Sunday, December 1, 2013

BlueStacks_HD_AppPlayerPro - এবার এন্ড্রয়েডের মজা পিসিতে !!

Blue Stacksপিসিতে apk ফাইল চালাতে চান?
কোন সমস্যা নেই সমাধান
আছে একটা সফটয়ারের সাহায্যে।
এটি আপনার পিসি তে ইন্সটল করালেই এনড্রোয়েডের গেম সফটয়ার তো রান করবেই এনড্রেয়ের প্রায় সিস্টেমই পিসি পেয়ে যাবেন।
এর আগে বোধায় সফটারটি পেয়ে থাকতে পারেন, সেটা নেটের লাইন দিয়ে ইন্সটল দিতে হয়। কিন্তু এটিতে কোন নেটের লাইনের দরকার নেই।
প্রথমে এটিকে ইন্সটল করুন। ইন্সটল শেষে দেখবেন আপনার ডেস্কটপের উপর দুটি নতুন ফাইল এসেছে। একটি BlueStacks আরেকটি Apps এবং আপনি ট্রাইবারে দেখতে পাবেন যে সফটয়ার টি রানিং আছে।
এবার আপনি কোন apk ফাইলে ডাবল ক্লিক করুন, ট্রাইবারে দেখবেন সফটয়ারটি ইন্সটল নিচ্ছে। ইন্সটল শেষে ডেস্কটপের উপর থাকা Apps নামের ফোল্ডারটি ওপেন করুন, দেখবেন আপনার apk ফাইলটি আছে। এবার এখানে থেকে apk ফাইলটিকে ওপেন করুন আর এন্ড্রয়েডের মজা নিন।
আরেকটি উপায়ে গেম ওপেন করতে পারেন। প্রথমে apk ফাইলটি ইন্সটল করুন। তার পর ডেস্কটপের উপর থাকা Blue Stacks ওপেন করুন। ওপেন হওয়ার পর বাম পাশে থাকা MY APPS এ ক্লিক করুন। এবার আপনার ইন্সটল করা এপ্পস গুল দেখতে পাবেন। এখানে থেকেও ওপেন করতে পারবেন।
blue stacks যদি হ্যাং হয় তখন আপনি ট্রাইবার হতে এপ্পস টিকে রিস্টার করে নিবেন।
তাহলে নিয়ে নিন এবার এন্ড্রয়েডের মজা আপনার পিসিতে….
ফ্রিতে ডাউনলোড করে ফেলুন Blue Stacks নামের এই সফটয়ারটি।

DOWNLOD LINK নিচে দেওয়া আছে-


http://cdn.bluestacks.com/public/beta-1/BlueStacks_HD_AppPlayerPro_setup_REL.msi

১৫৪ MB এই সফটয়ার টি কাজের তুলনায় সাইজ অনেক কম। তাই দেরী না করে ডাউনলোড করে ফেলুন।

No comments:

Post a Comment