“আসসালামু আলাইকুম”
আপনার কম্পিউটার এর র্যমটা বাড়াবেন কিন্তু র্যম কেনার টাকা নেই বা আগের রেম টা নষ্ট হয়ে গেছে,সমস্যা নেই রেম কেনা ছারাও আপনি চলতে পারেন বা পুরাতন রেম এর সাথে আরো রেম বারিয়ে নিতে পারেন এখন কথা হল কিভাবে বাড়াবেন? একদম সহজ আপনি এই ট্রিক টা আগে জানতেও পারেন আবার নাও পারেন না জানলে জেনে নিন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।চলুন কাজ শুরু করিঃ
মাত্র ৩ থেকে ৪ টি ক্লিক করেই আপনি এই কাজ করতে পারবেন।
১/প্রথমে আপনার My Computer এর Propertis এ যান।
২/ এখন উপরের Advanced এ ক্লিক করে Performance এর Settings এ যান।
৩/ এখন এর Advanced এ ক্লিক করে Virtual Memory তে ক্লিক করে Change এ গিয়ে আপনি আপনার পিসি বা ল্যাপটপের যে ড্রাইভটি ব্যাবহার করতে চান সেটি সিলেক্ট করুন।
সবশেষে আপনি Custom size এ Initial ও Maximum Size এ আপনার ইচ্ছামত সাইজ দিন এবং SET এ ক্লিক করে বের হয়ে আসুন।
আজকের পোস্ট টি ছোট তারপরেও আমি মনে করি পোস্ট আপনাদের অনেক কাজে লাগবে ,এবং আশা করি সবার কাজ হয়ে গেছে। আমিও বিদায় নিচ্ছি।
No comments:
Post a Comment