Tuesday, July 30, 2013

এভিরা ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করুন ২০১৪ পর্যন্ত!!১০০% জেনুইন !!


ScreenShot019
সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। এই পোস্টটি সম্পর্কে কোন পিসি টিপস বিষয়ে শেয়ার করব না কিংবা বিজ্ঞাপণ দিব না। অবশ্য উপরোক্ত শিরোনমা দেখে বুঝতে পারছেন কি হিসাবে আলোচনা করব। হ্যা বন্ধুরা আজকে আলোচনা করব ও আপনাদেরকে উপহার দিব একটি বিশ্বখ্যাত এন্টিভাইরাস সম্পর্কে। এর নাম হচ্ছে এভিরা ইন্টারনেট সিকিউরিটি ২০১৩।
হ্যা এটি একটি অরজিন জার্মানী প্রোডাক্ট। বিশ্বের প্রায় ২ কোটি ব্যবহার কারী হিসাবে এভিরা তাদের কাছে সেরা। অন্যান্য এন্টিভাইরাস যেমন- ম্যাকাফি, ক্যাস্পার স্কী, নর্টন সিকিউরিটি হতে এভিরা অনেক ভালো ও ট্রাস্টেট কোয়ালিটি সম্পূর্ণ একটি সিকিউরিটি পণ্য।
এখানে কি কি সুবিধা আছে তা এক নজরে দেখে নিই-
১। অন্য সকল এন্টিভাইরাসের যে বৈশিষ্ট বিদ্যমান এখানেও সেই সকল বৈশিষ্ট রয়েছে। তবে অন্য কোম্পানী গুলো কাজের থেকে কথার ফুল ঝুরি বেশী। কিন্তু এভিরা কথা ও কাজে দুটিতেই সফল।
২। পিসি স্লো করেনা। অটোমেটিক অআপডেট নেয়।
৩। নতুন ইনস্টলের পর পিসি অআপডেট হিসাবে নামাবে মাত্র ৪০ এমবি ফাইল।
৪। ইউজার এন্টারফেস অসাধারন। ইচ্ছামতো যে কোন সাইট কাষ্টমাইজ করতে পারবেন।
৫। যে কোন হ্যাকার, ট্রোজানকে থামিয়ে দিবে কিংবা সাথে সাথে ডিটেক্ট করবে।
৬। অটোরান প্রোগ্রামকে ব্লক করে দিবে।
৭। বর্তমানে এভিটেস্ট এর দিক হতে এভিরা ২য় অবস্থানে অআছে, ১ম সারিতে আছে ইসেট স্মার্ট সিকিউরিটি।
৮। সুখ্যাতি হিসাবে এভিরা অনেক পুরস্কার পেয়েছে।
ScreenShot018
 কিভাবে পিসিতে ব্যবহার করবেন?
প্রথমে এভিরার সাইট হতে এভিরা ইন্টারনেট সিকিউরিটির ট্রায়াল ভার্সনটি ডাউনলোড করে নিন। কিংবা বাজারে ৬০/- দামের ডিভিডি প্যাকেজ পাওয়া যাবে সেখানে দেখুন Avira Internet Security 2013 ফাইল অআছে কিনা!  থাকলে তা ক্রয় করুন। মনে করি সবাই Avira Internet Security ফাইলটি ডাউনলোড কিংবা সংগ্রহ করেছেন। এভিরার ব্যবহার ও কার্যকারীতা সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন-
এবার ইনস্টল ফাইলটিতে ক্লিক করুন- নিম্নরুপ চিত্র আসবে।
ScreenShot020
১।  বেশ কিছু কাজ করার পর একটি চিত্র আসবে। সেখানে যাবতীয় তথ্য দিন। এবং লাইসেস্স সিরিয়াল কি হিসাবে আমার দেয়া কি পেস্ট করলেই হবে।
২। ইনস্টল হলে পিসি রিস্টার্ট হবে। এবার নেট কানেক্ট করলেই স্বয়ংক্রিয়ভাবে আপডেট শুরু হয়ে যাবে। ৪০ এম.বি ফাইল নামবে।
৩। আপডেট শেষ হবার পর এভিরার ইন্টারফেস সবুজ চিহৃ হিসবে সিকিউরিটি লেখা দেখাবে। এবার পূরো পিসি স্ক্যান করে ফেলুন।
ScreenShot016
৪। এভিরা লাইসেন্স হিসাবে ১৭/০২/২০১৪ সাল পর্যন্ত কাজ করবে।
 এভিরা লাইসেন্স কী এবং ব্যবহার নির্দেশিকা  পেতে এখানে ক্লিক করুন-
ifacuh-21
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন। পরবর্তী পোস্টে আড্ডা হবে। সবাইকে ধন্যবাদ।

No comments:

Post a Comment