Monday, January 6, 2014

Bigasoft Total Video Converter With Serial Key .

Screenshot of Bigasoft Total Video Converter
আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটি কনভার্ট সম্পর্কে আইডিয়া দিব। আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি গুরুত্বপূর্ণ কনভার্ট সফটওয়ার। আপনাদের সবার মোটামোটি কনভার্ট সফটওয়ার এর প্রয়োজন হয়। কারণ যেকোন ভিডিও এবং অডিও বিভিন্ন সাইজের করার জন্য কনভার্ট সফটওয়ার লাগে। কিন্তু আমরা সবাই অনেক খুঁজেও একটা ভাল সফটওয়ার পায়না। কিন্তু যেসব কনভার্টার ফ্রীতে পাওয়া যায় সেগুলো তেমন ভাল মানের হয়না। আর যেগুলো ভাল সেগুলো কিনতে হয়। আমাদের পক্ষে হয়ত কিনা সম্ভব না। কিন্তু চিন্তার কোন কারণ নেই। আপনাদের জন্য নিয়ে এলাম ৪৭ ডলার মূল্যের  Bigasoft Total Video Converter  একদম ফ্রীতে। সফটওয়্যারটি RAR করা UnRAR করে নিবেন। UnRAR করার সময় আপনার কাছে একটি পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ড হচ্ছেঃ  eidea
ডাওনলোড করুন এখান থেকে
আগেই বলে রাখি পাসওয়ার্ড না দিলে ফাইলটি খুলতে পারবেন না। নিরাপত্তার কারণে পাসওয়ার্ড দেয়া হয়েছে। তারপর সফটওয়্যারটি ইন্সটল করুন। ইন্সটল হওয়ার পর আপনার কাছে লাইসেন্স চাইবে। চিন্তার কোন কারণ নাই। আপনাদের জন্য লাইসেন্স দেয়া আছে।
যা যা করতে পারবেনঃ
এক কথায় বলেতে গেলে বলতে হবে, আপনি কি না করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যার দিয়ে যেকোন মোবাইল, ট্যাবলেট, আইফোন, সহ যেকোন ডিভাইস এর জন্য আপনি ভিডিও কনভার্ট করতে পারবেন। ভিডিও থেকে অডিও তে কনভার্ট করতে পারবেন। আর বেশি কথা বললাম না। আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন।

No comments:

Post a Comment