বিসমিল্লাহির রাহমানির রাহীম
সবাই
কেমন আছেন। নিশ্চয় আল্লাহর রহমতে ভালই আছেন। আমরা অনেকেই ইন্টারনেট ডাউনলোড
ম্যানেজারের এর সাথে পরিচিত। তাই বেশী কিছু বলা লাগবে না। এটি আপনি আজীবন
চালাতে পারবেন। পুরো ফুল ভার্সন। এটি আমি নিজে ব্যবহার করেছি এখনো কোন
সমস্যা দেখিনি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।ডাউনলোড দিন এখানে থেকে
কিভাবে সিরিয়াল কী দেবেন।বলে দিচ্ছি।
১। যদি আপনার কম্পিউটারে IDM সেটাপ দেয়া থাকে তাহলে সেটি আ্নস্টল করে দিবেন। তারপর আপনার কম্পিউটার রিষ্টার্ট হবে।
২। এবার যেটি আপনি ডাউনলোড দিয়েছেন সেটি সেটাপ দিন। আশা করি সেটাপ দেয়ার নিয়ম বলা লাগবে না। কারন এটি আমরা সবাই জানি।
৩। আপনি যেই IDM টি ডাউনলোড করেছেন তার মধ্যে দেখবেন Patch + Keygen একটি ফাইল আছে সেটি ডাবল ক্লিক করে তারপর দেখবেন সেখানে Generate একটি কোড দেয়া আছে সেটি কপি করবেন।
৪। কপি করার পর IDM টি Open করলে দেখবেন আপনার ফাস্ট নেম/ লাষ্ট নেম/ ই-মেইল/ সিরিয়াল কী চাইবে। আপনি সেখানে সবকিছু তথ্য ভালভাবে এবং সঠিক ভাবে পূরন করবেন। তারপর ঐ Generate কোডটি কপি করেছিলেন সেটি IDM- এর সিরিয়াল কীতে পেশ্ট করবেন। কিছুক্ষন Wait করবেন। তারপর যদি নিজ ইচ্ছায় সে কেটে যায় তাহলে ভাল আর না কাটলে আপনি X ক্লিক করে কেটে দিন।
৫। এবার Open করেন আপনার IDM এ টি আশা করি আর উপরের সবকিছু সঠিক ভাবে হলে আর কোন সমস্যা হবে না।
কোন সমস্যা হলে কমেন্ট করবেন। সবাই ভাল থাকবেন।
No comments:
Post a Comment