Thursday, July 25, 2013

‘Not Responding’ প্রোগ্রাম বন্ধ হতে চাচ্ছে না??? শুধুমাত্র এক ক্লিকেই ডান্ডা মেরে ঠাণ্ডা করুন!!!


আসসালামু আলাইকুম,
আপনার পিসিতে কি ‘Not Responding’ প্রোগ্রাম বন্ধ হতে চাচ্ছে না, হাজার বার Close(x) করা সত্ত্বেও নির্লজ্জের মত প্রোগ্রাম হ্যাং হয়ে আটকে থাকে? তাহলে আজকের এই মাল-মসলা পূর্ণ সফটওয়্যারটি আপনার জন্যই অপেক্ষা করছে। বজ্জাৎ! ‘Not Responding’ প্রোগ্রামগুলাকে শুধু এক ক্লিকে ডান্ডা মেরে ঠাণ্ডা করুন এই Task ForceQuit Pro নামের ১.৩৬ এমবি সফটওয়্যার দ্বারা!!! ;)
responds
Task ForceQuit Pro সফটওয়্যারটির ব্যবহার খুব সহজ! যখন কোন প্রোগ্রাম বা সফট কাজ করে না, ’Not Responding’ বা হ্যাং হয়ে আটকে থাকে তখন সফটওয়্যারটি ওপেন করে ওই প্রোগ্রামটির লোগো দেখতে পারবেন। ওটার ডান পাশে Froce Quit এ ক্লিক করলেই ওই বজ্জাৎ সফট বা প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। অথবা, সফট বা প্রোগ্রামটি আবার চালু অর্থাৎ, Restart করতে চাইলে নিচে Restart এ ক্লিক করলে সেটি নতুন ভাবে চালু হবে।

=>রেজিস্ট্রেশন
|| পদ্ধতি-১ ||যদিও ফ্রীওয়ার সফটওয়্যার তবে, এটি ফ্রী রেজিস্ট্রেশন চাইবে! আপনি খুব সহজে আপনার Email বা অন্য ফেক মেইল দিয়ে ফ্রী রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু সতর্ক করে দিলাম, এর ফলে প্রতিদিন  আপনার ওই ইমেইলে নানা নিউজ লেটার মেইল চলে যাবে, যা বিরক্তি কর। এজন্য Fake Email ব্যবহার করাই উত্তম।
taskquitpro

|| পদ্ধতি-২ || আপনি Email দিয়ে রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক না হলে একটি রেজিসট্রি ট্রিক্সের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবেন। এটির জন্য Notepad খুলে তাতে নিচের লেখাটি paste করুন এবং সেটি Quit.reg নামে ‘Save As’ করুন।  খেয়াল রাখুন এক্সটেনশন যেন .reg হয়।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Softorino]
@=”success”
“cebe7d8a28c5ba83ba5497de5ca58ca04_Tweet”=”0″

|| পদ্ধতি-৩ || যদি Email দিয়ে রেজিস্ট্রেশন ও  রেজিসট্রি ট্রিক্সের মাধ্যমে না করতে চাইলে, জাস্ট এক ক্লিকে রেজিস্ট্রেশন করতে পারেন। এজন্য এখান থেকে রেজিসট্রি ডাউনলোড করে নিতে পারেন।

152179h4qroi8q2b
3
Task ForceQuit Pro সফটওয়্যারটির বর্তমান ভার্সন ২.০ । এর সাইজ মাত্র ১.৩৬ এমবি। শুধু ইন্সটল করবেন, এবং বজ্জাৎ! ‘Not Responding’ প্রোগ্রামগুলাকে শুধু এক ক্লিকে ডান্ডা মেরে ঠাণ্ডা করবেন!!! :P
50288
152179h4qroi8q2b


[[ COPY - PASTE FROM www.pchelplinebd.com ]]

No comments:

Post a Comment