bro....
ReplyDeletewelcome bro :)
Deleteঅামি একজন প্রবাসী কিন্তু ছোটবেলা থেকে বই এর প্রতি অসম্ভব টান,,,,,,,
ReplyDeleteঅাপনার ব্লগ এ স্যার এর বই গুলো পেয়ে খুব ভালো লাগলো
অানেক ধন্যবাদ অাপনাকে।