Wednesday, January 8, 2014

এন্ড্রোয়েড মোবাইলকে ব্যবহার করুন Security ওয়েবক্যাম হিসেবে ।

কেমন আছেন? আসা করি ভালই আছেন। আজ আপনাদের শিখাব কিভাবে এন্ড্রোয়েড মোবাইলকে ব্যবহার করুন Security ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে হয়। এর জন্য আপনার যা যা দরকার।
  • IP Webcam Android App
  • এন্ড্রোয়েড মোবাইল
  • ওয়াইফাই/৩জি/২জি ইন্টারনেট
  • আরেকটি এন্ড্রোয়েড মোবাইল/কম্পিউটার যেটিতে রেকর্ড হওয়া ভিডিও দেখবেন
তাহলে আবার দেখি কিভাবে এটি করতে হয়ঃ
বিঃদ্রঃ এখানে আমি বাসার ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করেছি এবং ভিডিও দেখার জন্য কম্পিউটার ব্যবহার করেছি ও ব্রাউজার ব্যবহার করেছি Chrome।
১। এন্ড্রোয়েড মোবাইলে প্রথমে IP Webcam নামে অ্যাপটি ইন্সটল করুন এখান থেকে।
২। আপনার ফোনকে আপনার বাসার ওয়াইফাই নেটওয়ার্কের সাথে যুক্ত করুন।
৩। IP Webcam অ্যাপটি ওপেন করুন এবং নিম্নের কাজগুলো করুনঃ

  •  Resolution সেট করুন নিজের ইচ্ছামত
  • Orientation পরিবর্তন না করলেও চলে
  •  যদি আপনার মোবাইলের সামনের ক্যামেরা ব্যবহার করতে চান তাহলে Use front facing camera অপশনে টিক দিন।
  •  যদি পিছনের ক্যামেরা ব্যবহার করতে চান তাহলে টিক দেওয়া লাগবে না।
  •  আপনি পাসওয়ার্ড দিতে চাইলে Set a password ব্যবহার করতে পারেন।
  •  আর কিছু পরিবর্তন করতে হবে না।
  •  তারপর Start Server এ ক্লিক করুন।
৪। দেখবেন আপনাকে একটি আইপি অ্যাড্রেস দিবে।
৫। এবার আপনি যেটিতে সরাসরি ভিডিও দেখবেন সেটির ব্রাউজার এ         IP Adress টি লিখুন এবং এন্টার চাপুন।
৬। দেখবেন এইরকম ছবি আসবেঃ

৭। এই চার্টের মধ্যে সবচেয়ে ভাল এবং ফাস্ট হল              Use java browser plugin
৮। আপনার জাভা ইন্সটল থাকতে হবে না থাকলে এখান থেকে ডাউনলোড করুন।
৯। Use java browser plugin এ ক্লিক করলে এই রকম ছবি আসবেঃ

১০। চিত্রের মত      Run this time ক্লিক করুন।
১১। ব্যাস কাজ শেষ।
কেমন লাগল? ভাল না খারাপ। অবশ্যই কমেন্ট করবেন কোন সমস্যা হলেও কমেন্ট করবেন।
ধন্যবাদ সবাইকে।

3 comments:

  1. ভালো একটা জিনিস শিখলাম । আশাকরি, আপনাদের সাথে থেকে আর ভালো কিছু জানতে পারব।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ সাথে থাকার জন্য...

      Delete