আসসালামু আলাইকুম,
প্রিয় এন্ড্রোয়েডে যদি স্টার্ট মেনু (Start Menu) হত তাহলে মনে হয় ভালোই হত! কমপক্ষে উইন্ডোজের কিছুটা দারুণ স্বাদ অনুভব করা যেত। উইন্ডোজের মত সহজ-সরলভাবে অ্যাপগুলা সার্চ এবং ম্যানেজ করা সম্ভব হত! উইন্ডোজে এক্সপি, সেভেন, ম্যাক OS এর স্টার্ট মেনুর মজা লেওয়া যেত…ইত্যাদি!!! এখন থেকে এই আকাংখাগুলাকে বাস্তবে রূপ দিতে পারবেন মাত্র একটি এন্ড্রোয়েড স্টার্ট মেনুর মাধ্যমে।
এন্ড্রোয়েডে স্টার্ট মেনু ব্যবহারের কোন বিকল্প নাই! আপনারা চাইলেই স্টার্ট মেনু ব্যবহার করে উইন্ডোজের দারুণ স্বাদ অনুভব করতে পারবেন। তাছাড়া এটি আপনার ফোনের সার্বিক কাজ কর্ম সহজ করে তুলবে। ইন্সটল অ্যাপগুলা সার্চ এবং ম্যানেজ, ছাড়া যেকোনো ফাইল সার্চ করে খুঁজে বের করা, নতুন ফোল্ডার ক্রেয়েট করা, শর্ট-কার্ট অপশনও পাওয়া যাবে।
এক কথায় বলা যায়, এন্ড্রোয়েডের ব্যবহার আরও সহজ করে তুলবে! এটি একটি Paid অ্যাপস। মূল্য- $1.33 ডলার তবে চিন্তার কোন কারণ নেই Start Menu টি আপনাদের একদম ফ্রী দেবো সাথে থাকছে ৩ টি আকর্ষণীয় স্টার্ট মেনু স্কিনস!!!
এন্ড্রোয়েড Start Menu টি নিচে থেকে ডাউনলোড করে নিন
Start menu for Android v1.3.3.apk ।। 306.67KB
Start menu skin
Windows 7 skin for Start menu v2.1.apk
Size: 194.04KB
Mac OS skin for Start menu v2.0.apk
Size: 204.97KB
No comments:
Post a Comment