Wednesday, August 21, 2013

Web Cartoon Maker ; কার্টুন মুভি বানানোর দারুন একটি সফটওয়ার ডাউনলোড করে নিন ; আর নিজে নিজে কার্টুন বানান ।


সবাইকে সালাম ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে টিউনটি শুরু করছি।সবাই নিশ্চি ভালো আছেন।আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব একটি দারুন সফটওয়ারের সাথে যার সাহায্য আপনি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানা ছাড়াই কার্টুন বানিয়ে ফেলতে পারবেন।
সফটওয়ারটিতে অনেক সুবিধা আছে।আপনি কোন কিছু জানা ছাড়া আস্তে আস্তে কার্টুন মুভি বানাতে পারবেন।সফটওয়ারটিতে অনেক সুবিধা আছে।
সফটওয়্যার অনেক ভাষা সমর্থন করে এবং উইন্ডোজ 7 সহ বিভিন্ন অপারেটিং সিস্টেম, সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা “eSpeak” বক্তৃতা ইঞ্জিন ব্যবহার করে।
যাই হোক সফটওয়ারটিতে অনেক ভাষার কার্টুন বানানো যাবে।এমনকি আপনি বড় আকারের কার্টুন মুভিও বানাতে পারবেন।
সফটওয়ারটির সাইজ ও কম আছে মাএ ৬.৪৭ মেগা বাইট।
সফটওয়ারটি ডাউনলোড করার পুর্বে বিস্তারিত জানতে চাইলে এখানে দেখুন
আর ডাইরেক্ট সফটওয়ারটির ডাউনলোড লিংক এখানে ডাউনলোড
অবশেষে বলবো সবাই ভালো থাকুন।

No comments:

Post a Comment