আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারো লিখতে বসলাম । আমরা সবাই চাই পেনড্রাইভ অথবা মেমোরি কার্ডে দ্রুত ডাটা/ফাইল ট্রান্সফার করতে । আর এর জন্য ব্যবহার করি হরেক রকমের সফটওয়্যার,টিপস ও কপিয়ার । মূলত আমরা সবাই চাই দ্রুত যেন কাজ সারে । আজকে আপনাদের এই রকম একটি টিপছ শেয়ার করব । চলুন আর কথা না বাড়িয়ে আজকের টিপছটা শুরু করি ।
এই টিপসটি একটু অন্যরকম হলেও অনেক সহজ । প্রথমে নিচের ছবিটা দেখুন এবং পার্থক্য খুজুন ?
একটি কম্পিউটার থেকে3.25 জিবির একটা ফাইল পেনড্রাইভে ট্রান্সফার করার দুইটি দৃশ্য । ১ নং ছবিতে তে ফাইলটি ট্রান্সফার হতে 6 Minutes 30 Second লাগে । এবং Speed-13 MB/Second । ২ নং ছবিতে তে একই ফাইল ট্রান্সফার হতে 13 Minutes লাগবে । এবং Speed-5.45MB/Second
একটি কম্পিউটার থেকে একই ফাইল/ডাটা একই পেনড্রাইভে ট্রান্সফার করা হচ্ছে । কিন্ত দুইটির সময়ের অনেক সময় পার্থক্য কেন ?
এর উওর টা দেখুন এখানে- আপনি যদি Windows 7 এ পেনড্রাইভে ডাটা ট্রান্সফার করার গতি বাড়াতে চান তাহলে আপনাকে যেতে হবে পেনড্রাইড ফরমেট করার অপশনে । যেখানে গিয়ে নিয়মিত পেনড্রাইভ ফরমেট করে থাকেন । সাধারনত আমরা যখন পেনড্রাইভ ফরমেট করি তখন File system দেয়া থাকে FAT32(Default) (নিচের ছবি দেখুন)
আপনাকে এখন NTFS সিলেক্ট করতে হবে (নিচের ছবি দেখুন) এবং সাভাবিক নিয়মে পেনড্রাইভটি ফরমেট করুন ।
শুধুমাত্র এই নিয়মে পেনড্রাইভ ফরমেট করে Windows 7 এ পেনড্রাইভে দ্রুত ডাটা ট্রান্সফার করা সম্ভব এবার নিজের পিসিতে পরীক্ষা করে দেখুন । আশাকরি আমার এই টিপছটা আপনাদের অনেক কাজে আসবে ।
No comments:
Post a Comment