Wednesday, December 11, 2013

Undeletable ফাইল কে Delete করার জন্য প্রয়োজনীয় ৫টি সফটওয়্যার

আস্-সালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা প্রত্যেকেই একটা বড় সমস্যায় পড়ে থাকি, আর সেটা হল- কিছু কিছু ক্ষেত্রে আমরা কম্পিউটারের ফাইল অথবা ফোল্ডার ডিলিট করতে পারিনা। ডিলিট করতে গেলে আমাদের সামনে বিভিন্ন রকম এরর message দেখায়।

এগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে। বিশেষ করে কোন ফাইল বা ফোল্ডার ভাইরাসে আক্রান্ত হলে অথবা protected হলে।
এই সমস্যার সমাধানে আমরা অনেকেই unlocker সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। এটি দ্বারা অনেক আনডিলিটেবল ফাইল অথবা ফোল্ডার ডিলিট করা যায়। তবে এটি মাঝে মধ্যে ওপেন হয়না এবং অনেক ক্ষেত্রে ফাইল ডিলিটও করতে পারেনা। সেক্ষেত্রে আমাদের কাছে একাধিক সফটওয়্যার থাকলে সেগুলো ব্যবহার করে কাজ চালিয়ে নিতে পারি।
আমি আজ আপনাদের সাথে এই বিষয়ক ৫টি সফটওয়্যার শেয়ার করব। আপনারা সেগুলো ডাউনলোড করে নিজেদের কালেকশনে রাখতে পারেন।
নিম্নে এগুলো দেয়া হল-

1. Unlocker


ডাউনলোড লিংক

2. LockHunter


ডাউনলোড লিংক

3. FileASSASSIN


ডাউনলোড লিংক

4. Pocket Killbox


ডাউনলোড লিংক

5. EMCO UnLock IT


ডাউনলোড লিংক
অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page
আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।

No comments:

Post a Comment