Sunday, December 1, 2013

IDM এর বিরক্তিকর সব নোটিফিকেশন থেকে মুক্তি পান ।

IDM কিছু দিন ধরেই Crack/Patch করা সফটওয়্যারে “This Internet Download Manager has been registered with fake serial number” নোটিফিকেশন দিচ্ছে। যা খুবই বিরক্তিকর ও যন্ত্রণাদায়কও বটে। এর থেকে রক্ষা পাবার জন্য নিচের স্টেপ গুলি ফলো করুন-

  •   প্রথমে RUN এ গেয়ে টাইপ করুন regedit তারপর ENTER দিন
  • HKEY_CURRENT_USER থেকে SOFTWARE এ যান। এখানে downloadManager এ ডাবল ক্লিক করুন।
  • CheckUpdtVM লেখাটি খুঁজে বের করে right ক্লিক করে modify এ যান। value 10 থাকবে। ওটাকে 0 করে দিন।

ব্যাস, এখন আরামছে ঘুমান!!

No comments:

Post a Comment