Friday, August 2, 2013

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM)এর নতুন ভার্সন-6.17 PRO অ্যাক্টিভেট।


আসসালামু আলাইকুম,
আজ আপনাদের জন্য এনেছি নতুন চমক! এক সপ্তাহ যেতে না যেতেই রিলিস হল IDM এর নতুন ভার্সন- 6.17 আর প্রতিবারের মত এবার আর ক্র্যাক/Patch দিয়ে আপনাদের কষ্ট ঝামেলা পোহাতে হবে না। কারণ এবার এনেছি 6.17 PRO অ্যাক্টিভেট ভার্সন, কোন ক্র্যাক/Patch প্রয়োজন নাই। শুধু ইন্সটল করলেই কাজ হয়ে যাবে।
Patch কাজ করে না, বারবার fake serial দেখায়, ডাউনলোড লিংক ডেড ইত্যাদি কথা আমার আর শুনতে হবে না! কারণ এটা তো PRO অ্যাক্টিভেট ভার্সন। এতে এই নতুন ভার্সনে আগে থেকে ক্র্যাক করা আছে সাথে অনেক কিছু পরিবর্তন ও নানা সমস্যা সংশোধন করা হয়েছে, ডাউনলোডের আরও নতুন সুবিধা-সংযোজন রয়েছে। আর ডাউনলোড স্পীড সম্পর্কে সবার তো ধারণা আছেই!! আজ (IDM)এর নতুন ভার্সন-6.17 PRO অ্যাক্টিভেট ডাউনলোড করার ৩টি শেয়ারিং সাইটের লিংক দিচ্ছি। আর সমস্যা হলে আমি তো আছি!! তাহলে চলুন আর গরম গরম ডাউনলোড করুন  IDM- 6.17 PRO অ্যাক্টিভেট। :)
পোস্টঃ  IDM ভার্সন-6.17 PRO অ্যাক্টিভেট। [Full & Final]
IDM-akash
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নিয়ে বেশি কিছু কষ্ট করতে হবে না, আপনাকেও না। আজ কোন  ক্র্যাক/Patch এর ঝামেলা নাই, শুধু ডাউনলোড করবেন আর ইন্সটল করবেন। তাতেই ফুল ভার্সন IDM এর আসল মজা নিতে পারবেন। পরে যেন না শুনি যে, ‘ ভাইজান কাজ হয় না! :( ‘
IDM এর নতুন ভার্সনের ফিগার, আর নতুনত্ব নিয়ে আলোচনার জন্য নিচে টুকটাক কিছু ইনফর্মেশন দেওয়া হল, সাথে IDM- 6.17 PRO অ্যাক্টিভেট হট! হট! ডাউনলোড করার সুবর্ণ সুযোগ!!

IDM সফটওয়্যারের ফিগারসমূহঃ
========================================
সফটওয়্যার: ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM-6.17 PRO Activated)
ফাইলের আকার: ৪.৪১ এমবি (৪,৭৫০,৫৮৪ বাইট)
প্রয়োজন(OS): উইন্ডোজ (সকল সংস্করণ)
ভাষা: একাধিক ভাষা
রিলিস: ২৯ জুন, ২০১৩
স্বত্বাধিকারী: টনিক.ইনক
ওয়েবসাইট: http://www.internetdownloadmanager.com
.
Version 6.17  PRO অ্যাক্টিভেট ।। ফুল ও ফাইনাল ভার্সন  (29/06/2013)
====================================================
সংস্করণ 6.17 এর কি নতুন?win8
- Internet Explorer 10 এ সাপোর্ট করার জন্য ফিক্সিং করা হয়েছে।
- Mozilla Firefox, Mozilla Firefox Aurora, Google Chrome এ সমস্যার সমাধান।
- ‘FLV grabber to save videos’ সুবিধা Youtube এ যোগ করা হয়েছে।
- জনপ্রিয় ভিডিও সাইট যেমন: Google Video, MySpace TV, meta cafe থেকে ডাউনলোড করার সুবিধা।
- LIVE স্ট্রিমিং বা, সরাসরি দেখা যায় এমন ভিডিও সময় আকারে ডাউনলোড করা সম্ভব* (Live Streaming)
- স্বয়ংক্রিয় প্রক্সি কনফিগারেশন (proxy configuration)
- প্রায় ৫-৭ ধরনের গুরুতর বাগ সংশোধন করা হয়েছে (Fixed a critical bug)
- Firefox 23-24 and SeaMonkey 2.19 ভার্সনে IDM সাপোর্ট।
- উইন্ডোজ ৮ এর জন্য আরও উন্নত সংস্করণ করা হয়েছে ( PRO অ্যাক্টিভেট)

mediafire (1)
IDM নিয়ে আশা করি এবার ডাউনলোড লিংক নিয়ে কোন প্রকার ঝামেলা হবে না, তাই ৩ টি শেয়ারিং সাইটের ডাউনলোড লিঙ্ক দিলাম। যেখান থেকে খুশি ডাউনলোড করে নিন। আশা করি অন্তত্ত এখন IDM- 6.17 PRO অ্যাক্টিভেট ভার্সন ডাউনলোড করার সুযোগ তো কেউ ছাড়বেন না ! তাই আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ডাউনলোড করে নিন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM)এর নতুন ভার্সন-6.17 PRO অ্যাক্টিভেট!!!
======================================================
IDM PRO Activated সফটওয়্যারটি নিচে থেকে  ডাউনলোড করে নিন
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM-6.17 PRO অ্যাক্টিভেট)||সাইজ-4.41MB
download
||<<<———-Media-Fire Link———->>>||
 ||<<<————–Ge.tt Link—————->>>||
 ||<<<—-———–uppit Link—————>>>||
======================================================
======================================================
 .
IDM-6.17 PRO অ্যাক্টিভেট সফটওয়্যার নিয়ে আজ বিস্তারিত লেখার কোন প্রয়োজন নাই, কারণ, এটার জন্য কোন ক্র্যাক/Patch লাগবে না। শুধু ইন্সটল করলেই অটো অ্যাক্টিভসহ ফুলভার্সন হয়ে যাবে। ইন্সটল করার পর কেন ওয়েবপেজ আসলে তা ক্লোজ করে দিবেন এবং স্টার্টমেনু থেকে IDM ওপেন করে দেখবেন একেবারে লেটেস্ট এবং PRO Activated ভার্সন!! সবার জন্য শুভেচ্ছা। Have Fun!!! Enjoy :P
যেকোনো সমস্যায় comment করতে ভুলবেন না। ভাল-মন্দ-খারাপ যেমনই লাগে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।
পোস্টটি কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।।

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

No comments:

Post a Comment