Saturday, August 3, 2013

কম্পিউটারের বিভিন্ন ফোল্ডার এর কালার পরিবর্তন করুন খুব সহজে


নিয়ে এলাম আপনার কম্পিউটারের বিভিন্ন ফোল্ডার এর কালার পরিবর্তন সহ বিভিন্ন আইকনে রুপান্তর করার সহজ উপায়। ছোট একটি সফটওয়্যার যার নাম Folder Marker Pro 3.0 Portable হা বন্ধুরা নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি পোর্টেবল সফটওয়্যার ইন্সটলের কোন ঝামেলা নেই।
মাত্র 1.5 মেগাবাইট।
১. Folder অপশনে ব্রাউজ করে যে ফোল্ডারটিকে কালার অথবা আইকনের মত রুপান্তর করতে চান, তা সিলেক্ট করুন।
২. Folder Icon অপশনে পাবেন Aditional, Colors, ABC, Main, Users Icon. এবার আপনি ফোল্ডারটিকে যে ভাবে রুপান্তর করতে চান,তা নির্ধারণ করে Apply তে ক্লিক করুন, দেখুন আপনি ঠিক যে রকম চাইছিলেন, ঠিক সেভাবে ফোল্ডারটি নতুন রুপে সেজে গেছে। তাহলে দেরী কেন?
ব্যবহার করুন এবং উপভোগ করুন FolderHighlight_2.4.0208_incl_crack.zip সফটটি।
এবং ডাউনলোদ শেষে যথা নয়মে ইন্সটল করুন …।

ডাঊনলোদ করতে এখানে ক্লিক করুন

1
সফটওয়্যারটি ইন্সটল করার পরআপনি যেফোল্ডারটির কালার চেঞ্জ করতে চান তার উপর মাউসেররাইট বাটন ক্লিট করুন। তার পর উপরের ছবি অনুশরন করুন…।
এবং কাজ সুরু করুন …।।

1 comment: