Sunday, July 28, 2013

TSF Shell Launcher For Android


সবাইকে সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি অসাধারন এবং গুনগত মানসম্পন্ন একটি এন্ড্রয়েড লঞ্চার। আপনারা যারা ইতিপুর্বে অনেক লঞ্চার বা থিম ব্যবহার করেছেন তারাও ব্যবহার করে দেখুন, এটি আপনার অভিজ্ঞতা সম্পুর্ন পালটে দেবে। ভাবছেন লঞ্চার ব্যবহার করলে আপনার ডিভাইসটি স্লো হয়ে যাবে???
মোটেই নয়। এটি অনেক ফাস্ট। খুবই দ্রুত গতিতে কাজ করে। আর সবচেয়ে বড় কথা হলো, এটি কিভাবে ব্যবহার করবেন তা আপনাকে নিজেই শিখিয়ে দেবে। আর কিভাবে এটিকে সাজাবেন, তাও আপনাকে দেখিয়ে দেবে।
এটির মুল্য গুগল প্লে স্টোরে মাত্র $ 16.80। যা বাংলাদেশী টাকায় প্রায় ৳১৩০০/= টাকার মত। বিশ্বাস না হলে একটু কষ্ট করে এখান থেকে জেনে নিন।
যাক সেসব কথা, এখন চলুন দেখি এর স্ক্রীণসট, তারপর ডাউনলোড।
2013_07_26_20_03_55_TSF_Shell_Android_Apps_on_Google_Play
2013_07_26_20_04_43_TSF_Shell_Android_Apps_on_Google_Play
2013_07_26_20_05_10_TSF_Shell_Android_Apps_on_Google_Play
2013_07_26_20_05_41_TSF_Shell_Android_Apps_on_Google_Play
2013_07_26_20_06_40_TSF_Shell_Android_Apps_on_Google_Play
2013_07_26_20_07_07_TSF_Shell_Android_Apps_on_Google_Play
2013_07_26_20_07_32_TSF_Shell_Android_Apps_on_Google_Play
এবার চলুন ডাউনলোড করি। সাইজ মাত্র ৮.৯ মেগাবাইট।
#############################################
3
##############################################
আশাকরি আমার এই পোস্টটি আপনাদের সবারই কাজে লাগবে, বিশেষ করে যারা স্মার্ট ফোন ব্যবহার করেন। যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকুন… সুস্থ থাকুন…

No comments:

Post a Comment