Wednesday, January 8, 2014

How much time spend in facebook .??.( Mozilla & Google Crome )

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। ফেসবুক ব্যবহার করে এই রকম খুব কম মানুষই আছে বর্তমান সময়ে সত্যিবলতে প্রায়ই কম বেশি ফেইসবুক ব্যবহার করে। বর্তমান সময়ে এমন অনেক ফেইসবুক প্রেমী আছে যারা অসংখ্য সময় ব্যয় করে ফেইসবুকের জন্য কিন্তু ফেইসবুকে আমাদের কতটুকু সময় ব্যয় হচ্ছে সে খবর কি আদো আমরা রাখি? আমার ধারণা মতে অধিকাংশ লোকই সে খবর রাখিনা। তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোমি ব্রাউজার এমন একটি এডঅন যার সাহায্যে আপনি খুব সহজে ফেসবুকে আপনার ব্যয়কৃত সময় বের করতে পারবেন, আর কথা না বাড়িয়ে আপনি যদি মজিলা ব্যবহার কারী হন তাহলে প্রথমে এইখানে থেকে এডঅনটি ডাউনলোড করে নিন-

ডাউনলোড হয়ে গেলে এডঅনসটি ইন্সটল করে ফেলুন তাহলে যখনি আপনি ফেইসবুকে ঢুকবেন তখন সেটি আপনার ব্রাউজারের উপরে অথবা নিচে শো করবে নিচের চিত্রের মত
117898
আর আপনি চাইলে টাইম কাউন্টারে কিক করে আরো বিস্তারিত দেখতে এবং বিভিন্ন সেটিং পরিবর্তন করতে পারেন, কিক করলে নিচের চিত্রের মত দেখাবে
                                                          117902
যখন থেকে আপনার এই এডঅনটি ইন্সটল করা থাকবে তখন থেকে আপনি যখনই ফেসবুকে লগইন করবেন, সে তখন কাউন্ট করতে থাকবে।
আর গুগুল ক্রমি ব্যবহার কারিরা প্রথমে নিচের দেয়া লিঙ্ক থেকে এডএনটি ডাউনলোড করুন
 গুগুল ক্রমিতে ও আপনি মজিলার মত সুযোগ সুবিধা পাবেন এবং এটিও মজিলার মত যখন থেকে আপনার এই এডঅনটি ইন্সটল করা থাকবে তখন থেকে আপনি যখনই ফেসবুকে লগইন করবেন, সে তখন কাউন্ট করতে থাকবে।
google crome
এই ব্রাউজেরে ও এটা আপনার ফেইসবুক এ অটো ইন্টিগ্রেট থাকবে, ইচ্ছেমতন টাইমার রিসেট করার নানা উপায়, পরিসংখ্যান দেখার জন্য বিস্তারিত বর্ণনা সহ পেইজ এবং ছোট আকারে দেখার সুবিধা সম্বলিত থাকবে।

No comments:

Post a Comment