Thursday, August 1, 2013

সিম্বিয়ান মোবাইল দিয়ে অফুরন্ত মিসকল দিন কোন কষ্ট ছাড়াই ।


‍সুপ্রিয় ভাই ও বোনেরা, সালাম নিবেন। আশাকরি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আজ আমি আপনাদেরকে ছোট একটি সফটয়ারের সাথে পরিচয় করিয়ে দেব যেটি আপনার পছন্দের নাম্বারে যত খুসি তত মিসকল দেবে নিজে নিজে। সফটয়ারটির নাম Jeer. এই সফটয়ারটি চালানোর জন্যে পাইথন ইন্সটল করা থাকতে হয়। তাই সফটয়ারটি আপনার দরকার হলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। তিনটিই ডাউনলোড করুন।




কার্যপ্রণালী:
১. পর্যায়ক্রমে তিনটি সফটয়ার ইন্সটল করুন(প্রথমে ১ নং পরে ২ নং তারপর ৩ নং)।
২. Jeer ওপেন করুন।
৩. Option >Setting> Set dialing number এ পছন্দমত নাম্বার বসান।
৪. আবার Option >Setting> Set Count এ যত বার মিসকল দিতে চান তা বসান।
৫. এবার Option > Start Dialing চাপলেই মিসকল দেয়া শুরু করে দিবে।

No comments:

Post a Comment