Friday, August 2, 2013

যে কোন শব্দের উপর ক্লিক করে তার বাংলা অর্থ জানুন


আপনারা কি জানেন ইন্টরনেটে কাজ করার সময় অনেক অপরিচত শব্দ আসে যা ডিকশনারি থেকে খুজে পাওয়া খুবই দুষ্কর এবং সময়সাপেক্ষ ব্যাপার । যদি এমন হয় যে শুধু অপরিচত শব্দটির ওপর ডাবল ক্লিক করলে নিমিষেই আপনার চোখের সামনে কাঙ্খিত অর্থটি দৃশ্যমান হবে তাহলে কেমন হবে ? নিশ্চয়ই খুব ভালো । এ ভালো সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে :english to bangla dictionary, online dictionary
  1. একটি ইন্টারনেট সংযোগ চালু থাকতে ।
  2. ব্রাওজার হিসেবে Mozilla Firefox এবং Google Chrome  ব্যবহার করতে হবে ।
Mozilla Firefox এ সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে :
  1. Mozilla Firefox address bar এ type করুন https://addons.mozilla.org/en-US/firefox/addon/bdword-english-to-bengali-d/  অথবা লিংকটিতে ক্লিক করুন ।
  2. Download Button অথবা +Add to Firefox Button এ ক্লিক করুন ।
  3. তারপর ad don টি install করুন ।
  4. Mozilla Firefox টি restart করে যে কোন word এর উপর ডাবল ক্লিক করুন, দেখবেন নিমিষেই আপনার চোখের সামনে কাঙ্খিত অর্থটি দৃশ্যমান হবে ।
Google Chrome এ সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে :
  1. Google Chrome এ type করুন https://chrome.google.com/webstore/detail/bdword-english-to-bengali/cogjmeckpkinhnidokapabgaoelhkbcl/  অথবা লিংকটিতে ক্লিক করুন ।
  2. নীল বাটন +Add to Chrome এ ক্লিক করুন ।
  3. তারপর একটি pop up menu আসবে এবং ঐখান থেকে Add button এ ক্লিক করুন ।
  4. Google Chrome টি restart করে যে কোন word এর উপর ডাবল ক্লিক করুন, দেখবেন নিমিষেই আপনার চোখের সামনে কাঙ্খিত অর্থটি দৃশ্যমান হবে ।

No comments:

Post a Comment