সবার প্রতি অফুরন্ত ভালবাসা রেখে শুরু করলাম । আজ আমি যে বিষয়টি নিযে আলোচনা করব সেটি হল কম্পিউটারের প্রোগ্রাম Uninstall নিয়ে। অনেক সময় আমাদের কম্পিউটারে Install করা প্রোগ্রামগুলো Uninstall হয় না। ফলে এর সমাধান হিসাবে আমাদের অপারেটিং সিস্টেম ফরমাট দিতে হয় এবং নতুন করে Setup দিতে হয়। যার দরুন আমাদের সময় এবং শ্রম দুটিরই অপচয় হয়।আপনার কম্পিউটারের Install করা প্রোগ্রাম যাতে খুব সহজেই Uninstall করতে পারেন তার সমাধান নিয়েই আজকের এই পোষ্ট। আজকে আপনাদের এমন একটি Software এর সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে খুব সহজেই Software Uninstall সহ নানা ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন। এবার নিচের ডাউনলোড লিংক থেকে Software টি Download করুন । Software টি Download করতে এখানে ক্লিক করুন। Download করার সময় নিচের অপশনটিতে ক্লিক করুন। ব্যাস Download শুরু……………
এবার Download হওয়া Software টি স্বাভাবিক নিয়মে Install করুন এবং Run করান।
তাহলে Software টির ইন্টারফেজ দেখতে পাবেন (উপরের মত)। এখন আপনার প্রয়োজন অনুযায়ী Software টি ব্যবহার করুন এবং সব সমস্যার অবসান ঘটান।
আজ এই পর্যন্ত। সবাই ভাল থাকবেন এবং আমার জন্য সৃষ্টিকতার নিকট প্রথনা করবেন।
No comments:
Post a Comment