আসসালামু আলাইকুম,
আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা রইল। সবাই আশা করি ভালো আছেন। অনেক কাজেই আমাদের GIF ইমেজ এর প্রয়োজন হয়।কোন কোন সময় এর সাইজ কমানোর প্রয়োজন হয় । আপনি যদি আপনার পোস্ট বা ব্লগ এ ব্যবহার করতে চান তাহলে এমনি এমনি পেজ লোড এর সময় বারিয়ে লাভ নেই।এজন্য রিসাইজ করা প্রয়োজন । কিন্তু এর Resize করা একটু ঝামেলা। অন্যান্য ফরম্যাট যেমন খুব সহজেই করা যায় GIF এর বেলায় এমনটা হয় না। এটা রিসাইজ করার জন্য বিভিন্ন সফটওয়্যার এর প্রয়োজন পরে। আপনি সফটওয়্যার এর ঝামেলা ছাড়াই অনলাইন এ খুব সহজেই এই কাজ তা করতে পারবেন।
পোস্টঃ ►অনলাইনেই GIF ইমেজ Resize করুন
◨প্রথমে এই লিঙ্ক এ যান ↔http://picasion.com/resize-gif/
◨সেখানে গেলে এরকম একটা বক্স দেখতে পারবেন।
◨সেখানে Choose File দিয়ে ছবি আপলোড করুন ।
◨তার পর Size থেকে রিসাইজ করুন আর ছবি বেশি বড় হলে Quality কমিয়ে দিন। Effect আর Rotation দরকার না পড়লে হাত দিয়েন না।
◨তার পর Resize Image এ ক্লিক করুন।
◨কিছুক্ষন অপেক্ষা করুন। দেখবেন চলে আসছে।
◨RMB চেপে সেভ করুন।
◨আপনি যদি কোন ব্লগ এ বা পোস্ট এ ব্যবহার করতে চান তাহলে নিচে HTML Code বা Direct Link ব্যবহার করুন।
۞ এইভাবে আপনি GIF ইমেজ খুব সহজেই রিসাইজ করতে পারবেন।
_______________________________________________
পোস্টটি কেমন হল তা জানবেন । কোন প্রকার সমস্যা থাকলে কমেন্ট করবেন , সমাধান দেওয়ার চেষ্টা করবো।পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।ইনশাল্লাহ আগামিতে আরও সুন্দর পোস্ট নিয়ে হাজির হব।আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য সুভকামনা রইল ।
♣╔══════════════════════ஜ۩۞۩ஜ═══════════════════════╗♣
◐════════════════════════════════════════════◑
ভাল থাকুন,সুস্থ থাকুন
No comments:
Post a Comment