Saturday, August 3, 2013

সময় বাঁচান রান কমান্ড দিয়ে – না দেখলে মিস…


বিসমিললাহির রামমানির রাহিম
আসসালামু আলাইকুম-আশা করি পিসি হেলপলাইন বিডির সবাই ভালো আছেন।আমি আপনাদের দোয়ায় এবং খোদার রহমতে খুব ভালো আছি।কথা না বাড়িয়ে আজকের পোসট শুরু করছি।
উইন্ডোজের বিভিন্ন সুযোগ-সুবিধা, বিভিন্ন আপ্লিকেশনে শুধু রান কমান্ড দিয়ে খুব সহজেই যাওয়া যায়। এতে অনেক সময় বাঁচে। নিচে তেমনই কিছু রান কমান্ড দেওয়া হলো।
প্রথমে উইন্ডোজ কি+R চেপে সরাসরি রান-এ যেতে হবে। এরপর নির্দিষ্ট কমান্ড দিয়ে সরাসরি যেকোনো প্রোগ্রামে যাওয়া যাবে।
 ক্যালকুলেটর খুলতে করতে calc লিখে এন্টার করুন।
 যেকোনো ড্রাইভে যেতে c:, d:, e: এভাবে লিখে এন্টার করুন।
 বিভিন্ন চিহ্ন খুঁজে পেতে charmap লিখে এন্টার করুন।
 পাওয়ার অপশনে যেতে powercfg.cpl লিখে এন্টার করুন।
 রেজিস্ট্রি এডিটরে যেতে regedit লিখে এন্টার করুন।
 রিমোট ডেস্কটপে যেতে mstsc লিখে এন্টার করুন।
 কন্ট্রোল প্যানেলে ঢুকতে লিখে control এন্টার করুন।
 ডিস্ক ক্লিনআপ চালু করতে cleanmgr লিখে এন্টার করুন।
 মাউস প্রোপার্টিজে ঢুকতে main.cpl লিখে এন্টার করুন।
 সাউন্ড অ্যান্ড অডিওতে ঢুকতে mmsys.cpl লিখে এন্টার করুন।
 ডিভাইস ম্যানেজারে ঢুকতে devmgmt.msc লিখে এন্টার করুন।
 ফন্টসে ঢুকতে fonts লিখে এন্টার করুন।
 উইন্ডোজ সিকিউরিটি সেন্টারে যেতে wscui.cpl লিখে এন্টার করুন।
 টাস্ক ম্যানেজার চালু করতে taskmgr লিখে এন্টার চাপুন।
 সিস্টেম কনফিগারেশনে যেতে sysedit লিখে এন্টার করুন।
 রিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এডিটরে যেতে intl.cpl লিখে এন্টার করুন।
 স্টার্ট আপ মেন্যুতে যেতে msconfig লিখে এন্টার চাপুন।
 হার্ডডিস্কের বিভিন্ন ড্রাইভ লুকানোসহ বিভিন্ন কাজে gpedit.msc লিখে এন্টার চাপুন।
 ইন্টারনেট প্রোপার্টিজ দেখতে inetcpl.cpl লিখে এন্টার চাপুন।
 অন স্ক্রিন কি-বোর্ড চালু করতে osk লিখে এন্টার চাপুন।
খোদা হাফেজ

No comments:

Post a Comment