প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে একটি নতুন
কনভার্টার শেয়ার করব যার মাধ্যমে আপনি ইচ্ছা করলে ব্লুরে প্রিন্ট এর ফাইল
কনভার্ট করতে পারবেন। ব্লুরে বর্তমানে এখন ও তেমন জনপ্রিয় হয়ে উঠেনি তবে
আগামি ১ বছর এর মধ্যে এটিই হবে বাংলাদেশ এর অন্যতম প্রিন্ট। তাই চলুন আজই
আমরা এর ব্যাবহার শুরু করে দেইঃ
কোন কোন ডিভাইস এর ফাইল কনভার্ট করতে পারে?
আজকে
আমি যেই কনভার্টার দিব এর মাধ্যমে আপনি ইচ্ছা করলে যে কোন ব্লুরে প্রিন্ট
ভিডিও, ক্যামেরা থেকে নেওয়া ভিডিও, ডিভিডি ভিডিও ফরম্যাটস, পিএস ৩,
এক্সবক্স৩৬০, ডিভিএক্স হোম প্লেয়ার, আইপড, আইপ্যাড, আইফোন এছাড়া আরও অনেক
ডিভাইস।
আর কি কি করতে পারবঃ
আপনি এই সফটওয়্যার এর মাধ্যমে যে কোন ভিডিও ফাইল রিপ করতে পারবেন।
কনভার্ট শেষে ভিডিও ফাইল এর সিডি অথবা ডিভিডি বানাতে পারবেন।
সহজেই আপনি আপনার ডিভাইস এর প্রোফাইল সিলেক্ট করে ফাইল কনভার্ট করতে পারবেন।
আপনার ভিডিও ফাইল এর টাইটেল, সাব টাইটেল দিতে পারবেন।
আপনার ভিডিও ফাইল প্রিভিউ এর মাধ্যমে এর কনভার্ট এর পরের অবস্থা জানতে পারবেন।
মুভি ও তৈরি করতে পারবেন। টেক্সট ডিজাইন করে আপনার ভিডিও আকর্ষণীয় করতে পারবেন।
কিভাবে ব্যাবহার করবেনঃ
প্রথমে
আপনাকে সফটওয়্যারটি রান করাতে হবে। তারপর আপনার বাছায়ক্রিত ভিডিওটি
সফটওয়্যারটিতে ওপেন করুন এবং কি ফরম্যাট এ কনভার্ট করবেন তা ডিভাইস যাচায়
করে সহজ এ সিলেক্ট করতে পারবেন। তারপর আপনার কনভার্ট হওয়া ফাইল এর আউটপুট
ঠিক করতে হবে। এরপর আপনি কনভার্ট করা শুরু করতে পারেন।
কিভাবে ডাউনলোড করবঃ
তো বন্ধুরা এই সফটওয়্যারটি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে দয়া করে নিচের দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুনঃ
ডাউনলোডঃ
No comments:
Post a Comment