Friday, August 2, 2013

IP Address Change করুন IpSharkk Software দিয়ে


ইন্টারনেটের দুনিয়ায় IP ADDRESS খুবই মূল্যবান।অনেক সময় এই IP ADDRESS change করার দরকার হয়।এজন্য বিভিন্ন Software পাওয়া যায়।অনেক সময় এসব Software দিয়ে IP ADDRESS change করলে Browser slow হয়ে যায়।আমি আজকে এমন একটা Software দিব যা দিয়ে IP ADDRESS change করা যায় এবং Browser slow হয় না!!
Software Name : IpSharkk
Software size: 4.25 MB
Software Free না। টাকা দিয়ে কিনতে হয়। আামি কোন Crack File দিতে পারছি না। এজন্য দুঃখিত।তবে Trial Version দিয়ে অনেক ভালো চালানো যায়। আশা করি Full Version এর দরকার হবে না।
প্রথমে Software টা Unzip করুন।
ipsharkk-screenshot
Software টি Open করুন।
উপরের দিকে আপনি দুটো লেখা দেখতে পাবেন।Your IP ও Curent IP। এর পাশে Enable option-এ Click করুন।Enable হয়ে গেলে আপনি নিচের যেকোন দেশের IP বেছে নিন।যে IP ADDRESS এর SPEED সবচেয়ে বেশি হবে সেটি বেছে নিন।এতে Browser Slow হবে না।এরপর Connect এ Click করলে IP ADDRESS change হয়ে যাবে।

No comments:

Post a Comment