Saturday, August 31, 2013

ফ্রি কল করুন কম্পিউটার থেকে যেকোন মোবাইল নাম্বারে


প্রথমে call2freinds.com এ ঢুকুন
আপনার Adobe Flash Player থাকা লাগবে । না থাকলে নিয়ে নিন… Download
==> প্রথমে আপনি যেই নম্বরে ফ্রি ফোন করবেন, তা লিখুন ( country code সহ )
==> adobe flash player settings-এ allow তে টিকচিহ্ন দিন । এরপর close করুন ।
==> এরপর Call Button- এ ক্লিক করুন । আপনার ফ্রি কল পৌঁছে যাবে…

এর দ্বারাঃ

==> দৈনিক ৫০ সেকেন্ড কল করা যায় ।
==> Unlimited কথা বলতে IP Address Hide করতে পারেন । এর জন্য এই add-on টি ভাল ।

গান থেকে ভোকাল রিমুভ করে বানিয়ে ফেলুন প্রফেশনাল মানের karaoke মিউজিক !!


ভাল মানের karaoke ট্রাক বানাতে পারেন অর্থাৎ মিউজিক থেকে ভয়েস রিমুভ করে দিতে পারেন মিউজিক ফাইল এর কওয়ালিটি পরিবর্তন না করেই !! আসুন স্টার্ট করি।
যা যা লাগবেঃ
  1. windows ,linux অথবা mac এর যেকোন version ইন্সটল।
  1. Audacity নামের ফ্রী software । ডাউনলোড লিংক
যেভাবে করবেনঃ
  1. প্রথমে audacity ইন্সটল করে নিন। এরপর এইটা ওপেন ( launch) করুন। এরপর ফাইল মেনু থেকে আপনার মিউজিক ফাইলটি import অর্থাৎ লোড করুন এভাবেঃ File>Open. তারপর ফাইলটি সিলেক্ট করে ওপেন করুন। তখন নিচের ছবির মত দেখাবে 
  2. এরপর আপনাকে যা করতে হবে তা হল মিউজিক ট্রাকটি split করা। এজন্য নিচের ছবির লাল গোল্লা দেওয়া অংশে ক্লিক করে অপশনগুলো থেকে ” split stereo track” সিলেক্ট করুন ।
  3. split করা হয়ে গেলে নীল রঙের frequency band ( উপরের চিত্রে নীল গোল্লা করা অংশ) এর যেকোন একটিতে ডাবল ক্লিক করুন। এরপর Effect মেনু থেকে Invert সিলেক্ট করুন। Effect>Invert.
  4. কাজ প্রায় শেষ। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ। এই ধাপে নিচের ছবির লাল গোল্লা করা অংশে ক্লিক করে “mono” সিলেক্ট করুন। মনে রাখবেন, এই কাজ দুইবার করা লাগবে। একবার উপরের ট্রাক এর জন্য এবং আরেকবার নিচের ট্রাক এর জন্য। কারন split করার পর আপনার মিউজিকটি দুটি ট্র্যাকে ভাগ হয়ে যায়। 
  5. দুইবার দুটি ট্র্যাক হতে “mono” সিলেক্ট করার পর আপনার কাজ শেষ। এইবার সেভ করার পালা। আপনার karaoke মিউজিকটি save করুন এভাবেঃ File>Export. অর্থাৎ File menu থেকে export সিলেক্ট করে পছন্দের ফোল্ডার এ সেভ করুন। mp3 ফরম্যাটে সেভ করার সময় error দেখালে আপাতত wav ফরম্যাটে সেভ করে নিন। এরপর যেকোন অডিও কনভার্টার (format factory, freemake converter) দিয়ে একে mp3 তে কনভার্ট করে নিন।

মিউজিক সহ নিজের গান রেকর্ড করুন পিসিতে! Video Tutorial সহ


এইভাবে গান রেকর্ড করতে হলে যে কয়েকটা জিনিস লাগবে  তা হলঃ
১,ভাল মানের হেডফোন (মাইক্রোফোন সহ)
২, Audacity নামের ফ্রী একটি সফটওয়্যার।
৩,মিউজিক ফাইল ভয়েস ছাড়া (বিস্তারিত নিচে বলতেছি)
কাজের ধারাঃ
১। প্রথমে Audacity সফটওয়্যারটা ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে।  নিন এই লিঙ্ক থেকে
এরপর ইন্সটল করুন।
২। google এ search দিয়ে আপনার কাঙ্খিত গানের  karaoke ভার্সন ডাউনলোড করে নিন। হিন্দি আর ইংলিশ সব গানের karaoke version নেটে পাওয়া যায়। কিন্তু বাংলা গানের ক্ষেত্রে এই সংখ্যা কম। কয়েকটা এড্রেস দিয়া দিলাম যেখান থেকে free karaoke songs ডাউনলোড করতে পারবেন। বলে রাখা ভাল, ভোকাল ছাড়া শুধু মিউজিকই হল karaoke গান।  এই টিউটোরিয়াল  পড়লে নিজে নিজেই বানাতে পারবেন  হাই কোয়ালিটি karaoke music এবং সেটা Audacity দিয়েই !
Bangla songs-
সবচেয়ে ভাল বুদ্ধি হল 4shared.com এ কাঙ্খিত গানের নাম লিখে এর পাশে karaoke শব্দটা লিখে সার্চ দেওয়া। মিউজিক থেকে ভয়েস রিমুভ করার বিভিন্ন সফটওয়্যার আছে। এগুলু দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন তবে quality ভাল হবেনা। Audacity দিয়েও করতে পারবেন। এর Effects মেনুতে voice remover নামের একটা অপশন আছে।
৩। karaoke গান download করা হয়ে গেলে Audacity ওপেন করুন। microphone সহ headphone টা PC তে কানেক্ট করুন। এরপর আপনার headphne কানে লাগিয়ে যেকোন মিউজিক প্লেয়ার দিয়ে ডাউনলোড করা মিউজিক ফাইল টা বাজিয়ে শুনতে থাকুন। পাশাপাশি Audacity এর record (লাল ফুঁটা ওয়ালা বাটন) বাটন ক্লিক করুন আর মিউজিক এর তালে তালে গাইতে থাকুন।
৪। গান গাওয়া শেষ হয়ে গেলে Audacity এর recording বন্ধ করুন। কাজ অনেকটাই শেষ। এখন বিভিন্ন effect যোগ করলে করতে পারেন। না করলেও প্রবলেম নাই। effect যোগ করলে amplifier, delay এই দুইটাই যথেষ্ট।
৫। এবার আপনার ডাউনলোড করা karaoke ফাইলটা Audacity তে import করুন এভাবেঃ File>Import>Audio. এরপর ফাইলটা সিলেক্ট করে ওপেন করুন।  ফাইল লোড হওয়ার পর অটোমেটিক আপনার record করা voice এর সাথে মিক্স হয়ে যাবে।
৬। এবার গান সেভ করার পালা। সেভ করুন এভাবে: File>Export. বিভিন্ন ফরম্যাটে গানটি সেভ করা যাবে। যদি mp3 ফরম্যাটে সেভ করার সময় error দেখায় তাহলে wav ফরম্যাটে সেভ করুন। আর সেভ করার পর যেকোন Audio converter ( format factory, freemake converter ইত্যাদি) দিয়ে mp3 তে কনভার্ট করে নিন। কনভার্ট করার কারন হল wav ফরম্যাট এর ফাইলগুলা অনেক বড় সাইজের হয়। Audacity সফটওয়্যারটা অনেক ভাল মানের এবং এতে রেকর্ড করার আগে সেটিং থেকে রেকর্ডিং কোয়ালিটি সেট করা যায়। নরমাল থেকে স্টুডিও কোয়ালিটি পর্যন্ত বিভিন্ন রেঞ্জ আছে।

আর যারা যারা এই পোস্ট পড়েও ক্লিয়ার বুঝতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা দিয়া দিলাম YouTube Preview Image
নিজে নিজেই যদি karaoke মিউজিক ফাইল বানাতে চান তাহলে দেখুন এই গান থেকে ভোকাল রিমুভ করে বানিয়ে ফেলুন প্রফেশনাল মানের karaoke মিউজিক!

How To Hack WiFi ; Best Tips For WiFi Hacking !!!!!!!


আমাদের চারপাশে ওয়াই ফাই ইন্টারনেট সুবিধা ঘুরে বেড়ালেও আমরা সেটি ব্যাবহার করতে পারিনা শুধুমাত্র পাসওয়ার্ডের বেড়া জালের কারনে।
আজকে সেই বাধা দূর করার ওয়াই ফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায়  জেনে নিন।
আপনি কি কোন দিন সহজে আডমিন পাসওয়ার্ড ছাড়া ওয়াই ফাই আকসেস করেছন ?
নিশ্চয় না।  তাহলে এখুনি পাসওয়ার্ড হ্যাক জেনে নিন নিম্নের মেথড অনুসরন করে।
ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার জন্য ডাউনলোড করেন এখান থেকে             Minidwep-gtk 
beini Minidwep-gtk  সফটওয়্যার টি সিডি/ ডিভিডি তে রাইট করেন। অথবা পোর্টেবল ইউএসবি  বানান।
পোর্টেবল ইউএসবি বানাতে নিচের সফটওয়্যারে টি ডাউনলোড করেন আপনার উইন্ডোজ হিসেবে।
ডাউনলোড এখানে
For Windows      Download            For Linux            Download

ইনসার্ট সিডি/ডিভিডি অথবা ইউএসবি । রিস্টার্ট কম্পিউটার এবং বুট করান সিডি/ডিভিডি অথবা ইউএসবি থেকে ।ঠিক উইন্ডোজ করার মত বুট করান।
১।বুট সফল হলে নিচের ছবির মত দেখতে পাবেন।  ক্লিক করেন Minidwep-gtk ।
২। নিচের ছবির মত একটা উইন্ডোজ আসবে  ok  ক্লিক করেন।
৩।এখন Minipwep-gtk প্রোগ্রাম টি খুলবে । ওয়ারলেস নেটওয়ার্ক খুজার জন্য ক্লিক  scan । নিচের ছবির মত।
৪। সিলেক্ট ওয়ারলেস নেটওয়ার্ক যেটা সাথে client আছে। । ক্লিক launch তাহলেই শুরু করবে ক্র্যাক প্রকসেস। নিচের ছবির মত।
ওয়ারলেস নেটওয়ার্ক  হ্যাক করতে চান তার  ডাটা প্রদান ব্যবহার অবস্তায় থাকতে হবে। তাহলে তারাতারি  ক্র্যাক প্রকসেস হবে ।যদি IVS value চালু না থাকে বা আস্তে আস্তে কাজ করে তার মানে router ডাটা প্রদান করে না।তাহলে অন্য সময় চেষ্টা করতে হবে যখন router ব্যবহার হয়। যে পাসওয়ার্ড টি শক্তিশালী তা   নাও হতে পারে।নিচের ছবিটি দেখুন ।
৫।পাসওয়ার্ড টি খুজে পেতে সফল হলে নিচের ছবির মত দেখাবে।
WPA/WPA2 জন্য :    নিচের ছবির মত সেটিং করেন।
So It is Final that can be found Password.( পাসওয়ার্ড হ্যাক করে কারো ক্ষতি করবেন না  )

আপনার Facebook Account টি Log Out করে দিন বন্ধুর মোবাইল বা একাধিক ডিভাইস থেকে ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনারা কেমন আছেন। আপনাদের কে সালাম জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।
আজ আমি আপনাদের শিখাব কি করে আপনার মোবাইল থেকে Log Out করে দিবেন বন্ধুর মোবাইলে অথবা কম্পিউটারে Log In থাকা আপনার Facebook Account টি। ধরুন আপনি আপনার বন্ধুর মোবাইল দিয়ে অথবা বন্ধুর কম্পিউটার দিয়ে আপনার Facebook ID Log In করে Facebook Use করতেছেন হঠাৎ বন্ধুর মোবাইলের চার্জ শেষ হয়ে গেল &মোবাইল Off হয়ে গেল অথবা কম্পিউটার দিয়ে Facebook Use করার সময় কারেন্ট চলে গেল কিন্তু আপনার Facebook ID টা Log Out করতে পারলেন না তখন কি হবে আপনার বন্ধু পরে মোবাইল চার্জ দিয়ে অথবা কারেন্ট আসলে কম্পিউটার On করে যখন Facebook এ ধুকবে তখন আপনার ID টাই Log In পাবে। আর বন্ধু যদি Facebook ID টা  Log In পায় তাহলে সে কি কি করতে পারে সেটা আপনার চাইতে ভাল আর কে জানে?
 2
তখন আপনি কি করবেন ? যদি এমন হয় আপনার মোবাইল থেকে আপনার Facebook ID Log In করে আপনার বন্ধুর মোবাইলে অথবা বন্দুর কম্পিউটারে আপনার Log In থাকা Facebook ID Log Out করা যায় তাহলে কেমন হয় ?
খুব মজা হবে তাই না ?

হ্যা: এইটাও সম্ভব তাহলে আসেন দেখি কি ভাবে এই কাজটা সহজেই করা যায় ।

পরীক্ষা মূলক ভাবে দেখতে চাইলে নিচের নিয়ম অনুযাযী কাজ করুন।

আপনার যদি ২টা মোবাইল থাকে অথবা ১টা কম্পিউটার থাকে তাহলে যে কোন ১টা তে আপনার Facebook ID Log In করে রেখে দিন।
ধরুন আপনি আপনার কম্পিউটারে আপনার Facebook ID Log In করে রাখছেন।
এখন আপনার কম্পিউটারে Log In থাকা Facebook ID টা আপনার মোবাইলে Log In করুন।
Settings এ ক্লিক করুন,
Account Settings এ ক্লিক করুন,
Security তে ক্লিক করেন তারপর Active Sessions এ ক্লিক করুন।

এখানেই আপনার আসল কাজ -
এখানে আপনাকে যে অপশন যা করতে হবে টা হল ভাল করে দেখুন

১ .Current Session….
২ .Last Accessed:…

১ . Current Session অপশন টায় বুঝায় এখন আপনি যেইটাতে Log In করে আছেন।
আর ২ নাম্বার Last Accessed: অপশন টায় বুঝাবে আপনি সর্ব শেষ ডিভাইসে Log In থাকা অবস্থায় Facebook IDটা রেখেছিলেন?

এবার Log Out এর পালা-

কি ভাবে Log Out করবেন আপনার মোবাইল থেকে আপনার কম্পিউটারে Log In থাকা আপনার Facebook ID তাহলে দেখুন এখানে Last Accessed: নামে যে অপশন টা আছে তার ডান দিকে দেখেন  End Activity  নামে যে অপশন আছে তাকে ক্লিক করুন।   ব্যাস আপনার কাজ শেষ।
 1

এখন  Log In থাকা অবস্থায় বন্ধ হওয়া Facebook ID টি Log Out হয়ে গেছে এবার আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে Facebook এ ধুকে দেখুন আপনার Log In থাকা Facebook ID টি Log Out হয়ে আছে ।

“Camstudio” কিভাবে স্ক্রিন রেকর্ডিং ইন্সটল ও ব্যবহার করবেন ।


বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনারা কেমন আছেন। আপনাদের কে সালাম জানিয়ে শুরু করছি আজকের পোস্ট । আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব তা হল
কিভাবে Camstudio ইনস্টল করবেন ও কিভাবে তা ব্যবহার করবেন?
Camstudio কি?ঃ Camstudio হচ্ছে স্ক্রিন রেকর্ডিং সফটয়ার । যা দিয়ে আপনি আপনার কম্পিঊটার  এ যা যা করবেন তা রেকর্ডিং করতে পারবেন।
 সফটয়ারটি ইনস্টল করতে নিচের ধাপ গুল অনুসরন করুনঃ
১। প্রথমে সফটয়ারটি  নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
২। তারপর Zip opener/Winrar দিয়ে ফাইলটি ওপেন করুন। অথবা ফাইলটি Extrac করুন।
৩। ফাইলটি তে আপনি ৫টি জিনিস পাবেন।
৪। এখন .exe ফাইলটি স্বাভাবিক ভাবে  ইনস্টল দিন।
৫। পরে codec ফাইলটি ইনস্টল করুন।
৬। এরপর My computer এর Local Disk(c) তে যান গিয়ে Program files এ ঢুকুন সেখানে দেখতে পাবেন “CamStudio 2.7” ফোল্ডারটি দেখতে পাবেন।
৭। এখন অপর ফাইল ৩টি কপি করে “CamStudio 2.7” ফোল্ডারটিতে পেস্ট করুন।
শেষ হয়ে গেল আপনার ফাইল ইন্সটলেশান।
এখন দেখুন কিভাবে তা ব্যবহার করবেন?:
১। প্রথমে সফটয়ারটি ওপেন করুন। নিচের মত ইন্টারফেস দেখতে পাবেন।
২। উপরের অপসান বার “Region” থেকে আপনি আপনার ইচ্ছা মত রেকরডিং এর স্ক্রিন সেট করতে পারবেন।
৩। অপসান বার এর “Option ” থেকে অডিও ও ভিডিও সেট করতে পাবেন।
৪। এটাতে আরও পাবেন কিবোর্ড শর্টকাট এবং আরো অনেক অপসান।
৫। বিশেষ করে “F8” হচ্ছে Record/pause এবং “F9” হচ্ছে “Stop”
৬। এখন রেকর্ডিং করার পালা
৭। লাল যে গোল চিহ্নটি আছে সেটাতে ক্লিক দিলে রেকর্ডিং শুরু হবে।
রেকর্ডিং করুন আপনি আপনার ইচ্ছা মত

My Audio Cutter ; অডিও গান কাটুন খুব সহজেই !!


সবাই কে আমার সালাম ও শুভেচ্ছা। সবাই নিশ্চই অনেক ভাল আছেন? আমিও মোটামুটি আপনাদের দোয়ায় ভালই আছি। আমি সব সময়ই চেষ্ঠা করি আপনাদের ভিন্ন কিছু উপহার দেয়ার, এবার ও থাকছে তেমনি ব্যতিক্রম কিছু। আজ থাকছে যে কোন অডিও/mp3 গানকে খুব সহজেই কাটার জন্য একটি জনপ্রিয় সফটওয়্যার  My Audio Cutter আমরা কমবেশি সবাই গান শুনি । মাজে মধ্যে পুরো গানের কিছুটা অংশ খুবই ভাল লাগে । তা আবার রিংটোন ও দিতে মনে চায় । অসুবিধা নাই আপনার জন্য আছে  My Audio Cutter যা ব্যেবহার করে আপনি খুব সহজেই পুরো গানের জনপ্রিয় অংশটুকু কাটতে পারবেন । এই সফটওয়্যার টির ব্যবহার প্রনালি খুব সহজ।
*নিচের স্কিন শর্ট থেকে নাম্বার অনুজাই ব্যবহার প্রনালি দেখেনিন *
2013-08-30_135550
  1. এই বাটন চেপে নতুন অডিও গান আনুন ।
  2. এইটা হল মূল অংশ । এখানে আপনার গানের কোন অংশ টুকু কাটবেন তা বাছাই করুন । Play-Stop-Pause ও মাউস দারা যেই অংশ টুকু কাটবেন তা বাছাই করুন ।
  3. গানটি কোন ফরমেটে সেভ করবেন তা দিতে পারবেন ।
  4. সবশেষে Cut Audio বাটন চাপুন । এবার যেই ফোল্ডারে সেভ করবেন তা দেখিয়ে দিন ।
══════ Download Link ═════
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । সাইজ ৯.৫৪ মেগাবাইট
═══════════════════
ডাউনলোডকৃত WinRAR ফাইলের ভিতর সফটওয়্যার সহ একটি পেচ পাবেন । সফটওয়্যার ইনিন্সল করার পরে পেচ ওপেন করুন । ফুল ভার্সন হয়ে যাবে । আজ এই  পর্যন্ত । কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন ।

Wednesday, August 28, 2013

Protect Your Facebook ID By Mobile Confirmation Code! Best Security For Your Facebook


আসসালামুআলাইকুম
কি অবস্থা সবার? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার এই বিশেষ গুরুত্বপূর্ণ পোস্ট টি শেয়ার করছি।বিশেষ করে নতুন রা পোস্ট টি অবশ্যই দেখুন।
facebook-logo-square-neon-webtreatsetc
আমরা এখন যে জিনিস টির প্রতি সবচেয়ে বেশি এডিক্তেড তার মধে ফেসবুক অন্যতম।তো প্রায়ই ফেসবুক একাউন্ট এ নানান ধরনের সমস্যা যেমন হ্যাক হওয়া। এই বিসয় থেকে বাচতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে।ইদানিং ফেসবুকে হ্যাক জিনিষ টা একটু বেশি বেড়ে গেছে কারন নতুন আইডি টিকিয়ে রাখা অনেক কষ্টকর কিছু কর বা না কর ফটো ভেরিফিকেশন চেয়ে বসে যা অনেক বেশি ঝামেলার, এর দ্বারা বেশিরভাগ লোক তার আইডি হারায়।তো হ্যাক থেকে বাঁচার জন্য আমি কিছু কথা বা উপায় বলব অনেকে হয়ত আগে এই বিসয়ে জেনেছেন যারা জানেন না তারা অবশ্যই দেখুন  এটা আপনার জন্য অবশ্যই দরকারি এবং কাজের। যাই হোক চলুন দেখে নেই কাজটি কিভাবে করবেন।


স্টেপ ১=   Home এর পাশের ড্রপ-ডাউন বাটন এ ক্লিক করে Account Settings সিলেক্ট করুন।
স্টেপ ২=এবার Security তে ক্লিক করে Login Approvals এর Edit এ যান।।
স্টেপ ৩= এখন দেখুন Require me to enter a security code … লেখটা আপনি এর বা পাশের চেক বক্সটি সিলেক্ট করুন এবং Set up login approvals আসলে Set Up Now বাটনে ক্লিক করুন।
স্টেপ ৪= এবার Add a phone বক্স আসলে আপনি Country code এর ঘরে Bangladesh সিলেক্ট করুন এবং Phone number এর ঘরে আপনার মোবাইল নম্বর লিখুন। কিছুক্ষনের মাঝেই আপনার মোবাইলে একটি  Confirmation code আসবে তা লিখে আপনাকে Continue বাটনে ক্লিক করতে হবে।


এখন আপনার কাজ শেষ তবে যারা নিজের একাউন্ট খুলেছেন মোবাইল নাম্বার দিয়ে তারা এই কাজ টি করতে হবে না তারা সম্ভব হলে একটি ই-মেইল একাউন্ট এর সাথে যোগ করে দিন।
এখন আপনার ফেসবুক একাউন্টে লগিন নিরাপদ হয়েগেল। এখন কেউ আপনার ইমেইল এবং পাসওয়ার্ড জানলেও আপনার একাউন্টে লগিন করতে পারবে না। কারন একটি সিকিউরিটি কোড আপনার মোবাইলে চলে আসবে যা ছাড়া লগিন করা সম্ভব নয়।

Delete Your Google Account Permanently !


কেমন আছেন সবাই ? আশাকরি অনেক ভাল আছেন ।
গুগলের জিমেইলে অনেকেরি একাধিক জিমেইল Account আছে। যদি কোন Account আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হয় ইচ্ছা করলে সেটি আপনি অতি সহজেই ডিলিট করে দিতে পারেন। আর এ জন্য আপনাকে জিমেইল www.gmail.com এ গিয়ে যে Account টি ডিলিট করতে চান তা লগইন করুণ-
তার পর উপরে ডানে Setting এ যান।
নিচের চিত্রের মত-
1

Accounts এ ক্লিক করুন-
Change Account Settings এ Other’s Google Account setting এ ক্লিক করুন
2

এবার দেখুন নতুন একটি উইন্ডোতে Accounts এর একটি লোগো পেজ দেখা যাচ্ছে।
এখান থেকে Products এ ক্লিক করুন।
Your Products Edit এ ক্লিক করুন।
3

এবার Delete A Product থেকে “Remove Gmail permanently” তে ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্ট এর পুরা তথ্য জানিয়ে দিবে। আপনি সেখানে আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যাবহার করুন। তারপর REMOVE GMAIL এ ক্লিক করুন।

Delete Google Account এ আপনি Web History, Gmail, Google Talk এগুলাতে টিক দিয়ে পুনরায় পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড দিয়ে নিচের দুটি অপশনেও টিক দিন,
তারপর Remove Google Account এ ক্লিক করুন । ব্যাস আপনার Account Successfully ডিলিট হয়ে যাবে।

পোস্টটি কেমন লাগলো জানাবেন।

ধন্যবাদ সবাইকে

ভাল থাকুন সুস্থ থাকুন

MiniTool ® Power Data Recovery ; ডাটা রিকভার করুন আরও দ্রুত !


আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা সফটওয়্যার ! আমরা অনেকে অনেক সময় আমাদের অনেক মূল্যবান ডাটা হারিয়ে ফেলি ! সেই হারিয়ে ফেলাটা ভিবিন্ন কারনে হতে পারে যেমন> ড্রাইভে ফরমেটের কারনে /ভুল করে/ ড্রাইভ ড্যামেজ / রিসাইকেল বিন থেকে পরিষ্কার ইত্যাদি ইত্যাদি । মূল্যবান ডাটা হারিয়ে ফেললে যে কি অনুভূতি হয় সেটা যে হারাইছে সেই ভাল জানে !  আপনারা হয়তো অনেকে অনেক ডাটা রিকভারি সফটওয়্যার ব্যাবহার করেছেন ! কিন্তু ঐ গুলাতে অনেক সমস্যা আছে ,যেমন প্রধান সমস্যা ডাটা রিকভার করে অনেক স্লো গতিতে ! সেই কারনে হয়তো অনেকে বিরক্ত হয়ে যান ঐসব সফটওয়্যারএর উপর !  যাইহোক আজ আমি যে ডাটা রিকভারি সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করবো সেটার প্রধান বিশিষ্ট হল এটা অনেক দ্রুত স্ক্যান এবং ডাটা রিকভার করতে সক্ষম ! সফটওয়্যার টির নাম  MiniTool ® Power Data Recovery 6.6 সর্বশেষ ভার্সন  :) নিচে দেখুন সফটওয়্যার টি ইন্সটল করার পর মেইন ইন্টারফেইস ।
MiniTool Power Data Recovery 2
সফটওয়্যার টির ব্যাবহার বিধি নিয়ে আলোচনা করার তেমন কিছু নাই ! ব্যাবহার বিধি অত্যন্ত সহজ । তার পরও জাস্ট হালকা করে একটু বলে দেই নতুন বন্ধুদের জন্য ।
প্রথমে সফটওয়্যারটি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নরমাল নিয়মে ইন্সটল করে নিন আপনার পিসি/ ল্যাপটপে । ইন্সটল করার পর উপরের চিত্রের মত হোম স্ক্রীন আসবে, এইবার কী ফাইল থেকে যেকোনো একটি কী দিয়ে সফটওয়্যার টি রেজিস্টেশন করে ফুল ভার্সন করে নিন । এখন চিত্রের ন্যায় আপনাকে বলবে কোথা ডাটা রিকভার করতে চান ? আপনার ইচ্ছা মত ড্রাইভ নির্বাচন করে স্ক্যান >তার পর নিচের চিত্র দেখুন < এইবার রিকভার ক্লিক করে দিন ! একটু সময় অপেক্ষা করার পর দেখবেন আপনাকে বলছে আপনার ডাটা কোথায় সেভ করবেন সো সেভ ফোল্ডার নির্বাচন করে দিন ব্যাস কাজ শেষ :)
এই সফটওয়্যার টি ব্যাবহার করার পর আমার মনে হয় আপনি অন্য কোন ডাটা রিকভেরি সফটওয়্যার আর ব্যাবহার করবেন না ! মাই গ্যারান্টি  ;)
এখন দেখেনিন এই সফটওয়ার দিয়ে আপনি কি কি ডাটা রিকভার করতে পারবেন :
•    Recover deleted files and folders
•    Recover data from damaged partition
•    Recover data from inaccessible hard drive
•    Recover data after re-partition
•    Recover data from a crashed hard drive
•    Recover data after an MBR corruption
•    Recover data after reinstalling windows
•    Recover data from formatted partition with original path and filename
•    Recover photos from memory card
•    Recover music and video from iPod
•    Recover data from quick formatted CD/DVD disk
•    Recover data from an unfinalized DVD disk
•    Recover files from scratched or defective CD and DVD disk
•    Recover data from Windows Dynamic Disk Volume ,and many more !!
MiniTool Power Data Recovery 3
Supported Windows Operating Systems:
•    Windows 7 (32 & 64 bit)
•    Windows 8 (32 & 64 bit)
•    Windows Vista (32 & 64 bit)
•    Windows XP (32 & 64 bit)
•    Windows 2000 Professional
•    Windows Server 2008 (32 & 64 bit) * 
•    Windows Server 2003 (32 & 64 bit) *
•    Windows 2000 Server Family *
দেখলেন তো কত সুবিধা ! সো আর কি চিন্তা করেন ? পাবেন এই রকম সফটওয়্যার দ্বিতীয় আরেকটা ?
তাহলে দেরি না করে নিচের ডাউনলোড লিংক গুলা থেকে ডাউনলোড করে নিন এই অত্থাধুনিক দ্রুত ডাটা রিকভারি সফটওয়্যার টি!
সফটওয়্যারটির সাইজ মাত্র ৫.২৯ MB
c8kPr
Ziddu.com থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Arabloads.com থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Ge.tt মোবাইল + পিসি থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
——————————————————————————————————————————————-

কিভাবে মোবাইল দিয়ে ফেসবুক পেজে ছবি আপলোড করবেন ; How To Upload Photo On FaceBook Page


আসসালামু আলাইকুম।
টাইটেল দেখে ভাবছেন এ আবার নতুন কি। হ্যা নতুন। আমাদের দেশ এতটা উন্নত নয় যে, নিত্য নতুন প্রযুক্তি পন্য সবাই ব্যবহার করতে পারে। বিশ্বে এখন এন্ড্রয়েট এর ছড়াছড়ি। কিন্তু তার পরেও আমার মত কেউ আছেন যারা বিভিন্ন জাভা বা সিম্ব্রিয়ান নকিয়া সেট ব্যবহার করছেন।
কম্পিউটার দিয়ে খুব সহজে ফেসবুক পেজে ছবি আপলোড/প্রচার করা যায়। এন্ডয়েড বা আইফোন বা উইন্ডোস সেট গুলোতে “ফেসবুক পেজ ম্যানেজার” নামক সফটওয়ার যার মাধ্যমে ফেসবুক পেজ এর অনেক কাজ করা যায়। কিন্তু সবারতো আর ঐ রকম সেট নাই। দেখবেন জাভা বা নকিয়া সেট গুলোতে ফেসবুক পেজে ছবি আপলোড করার কোন অপশনই পাবেন না। আর পেলেও, সেই অপশন দিয়ে ছবি আপলোড করলে, তা পেজের ওয়ালে না এসে, আপলোড ফটোতে জমা হয়। তাই সেই সকল সেট দিয়ে ছবি, পেজে শেয়ার করা হলেও, পেজের ফ্যানসরা কোন রকম নটিফিকেশন পাবে না।
তাহলে…. এটাতো একটা বড় সমস্যা। আজকের এই পোষ্ট এ আমি সেই সমস্যার সমাধান করতে চেষ্টা করবো। চলুন শুরু করি।

এই কাজের জন্য মাত্র একবার আপনাকে কোন কম্পিউটার হতে ফেসবুকে লগিন হতে হবে। কারন আপনি যে পেজের এ্যাডমিন, সে পেজের একটা ইউনিক ইমেইল এ্যাড্রেস আছে। তা আপনাকে জানতে হবে। তাই কম্পিউটার এ লগিন করা লাগবে। তো কম্পিউটারের ফেসবুক এ লগ ইন হোন। এর পর আপনি যে পেজের এ্যাডমিন সেই পেজে যান। এখন পেজের একদম উপরের দিকের Edit page এ ক্লিক করে Update page info তে ক্লিক করুন। নিচের ছবি দেখুন:-
1
এর পর আপনি পেজের ইনফো আপডেটের সেটিংস এ আসবেন। সেখান থেকে More… এ ক্লিক করার পর Mobile  এ ক্লিক করুন। ছবি দেখুন:
2
উপরের কাজ ঠিক মত করতে পারলে আপনি যে পেজের এ্যাডমিন সেই পেজের মোবাইল সেটিংস পেজে যেতে পারবেন। সেখানে দেখবেন এরকম একটি ইমেইল এ্যাড্রেস আছে।
এই ইমেইল এ্যাড্রেস টাই আপনার দরকার। ইমেল এ্যাড্রেসটা কোথাও সেভ করে রাখুন। পরবর্তিতে এটি আপনার দরকার হবে।এখন আপনার আর কম্পিউটারের দরকার নাই। কারন পেজের ইমেইল ঠিকানা আপনি পেয়ে গেছেন।
এখন আপনি আপনার মোবাইলের ব্রাউজারে চলে আসুন। মানে এখন আপনি মোবাইল দিয়ে পেজে ছবি পোষ্ট করতে যাচ্ছেন। আপনি যে ইমেইল ব্যবহার করে আপনার ফেসবুক আইডি বানিয়েছেন তাতে লগিন করুন। যেমন সেটি হতে পারে এরকম: nasir@gmail.com
যদি আপনি জিমেইল দিয়ে ফেসবুক আইডি বানান তাহলে
আর যদি ইয়াহুতে ইমেল থাকে, তাহলে
এ আপনার ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লগিন হন। তারপর
Compose Mail এ যান। অর্থাৎ যেভাবে আমরা কাহকে ইমেইল পাঠাই সেভাবে আমরা আমাদের ফেসবুক পেজের ঐ নির্দিষ্ট ইমেইল ঠিকানায় ছবি সহ ইমেইল  পাঠাবো।তাহলেই তা পেজে পোষ্ট হবে।

Compose Mail এ যাবার পর আরেকটি কাজ করতে হবে। সেখানে দেখবেন ইমেইল এর সাথে এটাচ (ফাইল বা ছবি) করার অপশনটি আছে কিনা। যেমন আমি জিমেইল টার কথা বলছি। জিমেইলে সাধারনত মোবাইল দিয়ে লগিন করলে আপনি জিমেইলের ডিফল্টভাবে মোবাইল ভিউতে ঢুকবেন। কিন্তু মোবাইল ভিউতে আবার ছবি এটাচ করা অপশন থাকে না। ছবি দেখুন। আমি আমার মোবাইল দিয়ে জিমেইল এ ঢুকেছি:
3
ছবিটাতে একটু ভাল করে তাকাল। এখানে To আছে, মানে যেখানে আপনি পেজের ইমেইল, যা একটু আগে কম্পিউটারে পেয়েছেন তা এখানে লিখবেন।
এরপর আছে Sub , যেখানে আপনি ছবির জন্য ক্যাপশন লিখবেন।
এবং আরো আছে বডি যেখানে কিছু লিখবেন না। কিন্তু এখানে ছবি যুক্ত করার কোন আপশন নাই। তাই এই পেজের একটু নিচে গেলে View তে দুটি অপশন আছে । একটি হলো basic HTML ও অপরটি হলো mobile. ছবি দেখুন ( লাল গোল চিন্হ দেয়া আছে ):

4

এখান থেকে আপনি basic HTML এ ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত আসবে। এই কাজটি আপনার মোবাইলে মাত্র একবারই করতে হবে। এরপর যখন আপনি মোবাইল দিয়ে আপনার জিমেইলে ঢুকবেন তা অটোমেটিক্যাললি আপনাকে basic HTML ভিউতে প্রবেশ করাবে। ছবি দেখুন:
5
উপরের ছবিটি জিমেইলের basic HTML ভিউ এর ইনবক্স এর ছবি। এখান থেকে Compose Mail এ ক্লিক করুন।  ছবিতে দেখুন:
6

উপরের কাজটি করার পর আপনি নিচের ছবির মত একটি পেজ পাবেন।ছবি দেখুন:
7
জুম করলে এরকম দেখাবে ছবি দেখুন:
88

উপরের ছবি দেখুন। সেখানের  To এর ঘরে আপনার পেজের যে ইউনিক ইমেল এ্যাড্রেস যা সর্ব প্রথম সেভ করতে বলেছিলাম তা লেখুন। এর পর Sub এর ঘরে আপনার ছবির জন্য ক্যাপশন দিন। এখন Attachments এর ঘরে ক্লিক করে আপনার মোবাইল হতে যে ছবিটি পেজে শেয়ার করতে চান তা দেখিয়ে দিন। নিচের ছবিতে দেখুন আমি আমার পেজে ছবি শেয়ার করার জন্য রেডি করেছি। ছবি দেখুন:
9
এরপর Send এ ক্লিক করে ইমেইল পাঠান। এর পর আপনার ফেসবুক পেজের ওয়ালে এসে দেখুন ক্যাপশন সহ একটি ছবি পোষ্ট হয়েছে। কি দারুন তাই না।

পেনড্রাইভ দিয়ে উইনডোজ ৭ ইন্সটল দেয়ার একটি চিএসহ বাংলা পিডিএফ গাইড ; How To Install Windows 7 by Pendrive pdf Guide


সুপ্রিয় ভাই ও বোনেরা সালাম নিবেন। আশাকরি ভাল আছেন ‍আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি পেনড্রাইভ দিয়ে উইনডোজ ৭ ইন্সটল দেয়ার একটি চিএসহ বাংলা পিডিএফ গাইড।চিএসহ বাংলা পিডিএফ গাইডটির আকার মাএ ২৩০ কিলোবাইট।

If you want to see this post in English, 


Saturday, August 24, 2013

Top 10 Android Music Players-2013 + With Patch ; Free Download Link.


আসসালামু-আলাইকুম,
আজ আমি আপনাদের মাজে নিয়ে এলাম টপ ১০ টি Android Music Players-2013.
আশাকরি আপনাদের খুব ভাল লাগবে।

এখন আপনাদের সাথে Android-এর সেরা ১০ টি Music Player শেয়ার করব । সবই 2013 -এর নতুন ভার্শন ।

1. Poweramp Music Player

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguiDVe3ut0qTuPDfZsMVDESGB_aZEXfdxxwOFf_C8qUPk7ZVnAYRfO79H9MaGhHzNsfTawndKkZXYVZlcKbxTy4va5fMDQZ8yrRYLMlBq4GUp5K5l3FSLT1yc2Uu3wDOrIBK1anv1tKlhZ/s1600/poweramp.jpg
https://lh3.ggpht.com/65gwlEJPAt5QIP_nGGsxNmjaoF07bwDgFR4m2AjIg1Bp8jzCN4_r6bDypxaL6pzMupE=h310
https://lh6.ggpht.com/y9s_CXcKDWywOGsOYoPrXiF7jMpZheu7tGLFOvFoHzAkwuSg82Uzyh4BzaD7vTdiJJw=h310
https://lh3.ggpht.com/AF02RiWlrtdfafgOvuF5ptgUeOLL21f9Dx27BrcevTCwIVVCi-bVGDexhNgVySt_gA=h310
https://lh3.ggpht.com/95ILjHhnZkVa-0fuDRWpbhiDiA1NyGMJwv-hv9cgDT5iUmrfvaHbQ6kSOufKB0WQ-DY=h310
https://lh4.ggpht.com/XsBrSxxQuYcgP5cbh3E644sSAQvdb9kC0YZfezxAmILtAEqCMCaNn_Qpr_CmTfZlWBpu=h310
Android-এর সবচাইতে জনপ্রিয় মিউজিক প্লেয়ার এটি । শুধু জনপ্রিয় বললে ভুল হবে, এটার কাছে অন্যান্য মিউজিক প্লেয়ারের কোন পাত্তাই নেই ।
এই App টি 2,51,402 বার Rated এবং 5 star পেয়েছে 1,96,702 বার !! চিন্তা করে দেখুন, কি ভয়ানক Rating !!!

2. Winamp

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd8r9-l_itRwFEdFrwEg-s-wEcVXnNwfHR9dqMGfGKgePBQ8hWmca4tE9QP9_yeeZlLMPe_IDtkukHKdOTwBJ58RpPxLPrpe02AYwH2qY2kfoId6lyaM6dY0z00M-vKH23O41Cp-lthPmz/s1600/Winamp.jpg
https://lh4.ggpht.com/Ys5IEZyE4yWTm236F2T6uJJ7UF9LwmFi5LfwGGGj-vSM5HKT7qWLABsznSgFHH44Qw     https://lh3.ggpht.com/VRx6D3gWNN6F1rZU2613hYaywJkmQAAt7Y46aKl37HE7k0yrFo2Nhwo0h7_k8IbZrXE
https://lh6.ggpht.com/RHi3szie-p7YjFxxx4iZWkYQkYYWvNKRzDHBrkv8Ae_hRr_ZIJbifg9DLg144vyeWlg      https://lh3.ggpht.com/9AWc5mAC0hjKQIiq1-i1Qd38N3dBbNe8OjdYON0TTisA9W87qvdZvLqmo_C2ja172Hg
এবার Winamp-এর কথাই বলতে হবে । আমরা কম-বেশি সবাই Winamp চিনি, কারণ এটি মূলত PC’র জন্যই তৈরি হয়েছিল ।
এখন Android Market-এ এর চরম সাফল্য । 1,56,323 বার Rated এবং 96,341 বার 5 star পাওয়া এই মিউজিক প্লেয়ার এখন দ্বিতীয়তে ।

3. Real Player

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf-fAUWPM5Qv3Z4HUbPsNS6O5n3iPndyXrMT7RX6j-6mee0FFZV6Wwx53SBJordOkXsSBYXoB8PBXpr7laF-RB81URsNCH9oKQyPgl9jrQbozh2o5gz7c72J-N6qUdqY65rCjrwKnXx-uf/s1600/real-players.jpg
https://lh6.ggpht.com/MCWo8DLOyHp8lveoaUapwEoX_aXZnt95aRLMd0HH251MxlofaClPTjk8CgphYiXPDpw=h900      https://lh3.ggpht.com/7AzNzwz1qOw87nQdok-Z1SavlJIFZ4Nv_WQh62Ank8lBe-5Zal5XOD-LaN97bT1oYR8=h900
হ্যাঁ, Real Player এখন জনপ্রিয়তার তালিকায় তৃতীয় স্থান দখল করেছে । এটিও PC’তে ইউজ করা যায় । আমরা এটা সাধারণত Youtube বা এধরণের সাইট থেকে ভিডিও ডাউনলোড করি, যেকোন অনলাইন ভিডিও streaming ছাড়া দেখাতে এর আলাদা সম্মান ।
Android-এও এর Popularity কম না । 1,21,220 বার rating হওয়ার পর 5 Star আছে 79,861 টি ।

4. Double Twist with magic Radio

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp7budgFQdjvlLP2369kRoJ6UuR0Zeai7rgg0jTSZTDKDEaJKsJF31WorTOOnvNT2m48ySpjwhOmPqcJ2h7gQBxPEQ-z1dhfdPaMSfcGO8_h_Pf4yLV80BVr5gDF_cALqPqlLFjCLGi5SO/s1600/doubleTwist+with+Magic+Radio.jpg
doubleTwist Music Player - screenshot      doubleTwist Music Player - screenshot
doubleTwist Music Player - screenshot      doubleTwist Music Player - screenshot
আসলে এর জাঁকজমক স্ক্রীন এবং একটু Stylish ভাবের জন্য Stylish ব্যক্তিদের বেশ নজর কেড়েছে । এর PC’র ভার্শন থাকলেও সেটি জনপ্রিয়তা পায়নি বললেই চলে । এটি Real Player-এর চরম প্রতিদন্ধি ।
1,17,573 বার rating হওয়ার পর এর 5 star 76,621 বার ।

5. N7Player Music player

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEge9YJlU8gFNSjQ3YIwbusry5DfOig5sIqC31Tl3LgJKia65tBP3Y_XNtT6b9FRxtY7QkcdyiuvRUWa3ezVIVDWhJytZaj2ujf7VG8Xx4IXgP05KjyrrEx_hzZaB9K7M53KrazIeHR21l3P/s1600/n7player-Music-Player.jpg
n7player Music Player (Full) v2.1.1 APK     n7player Music Player (Full) v2.1.1 APK
n7player Music Player (Full) v2.1.1 APK     n7player Music Player (Full) v2.1.1 APK
Unique User interface আর Multitouch wall album-এর জন্য সেরা এই মিউজিক প্লেয়ারটি । চাইলে এই প্লেয়ার দ্বারা মিউজিক ব্রাউজ করে অনলাইনেও গান শুনতে পারবেন । এইভাবে চমৎকার service দিতে থাকলে এই মিউজিক প্লেয়ার সম্ভবত কিছুদিনের মধ্যেই সবচেয়ে সেরা মিউজিক প্লেয়ারের আসন দখল করবে ।

6. MusiXmatch Lyrics Player

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiisEtA_oKfOubfzBBoGhsxFVAa1nEVQhJLUyZjVDxu9I6jOj6MKyyRpWBJy0TldegTgFJ7XCeSaPwBqudMrUMACNswUU0Nl4RJvF4N_c4fHn5dUl3ebMmz168P2b4HK76c4ah_4KzG1YpF/s1600/musiXmatch+Lyrics+Player.jpg
musiXmatch Music Lyrics Player - screenshot      musiXmatch Music Lyrics Player - screenshot
musiXmatch Music Lyrics Player - screenshot
Android জগতে এটি এক নম্বর Lyric Player । যারা Music শুনতে শুনতে Lyrics-এও চোখ বুলাতে চান, তাদের জন্য আমি বলব এই Player টিই Best. অনলাইন-অফলাইনে এই Lyrics দেখতে পারেন । 32 টি ভাষা এতে সাপোর্ট করে ।

7. MixZing Media Player

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtj2gTgnXsKab_L5Qm8PThyphenhyphenLqxpFPpm3te0_1qJWOAS3y79DNWK-_ug51E8MTmJgqIz0WW058__unM3btAt2Lmzcxhqg-tNi0ZHXRjvzbsECBfBXzlo7w9M8nmxIaE6Ih0yAR6XrDdmj3D/s1600/MixZing+Media+Player.jpg
MixZing Music Player - screenshot      MixZing Music Player - screenshot
MixZing Music Player - screenshot      MixZing Music Player - screenshot
কারণ, এটি শুধু Music শোনার জন্যই না, ইচ্ছামত Edit-ও করতে পারবেন । গানের শিল্পী, অ্যালবাম ইত্যাদি আপনার ইচ্ছামত এডিট করার সুযোগ এখানে পাবেন । Rating অনুসারে 6th স্থানে জায়গা করে নিয়েছে এই Player-টি ।

8. TTPod

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD-xq057Uh7D3zzt4O2zG8Mo8w5qSOhH0owwQb5VX0Rsux4QME8zY5jRc61vQVvE4mbJJVkVf8Ft4YQYmy-Tshgw5N3AkJbnYsgu9bPDMZJPkJl64gP4c-_rxe3X4eRWcSpIFvhmsKM54c/s1600/TTPod.jpg
TTPod - screenshot      TTPod - screenshot
সিম্বিয়ান ইউজারদের খুব ভাল পরিচয় আছে এই Player-এর সাথে । Android-এও খুব ভাল সময় যাচ্ছে এই Player-টির । অনেক Screen, photo art , lyric সুবিধা চাইলে এটি মন্দ হবে না ।

9. PlayerPro Music Player

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEge-MF7sK-V2AB1kDBfwa4v0E9Hs7x72eteaFNAzi1yQtcXpAqdFaNNf4RzaTxv-WXf2a03UZ8M8EIWnmAnpyxXXY1A-XmRQTr1RVqW2skZi6STJh9Fnh0vj9SLs6ozg9jxXCjbuI7P4fw5/s1600/PlayerPro+Music+Player.jpg
https://lh5.ggpht.com/CCkwDgCysIBeDTbJQiPMm5wtIVuHLQP7JMg7fhMEsud0t1SRl3NlkPXWtllEC14IQqv8      https://lh6.ggpht.com/2UY0ookqX50vGlyvAbA3hIDVOxMrGqmNedBHQmkWAh2ssg-2SaFlgq8c_BacjOaoXS3a
https://lh4.ggpht.com/gFTI9s5Me5ut738orTexN4JoSsuY9ceMjpNB4wKYZuTu8Bg3F9fNYsHp0c6eP9Eofkla
ডিজে ভাইদের পালা এবার । আপনারা এই Player-টি পছন্দ করবেন কারণ, এতে অনেক Mixing audio effect পাবেন । তাছাড়া net তো আছেই, চাইলে আরও effect নামিয়ে নিয়ে ইচ্ছামত গান মিক্স করে আমাদের শোনাবেন… :-P

10. NRG Player

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihuPrhSGdppKO4tOz6bd1IB0eArD-gNwNMg-a-fwTsaRVhfDT0rz0n5UQJzqPyOSJBM7HFmBPOjvYNPyIo8X0g7ji4LgyhHHL7qbg6qHUFDvRSevJiiJVmeXypr2kjfHrXD80cpRmBfo7O/s1600/NRG+Player.jpg
NRG Player - music player - screenshot      NRG Player - music player - screenshot
NRG Player - music player - screenshot      NRG Player - music player - screenshot

আপনি যদি একটু Different জিনিসের ভক্ত হন, তাহলে এই প্লেয়ারটি আপনার জন্যেই ।
এটা অন্যান্য মিউজিক প্লেয়ারদের থেকে সম্পূর্ণ আলাদা – অনেকটা Double Twist-এর মত । 10 নম্বরে থাকা এই App টি উপরের 9টি App-কে চরম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ।