Wednesday, August 28, 2013

Delete Your Google Account Permanently !


কেমন আছেন সবাই ? আশাকরি অনেক ভাল আছেন ।
গুগলের জিমেইলে অনেকেরি একাধিক জিমেইল Account আছে। যদি কোন Account আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হয় ইচ্ছা করলে সেটি আপনি অতি সহজেই ডিলিট করে দিতে পারেন। আর এ জন্য আপনাকে জিমেইল www.gmail.com এ গিয়ে যে Account টি ডিলিট করতে চান তা লগইন করুণ-
তার পর উপরে ডানে Setting এ যান।
নিচের চিত্রের মত-
1

Accounts এ ক্লিক করুন-
Change Account Settings এ Other’s Google Account setting এ ক্লিক করুন
2

এবার দেখুন নতুন একটি উইন্ডোতে Accounts এর একটি লোগো পেজ দেখা যাচ্ছে।
এখান থেকে Products এ ক্লিক করুন।
Your Products Edit এ ক্লিক করুন।
3

এবার Delete A Product থেকে “Remove Gmail permanently” তে ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্ট এর পুরা তথ্য জানিয়ে দিবে। আপনি সেখানে আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যাবহার করুন। তারপর REMOVE GMAIL এ ক্লিক করুন।

Delete Google Account এ আপনি Web History, Gmail, Google Talk এগুলাতে টিক দিয়ে পুনরায় পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড দিয়ে নিচের দুটি অপশনেও টিক দিন,
তারপর Remove Google Account এ ক্লিক করুন । ব্যাস আপনার Account Successfully ডিলিট হয়ে যাবে।

পোস্টটি কেমন লাগলো জানাবেন।

ধন্যবাদ সবাইকে

ভাল থাকুন সুস্থ থাকুন

No comments:

Post a Comment