বিসমিল্লাহীর রহমানির রাহীম আসসালামুআলাইকুম,
মহান আল্লাহর রহমতে সবাই ভাল থাকুন এই বলে আমার পোষ্ট শুরু করছি।
আজ আমি যে পোষ্টটি করতে যাচ্ছি তা হল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি অন্যতম জরুরী সফটওয়্যার IDM (Internet Download Manager) সম্পর্কি. এটি ব্যবহার করলে সুবিধার কোন শেষ নাই। আর অসুবিধা তো একটা থাকলেই চলে তা হল Serial key না থাকা। তবে অনেকে Crack, Patch প্রভূতি দিয়ে রেজি: এর কাজ চালান। আবার এখন দেখলাম Crack, Patch, সিরিয়াল প্রভূতি ছাড়াও এর ফুল ভার্সন পাওয়া যাচ্ছে। তবে আমার কথা হল কিভাবে এই IDM কে Crack, Patch, সিরিয়াল প্রভূতি ছাড়াই তৈরী করা হচ্ছে, আর ব্যবহার করা যাচ্ছে আজীবন। আমি সফটওয়্যার সম্পর্কে তেমন জানি না। কিন্তু খুজতে থাকলাম রহস্য। অবশেষ পেয়ে গেলাম। কিভাবে এটিকে HACK করে ফুল ভার্সন তৈরী করা যায়।
IDM কে HACK করার জন্য প্রস্তুতি নিয়েছেন যারা তাদের জন্য মূল কথা লেখা শুরু করলাম।
== প্রথমেই বলছি এই কাজটি কিন্তু খুবই সহজ। বলতে গেলে পানির মতই সহজ। তবে শর্ত হল আপনাকে মনযোগ দিয়ে লেখাটি পড়তে হবে এবং ধৈর্য্য সহকারে ধাপে ধাপে কাজগুলো করতে হবে।
প্রয়োজনীয় জিনিসাদি:
১। IDM এর যেকোন যেকোন একটি ভার্সন পিসিতে সেটআপ করা থাকেত হবে। যদি না থাকে তাহলে এখানে গিয়ে ডাউনলোড করে সেটআপ করে নিন।
২। Notepad++ পিসিতে সেটআপ করা থাকতে হবে। যদি না থাকে তাহলে এখানে গিয়ে একটি ভার্সন ডাউনলোড করে সেটআপ করে নিন।
কাজের ধাপ:
১। IDM পিসিতে সেটআপ করা থাকলে বা বর্তমানে রান (চলমান) থাকলে এখন Exit করে নিন। বুঝলেন না? আরোও পরিষ্কার করে বলি- আপনার ডেক্সটপের সিষ্টেম ট্রে অর্থ্যাৎ ডেক্সটপের নিচে ডানদিকের কোণায় দেখবন IDM এর একটি আইকন আছে। এই আইকনটিতে রাইট বাটন ক্লিক করে এখন Exit এ ক্লিক করুন।
২। Notepad++ সেটআপ করেছিলেনতো? যদি না করে থাকেন, তাহলে সেটআপ করে নিন।
৩। এখন আপনার পিসির Run এ যান এবং হুবহু C:\WINDOWS\system32\drivers\etc লিখে এন্টার চাপুন। দেখবেন একটি উইন্ডো ওপেন হয়েছে।
৪। এখানে দেখবেন প্রথমেই একটি ফাইল আছে যার নাম hosts.
৫। hosts নামক এই ফাইলটিতে মাউজের রাইট বাটন ক্লিক করে Edit with Notepad++ এ ক্লিক করুন। দেখবন এডিটর ওপেন হয়েছে।
৬। এখন এই এডিটর উইন্ডোতে যাকিছু লেখা আছে সব লেখাকে ব্লক করে ডিলিট করে দিন। অর্থাৎ কোন লেখাই যেন এডিটরে না থাকে।
৭। এখন নিচের লেখাগুলি হুবহু Copy করে নিয়ে Paste করে দিন-
# Copyright (c) 1993-2009 Microsoft Corp.
# # This is a sample HOSTS file used by Microsoft TCP/IP for Windows.
# # This file contains the mappings of IP addresses to host names. Each
# entry should be kept on an individual line. The IP address should
# be placed in the first column followed by the corresponding host name.
# The IP address and the host name should be separated by at least one
# space.
#
# Additionally, comments (such as these) may be inserted on individual
# lines or following the machine name denoted by a ‘#’ symbol.
#
# For example:
#
# 102.54.94.97 rhino.acme.com
# source server
# 38.25.63.10 x.acme.com
# x client host
# localhost name resolution is handled within DNS itself.
# 127.0.0.1 localhost
# ::1 localhost
127.0.0.1 activate.adobe.com
127.0.0.1 practivate.adobe.com
127.0.0.1 tonec.com
127.0.0.1 http://www.tonec.com
127.0.0.1 registeridm.com
127.0.0.1 http://www.registeridm.com
127.0.0.1 secure.registeridm.com
127.0.0.1 internetdownloadmanager.com
127.0.0.1 http://www.internetdownloadmanager.com
127.0.0.1 secure.internetdownloadmanager.com
127.0.0.1 mirror.internetdownloadmanager.com
127.0.0.1 mirror2.internetdownloadmanager.com
৮। এখন Ctrl + S চেপে File টিকে Save করে Close করে দিন।
৯। পিসিকে Restart দিন। দেখুন ইনশআল্লাহ আপনার Idm আর আজীবনে জন্য রেজি: চাইবে না।
তার পরও যদি ব্যার্থ হন তাহলে আপনার জন্য আমি একটি হ্যাক করা IDM 7.1 এর ফ্রেশ একটি কপি Dropbox এ আপলোড করে রেখেছি। এটি আমি আজ এক বছর যাবত ব্যবহার করিছ কোন দিন রেজি: চায় নাই আর ইনশআল্লাহ আশা করি আজীবনেও চাইবে না। ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।
সর্ব প্রথম প্রকাশিত http://www.techtonesbd.com/archives/212
তারপর প্রকাশিত হয়েছিল http://www.techtunes.com.bd/internet/tune-id/209739
No comments:
Post a Comment