Thursday, July 25, 2013

সিম্বিয়ান সফটওয়্যার ডাউনলোড করার জন্য শীর্ষ ২০ টি ওয়েব-সাইট।


অনেকেই সিম্বিয়ান ব্যবহার করে থাকেন। কিন্তু সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে হয়তো কয়েকটি সাইটের বেশী নাম জানেন না। তাছাড়া পছন্দমত অনেক এপ্লিকেশন, গেইম, থীম ইত্যাদি খুজে পাচ্ছেন না।
আজ আমি আপনাদের সাথে ২০ টি শীর্ষ সিম্বিয়ান সাইট শেয়ার করব। এই সব সাইট থেকে আপনার ইচ্ছে মত সফটওয়্যার আপনি ডাউনলোড করে নিতে পারবেন।
নিম্নে সাইটগুলোর লিস্ট দেওয়া হল:-
1. getjar : এখান থেকে আপনি Java এবং symbian উভয় প্রকার এপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন।
2. symbian-freeware : এটি আমার পছন্দের একটি সাইট।
3. smartsym : এখানে আপনি S60 5th edition (যেমন-Nokia 5800 expressmusic) এর সফটওয়্যার খুজে পাবেন !!
4. dotsis : এটি একটি ফোরাম সাইট। এখানে সিম্বীয়ান এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যায়। এছাড়া রেজি: করে এখানে পোষ্ট করা যায়।
5. wapain.net : এটি S60 v5 সফটওয়্যার ডাউনলোড করার জন্য আরেকটি সেরা সাইট।
6. mobilefan.net : এখানে সফটওয়্যার সমূহ ক্যাটেগরী ভিত্তিক সাজানো রয়েছে।
7. mobiletopsoft : এখানে আপনি freewares এবং shareware জাতীয় সফটওয়্যার পাবেন।
8. my-symbian : এটিও একটি Freewares এবং shareware সাইট।
9. gallery.mobile9 : এটি একটি কমোনিটি ভিত্তিক সাইট। এখানে ইউজার দের বিভিন্ন আপলোডকৃত এপ্লিকেশন খুজে পাবেন।
10. soft32.com : এটি একটি আমাজিং কালেকশন সাইট।
11. mobiles24 : এখানে লেটেস্ট সব সফটওয়্যার খুজে পাবেন।
12. brothersoft : শুধু সিম্বিয়ান নয়, এখানে আপনার প্রয়োজনীয় সব সফটওয়্যার খুজে পাবেন।
13. getsymbian : এতে সফটওয়্যার এর বিশাল কালেকশন রয়েছে।
14. freesymbiansoft : এটি অন্যতম একটি সেরা সাইট।
15. symbianstock : এতে অনেক সফটওয়্যার এর কালেকশন রয়েছে।
16. bestsymbian : একটি ভাল কালেকশন সাইট !!
নিম্নে কয়েকটি সেরা ব্লগ সাইট ও দেওয়া হল, যে গুলোতে আপনি অনেক সিম্বিয়ান সফটওয়্যার খুজে পাবেন।
1. http://symbian-free.blogspot.com/
2. http://symbiansmartphone.blogspot.com/
3. http://symbianism.blogspot.com/
4. http://symbian-freeware.blogspot.com/

No comments:

Post a Comment