আসসালামু আলাইকুম,
Windows 8 এর স্টার্ট স্ক্রীন একই ছবি দেখতে দেখতে আপনার বোরিং লাগা অস্বাভাবিক কিছু নয়! যদিও উইন্ডোজে ডিফল্টে কয়েকটি আরও ছবি দেওয়া থাকে, কিন্তু সেগুলা কি আর ভালো লাগে বলুন তো! এজন্য চাই নতুনত্ব, ইস! যদি আপনি নিজের ইচ্ছা মত Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারতেন, আর লাগিয়ে দিতেন চমক প্রদ কোন ছবি। অন্যদিকে এটি দেখে আপনার বন্ধুদের চোখ তো একবারে কপাল টপকে মাথায় উঠে যাবে!!!!
.
আজ হয় তো বাংলাদেশের ব্লগিং জগতে এই বিষয়ে প্রথম লেখা হচ্ছে। তাই আগেই বলছি, আজকের পোস্ট আমি সম্পূর্ণ নিজ অভিজ্ঞতার অপর ভিত্তি করে লিখছি। লেখায় কোন ভুল-ত্রুটি হলে মাফ করবেন। আর কোন সমস্যায় পড়লে, আমি তো আছিই! একটি ছোট্ট সফটওয়্যারের মাধ্যমে আজ আমরা উইন্ডোজ ৮ এ স্টার্ট স্ক্রীনের নতুন রূপ দেবো। নিজের ইচ্ছা মত ছবি অ্যাড করে আপনি Windows 8 কে দিতে পারেন প্রফেশলান লুক!!!
আজ যে সফটওয়্যারের মাধ্যমে আমরা উইন্ডোজ ৮ এর Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবো, সেটার নাম হল– windowsa 8 Start Screen Customizer। এর সাইজ হল– ৩.৩ এমবি। এটি দিয়ে শুধু Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন নয়, সাথে আরও নতুন ফিচার আছে। যেমনঃ Start Screen এর Opacity কম বাড়া করা অর্থাৎ, ইনভিসিবল বা আংশিক ইনভিসিবল বা ভিসিবল করাকে বোঝায়। এরকম আরও ফিচার আছে, যা আমরা পরে বিস্তারিত জানবো।
.
কিভাবে যেকোনো ছবি দিয়ে উইন্ডোজ ৮ এর Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন???
১। প্রথমে নিচের লিঙ্ক থেকে W8 Start Screen Customizer সফটওয়্যারটি ডাউনলোড করুন। [সাইজ- 3.3 MB]
২। এখন পোর্টেবল সফটওয়্যারটি ওপেন করুন এবং ছবির সংকেত ধাপ অনুযায়ী কাজ করুন—-
.
Step No.(1)
- ‘Load Picture’ এ ক্লিক করে আপনার ইচ্ছা মত ছবি বেছে নিন, যেটা দিয়ে Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান। রেজুলেশনটা অবশ্যই আপনার মনিটর স্ক্রীন অনুযায়ী হতে হবে।
.
Step No.(2)
- রেজুলেশন অ্যাডজাস্ট করতে সর্বাধিক বড় আকার করে ছবির সাইজ নির্ধারণ করুন। সর্বচ্চ রেজুলেশন সাইজ নির্ধারণ আপনাকে ভালোভাবে করতে হবে, মিস্টেক করলে চলবে না।
.
Step No.(3)
- এখন আপনি কয়টি Rows (কলাম) চান তা নির্ধারণ করুন। ডিফল্টভাবে 4টি নির্ধারণ করুন।
- Start Screen Opacity দিয়ে আপনি ডেক্সটপের উপর স্টার্ট স্ক্রীনের ভিসিবিলিটি নির্ধারণ করতে পারবেন। ডিফল্টভাবে এটি অফ বা, 255 থাকে।
- Tiles Opacity দিয়ে আপনি স্টার্ট স্ক্রীনের ছবির উপর ওই অ্যাপগুলার ভিসিবিলিটি নির্ধারণ করতে পারবেন। ডিফল্টভাবে এটি অফ রাখা উচিত।
.
Step No.(4)
- সব কিছু ঠিকঠাক ভাবে করে আপনি ‘Apply & Save’ এ ক্লিক করুন। এতে আপনার Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। এবং আপনি স্টার্ট স্ক্রীনে তা দেখতে পাবেন।
.
Step No.(E)
- ছবিতে ‘E’ অর্থে খুব ইম্পরট্যান্ট এবং বোনাস সুবিধাকে বুঝিয়েছি। এখানে ‘Run at Startup’ এ টিক দিতে হবে, কখনোই মিস্টেক করবেন না। তা না হলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হবে না। এছাড়া যদি কারও শখ হয় তাহলে তিনি ডেক্সটপ ওয়ালপেপার, Gaussian Blur বা জাপসা ধরনের ইফ্যাক্ট , রেন্ডম স্লাইড শো ইত্যাদি বোনাস সুবিধা যোগ করতে পারেন।
.
Step No.(5)
- সর্বশেষে কাজ হয়ে গেলে সফটওয়্যারটি Exit করুন এবং PC রিস্টার্ট দিন।
- ব্যাস!! রিস্টার্টের পরেই দেখবেন চমক!!!
.
উপরের কার্যকলাপ অনুযায়ী আপনি কাজ করলে, ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে, আপনি ইন্ডোজ ৮ এর Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে সফল হবেন। এজন্য লাইন বাই লাইন মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি একটানা ৮ ঘণ্টা ধরে এ বিষয়ে লিখেছি। আশা করি আমার মেহনতের সুফল আমি ও আপনি দুজনই পাবো। আপনাদের জন্য Start Screen ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার আরও কিছু স্ক্রীন শট নিচে দিলাম। এতে আপনি আরও ক্লিয়ার বুঝতে পারবেন।।
.
যেহেতু, আজকের পোস্ট আমি সম্পূর্ণ নিজ অভিজ্ঞতার অপর ভিত্তি করে লিখছি। লেখায় কোন ভুল-ত্রুটি হলে মাফ করবেন। কোন সমস্যা দেখা দিলে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন সংক্রান্ত কোন প্রবলেম হলে আমি মন্তব্যের মাধ্যমে সমাধান দিয়ে দেবো। আরেকটা কথা, যারা এখনও winows 7 কে বিদায় দিতে পারছেন না, তাদের Windows 8 ব্যবহার করার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আগে যেমন XP ছেড়ে 7 এ আসতে কষ্ট হয়েছিল, এখন আপনাদের 7 ছেড়ে 8 এ আসতেও মনে হয় কষ্ট হবে। তবে এত সুন্দর ফিচার পেলে হয় তো ওসব কষ্টকে লাথি মারতে পারবেন। আগামিতে আরও সুন্দর সুন্দর উইন্ডোজ ৮ এর মেগা ট্রিক্স নিয়ে হাজির হব। পোস্টটি ভালো লাগলে বেশি করে LIKE ও SHARE করুন। Have Fun! Enjoy!!!
আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। আর যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন।
আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি ।
পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।
1ST Post here [ www.pchelplinebd.com ]
No comments:
Post a Comment