Sunday, December 1, 2013

উইন্ডোজ ৮.১ / উইন্ডোজ ৮ / উইন্ডোজ ৭ / উইন্ডোজ ভিসতা / মাইক্রোসফট অফিস ২০১০/ অফিস ২০১৩/ উইন্ডোজ সার্ভার ২০০৮/ সার্ভার ২০১২ সহ মাইক্রোসফটের চৌদ্দগুষ্টিকে অ্যাক্টিভ করুন! (আজই সংগ্রহে রাখুন – ২.৫ এমবি)

আসসালামু আলাইকুম,
মাইক্রোসফটের যত সব পণ্য দিন দিন বের হচ্ছে, ততই সবার ঘাম ঝরছে অ্যাক্টিভেটর আবিষ্কার করতে! উইন্ডোজ অ্যাক্টিভ করতে এবার আর কষ্ট করতে হবে। আজকের পোস্টকে বলতে পারেন, কেঁচো খুঁড়তে সাপ বেরুলো!!! চিন্তা নাই এই সাপ আপনাকে ছবল দিবে না, বরং উইন্ডোজকে ছবল দিয়ে চৌদ্দগুষ্টিকে অ্যাক্টিভ করে দিবে। সুতরাং, NO চিন্তা DO ফুর্তি!
সবাই হয় তো কম বেশি KMSpico সফটওয়্যারটির নাম শুনেছেন। আজকে আমরা এই সফটওয়্যার দিয়ে উইন্ডোজ ৮.১ / উইন্ডোজ ৮ / উইন্ডোজ ৭ / উইন্ডোজ ভিসতা / মাইক্রোসফট অফিস ২০১০/ অফিস ২০১৩/ উইন্ডোজ সার্ভার ২০০৮/ সার্ভার ২০১২ সহ মাইক্রোসফটের চৌদ্দগুষ্টিকে অ্যাক্টিভ করবো। এটি ব্যবহার করা খুব সহজ! শুধু আপনাকে দুটি ক্লিক করতে হবে। আর এতে আপনার পিসিতে ইন্সটল করা সকল মাইক্রোসফটের পণ্য অ্যাক্টিভ হয়ে যাবে। আজকে আমি আপনার সবকিছু অ্যাক্টিভ করার ফুল টিউটোরিয়াল দেখাবো। সাথে থাকছে একটি ফুল ভিডিও টিউটোরিয়াল। SO, একটু সময় নিয়ে চেয়ারে চেপে বসুন আর পোস্টের দিক হালকা নিজর দিন!
 KMSpico Activator 2013

প্রথমত এখান থেকে KMSpico এর নতুন ভার্সন ডাউনলোড করে নিতে হবে। এখন পর্যন্ত এর লেটেস্ট ভার্সন হল- KMSpico 9.0.6 ( নভেম্বর ২১, ২০১৩) । ডাউনলোডের আগে, এক নজরে দেখা যাক এই KMSpico দিয়ে কয়তি জিনিস অ্যাক্টিভ করা সম্ভব। এক নজরে চোখ বুলিয়ে নিন-
  • Windows 8.1
  • Windows 8.1 Professional
  • Windows 8.1 Enterprise
  • Windows 8.1 RT
  • Windows 8
  • Windows 8 Professional
  • Windows 8 Enterprise
  • Windows 8 RT
  • Windows 7 Professional
  • Windows 7 Enterprise
  • Windows Vista Business
  • Windows Vista Enterprise
  • Windows Server 2008
  • Windows Server 2008 Standard
  • Windows Server 2008 Datacenter
  • Windows Server 2008 Enterprise
  • Windows Server 20082008R2
  • Windows Server 2012
  • Windows Server 2012 Standard
  • Windows Server 2012 Datacenter
  • Windows Server 2012 2012R2
  • Microsoft Office 2010
  • Microsoft Office 2013
[ বিশেষ দ্রষ্টব্য: শুধুমাত্র উইন্ডোজ ৭ ও ভিসটা অ্যাক্টিভ করতে .NET 4.0 দরকার হবে। আর খুশির খবর  উইন্ডোজ ৮.১ / উইন্ডোজ ৮ এর সকল ভার্সন অ্যাক্টিভ করতে এক্সট্রা কিছু লাগবে না। ]

প্রথমত ডাউনলোড করে নিন KMSpico- 9.06.20131120 || সাইজ ২.৫ এমবি
DOWNLOAD
————>  http://www.mediafire.com/download/cmfsgiiyvv1g3rn   <————


টিউটোরিয়ালঃ
KMSpico 9.0.6 সফটওয়্যারটি ডাউনলোড করে নিন- ২.৫ এমবি, জিপ এক্সট্রাট করে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।
KMS-1
আরেকবার স্মরণ করে দিচ্ছি, যদি আপনার উইন্ডোজ ৭ বা ভিসতা হয়, তাহলে .NET 4.0 প্রয়োজন হবে, তবে উইন্ডোজ ৮.১ / উইন্ডোজ ৮ এর ক্ষেত্রে .NET লাগবে না কারণ এই ওস টে আগে থেকে ইন্সটল করা থাকে।
****শুধুমাত্র উইন্ডোজ 8.1 এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়****
[ উইন্ডোজ ৮.১ এর ক্ষেত্রে আপনাকে TAP Driver ইন্সটল করতে হবে। আপনাকে এজন্য এক্সট্রা কষ্ট করতে হবে না, KMSpico ইন্সটলএর সময় আউতমেটিক আবির্ভূত হবে নিচের মত ছবি, আপনি শুধু ইন্সটলে ক্লিক করবেন! ব্যাস TAP Driver ইন্সটল হয়ে যাবে। ৮.১ ছাড়া শুধু ৮ বা ৭ এ এটি প্রযোজ্য নহে ]
KMS-2
KMSpico সফটওয়্যার ইন্সটলের পর অটোমেটিক ওপেন হবে। যদি অটোমেটিক ওপেন না হয়, তাহলে আপনি StartMenu বা Start Screen থেকে KMSpico.exe ওপেন করুন।
 KMS-3
সফটওয়্যারটি ওপেন করার পর, ৫ সেকেন্ড ওয়েট করুন। কারণ, সফটওয়্যারটি আপনার উইন্ডোজ চেক করে দেখছে, মাইক্রোসফটের কি কি পণ্য ইন্সটল আছে।
৫ সেকেন্ড পর সফটওয়্যারটি ওপর অংশে ১/২ টি লোগো দেখতে পাবেন। প্রথম লোগো যেটি আপনার উইন্ডোজ ভার্সন, আর যদি অফিস ২০১০/অফিস ২০১৩ ইন্সটল থাকে তারও লোগো দেখা যাবে।
কার্যপদ্ধতিঃ
  • |১| মাইক্রোসফটের কি কি পণ্য ইন্সটল করা আছে কি না, তা চেক করতে ছবির মত (i) লোগোতে ক্লিক করুন। এতে মাইক্রোসফটের কি কি পণ্য ইন্সটল করা আছে তা দেখতে পাবেন।
KMS-4

  • |২| দ্বিতীয়তে আছে, Token Backup অর্থাৎ আপনার অ্যাক্টিভেশন ব্যাকআপ! খুব প্রয়োজন না হলেও, শুধু একটি ক্লিক করুন।
KMS-5
  • |৩| সর্বশেষে আছে মূলধন! ওই লাল চিহ্নিত বাটনে ক্লিক করলে ৫ সেকেন্ডের মধ্যে আপনার উইন্ডোজ+ মাইক্রোসফট অফিস ২০১০/২০১৩ এর চৌদ্দগুষ্টি শুদ্ধ অ্যাক্টিভ হয়ে যাবে। এক্ষেত্রে, নির্দ্বিধায় লালা বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করে নিন। আরেকটি কথা উল্লেখ্য যে, অ্যাক্টিভেশনে কোন প্রকার রিস্টার্টের প্রয়োজন হয় না।


গুরুত্বপূর্ণ বিষয়ঃ
উইন্ডোজ অ্যাক্টিভ হওয়ার পর যদি দেখতে পান, ওয়াটার মার্ক ভেনিস হয়ে যায় নি সেক্ষেত্রে পিসি রিস্টার্ট দিন। সমাধান পেয়ে যাবেন।
যদি কখন উইন্ডোজ বা অফিস অ্যাক্টিভ করতে প্রবলেম ফেস করেন, তাহলে KMSpico সফটওয়্যারটিতে দান ক্লিক করে ‘রান এস অ্যাডমিন’ করে ওপেন করবেন। তাতেই সমাধান পাবেন।
আরেকটি বিষয় হল- এই অ্যাক্টিভেশন ৬ মাস পর্যন্ত থাকবে। আপনাকে ৬ মাস পর এটি ওপেন করে পুনঃঅ্যাক্টিভ করতে হবে। সবচেয়ে সহজতর উপায়!!!

আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। ডাউনলোড লিঙ্ক বা যেকোনো সমস্যা দেখা দিলে বা পোস্ট বুঝতে কোন প্রকার সমস্যা জানাতে ও তার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন।
আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি ।পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।। :D :D :D

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

No comments:

Post a Comment